Ajker Patrika

হাজার কোটি টাকায় দিয়াজকে কিনল বায়ার্ন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২২: ০৩
লিভারপুল ছেড়ে বায়ার্নে লুইস দিয়াজ। ছবি: বায়ার্ন মিউনিখ
লিভারপুল ছেড়ে বায়ার্নে লুইস দিয়াজ। ছবি: বায়ার্ন মিউনিখ

কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।

তাঁকে পেতে গত টাকা খরচ করতে হলো বায়ার্নকে, সেটা অবশ্য জার্মান দলটি প্রকাশ করেনি। তবে তাঁর পেছনে বায়ার্নের ৬ কোটি ৫৫ লাখ পাউন্ড খরচ হয়েছে বলে খবর জার্মান পত্রপত্রিকার। টাকার অঙ্কে যা ১ হাজার ৭৫ কোটি!

২০২২ সালে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডে পোর্তো থেকে লিভারপুলে এসেছিলেন লুইস দিয়াজ। অ্যানফিল্ডে দারুণ মানিয়ে নিয়েছিলেন। হয়ে উঠেছিলেন দলটির অপরিহার্য খেলোয়াড়। কিন্তু তাঁর পেছনে লেগেছিল বায়ার্ন। চলতি মাসের শুরুতে দিয়াজকে পাওয়ার জন্য ৫ কোটি ৮৬ লাখ পাউন্ডের একটা প্রস্তাবও দিয়েছিল বায়ার্ন। কিন্তু তাতে রাজি ছিল না অ্যানফিল্ডের দলটি। তবে অর্থের অঙ্ক বাড়িয়ে বায়ার্ন নতুন প্রস্তাব দিলে, সেটিকে আর ফেরায়নি লিভারপুল।

নতুন ক্লাব যোগ দেওয়ার পর লুইস দিয়াজ বলেন, ‘আমি খুব খুশি। বায়ার্নের অংশ হতে পারাটা আমার কাছে অনেক কিছু। বায়ার্ন বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটা।’ দলের দলের হয়েও সাফল্যের আকাঙ্ক্ষা কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি আমার খেলার ধরন ও ব্যক্তিত্ব দিয়ে নতুন দলকে সাহায্য করতে চাই। সম্ভাব্য সব শিরোপা জয় করাই আমার লক্ষ্য।’

লিভারপুলের হয়ে ১৪৮ ম্যাচ খেলেছেন লুইস, করেছেন ৪১ গোল। প্রিমিয়ার লিগ ছাড়াও জিতেছে ও এফএ কাপ ও লিগ কাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত