আইপিএলই ক্রিকেটকে খাদের কিনারে এনেছে
বেন স্টোকসের অবসরের পর শুধু ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই এত দিন আলোচনা হচ্ছিল। তবে মাইকেল আথারটনের মতে, শুধু ওয়ানডে নয়; ক্রিকেটের ভবিষ্যৎই পড়েছে অন্ধকারে। এর জন্য সাবেক ইংল্যান্ড অধিনায়ক দায়ী করেছেন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকে, বিশেষ করে আইপিএলকে।