ক্রীড়া ডেস্ক
বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল নারাইন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে তিন বছর আগে।
উইন্ডিজের খেলা থাকলেই ইদানীং নারাইনকে নিয়ে কথা হয়। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়—কেন জাতীয় দলের হয়ে খেলেন না তিনি? সংবাদমাধ্যমে এ প্রশ্নের জবাব নারাইন নিজেই দিয়েছেন।
উইন্ডিজের হয়ে নারাইন শেষবার খেলেছেন ২০১৯ সালে ভারতের বিপক্ষে। এরপর আর মেরুন জার্সিতে দেখা যায়নি তাঁকে। কারণ হিসেবে সরাসরি ক্রিকেট উইন্ডিজ (সিডব্লুআই) ও ম্যানেজমেন্টকে দায়ী না করলেও আঙুল তুলেছেন বোর্ড কর্মকর্তাদের দিকেই। বলেছেন, ‘না খেলার অনেক কারণ আছে। সেসব নিয়ে কথা বলতে চাই না। সবাই দেশের (জাতীয় দলের) হয়ে খেলতে চায়। আমিও চাই। খেলতে চেয়েও খেলতে না পারার কষ্ট নিয়ে দিন কাটাচ্ছি।’
গতকাল তো উইন্ডিজ নারী দলের অলরাউন্ডার ডিন্ড্রা ডটিন ‘ড্রেসিংরুমের পরিবেশ ভালো নয়’ অভিযোগ তুলে অবসরই নিয়েছেন। তবে নারাইন এখনই অবসরের চিন্তা করছেন না। ক্যারিবিয়ান এই তারকা আবারও উইন্ডিজের হয়ে খেলতে চান, ‘আশা করছি ভবিষ্যতে আবার দেশের জার্সি পরব। যখনই সুযোগ পাব, উইন্ডিজের হয়ে খেলব। দেশের হয়ে খেলার জন্য উন্মুখ আছি।’
নারাইনের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলছেন। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দুবার শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন।
সর্বশেষ বিপিএলেও নারাইন ছিলেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের অপরিহার্য সদস্য। দলকে শিরোপা জেতানোর পথে বিপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি।
খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
৭ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
৮ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৯ ঘণ্টা আগে