ক্রীড়া ডেস্ক
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর চলছে একের পর এক সমালোচনা। অনেকেই এর জন্য দায়ী করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে কাঠগড়ায় তুললেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।
প্রতিবছর সাধারণত মার্চ থেকে মে—এই সময়ের মধ্যে আইপিএল হয়। দেড় থেকে দুই মাস চলা এই টুর্নামেন্টে ব্যস্ত থাকেন অনেক তারকা ক্রিকেটার, যেখানে ২০২২ আইপিএল হয়েছে দুই মাসেরও অধিক সময় ধরে এবং ম্যাচ হয়েছে ৭৪টি। লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্ট খেলে চোট, ক্লান্তি অনেক ক্রিকেটারকে গ্রাস করে। যেখানে পরবর্তী মৌসুমগুলোতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে এমনটা শোনা যাচ্ছে।
আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যেন একরকম খোঁচাই মারলেন। ‘আজ তাক’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আপনি পুরো মৌসুম আইপিএল খেলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তখন ক্লান্তি আসে না? তখন ওয়ার্কলোড থাকে না? যখন আপনি ভারতের হয়ে খেলেন, কোথাও ভ্রমণে যান, তখনই ওয়ার্কলোডের কথা মনে পড়ে। এটা ভুল।’
খেলোযাড়দের ফিটনেসের ব্যাপারে বিসিসিআইকে কঠোর হতে বললেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির বক্তব্য, ‘যদি আপনি ফিট থাকেন, তাহলে ওয়ার্কলোডের চিন্তা কীভাবে আসে? আপনাকে দলে নেওয়া হয়েছে, আপনাকে রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে আপনি খেলতে না পারেন, তাহলে রিটেনার ফি কেটে নেওয়া উচিত।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর চলছে একের পর এক সমালোচনা। অনেকেই এর জন্য দায়ী করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে কাঠগড়ায় তুললেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।
প্রতিবছর সাধারণত মার্চ থেকে মে—এই সময়ের মধ্যে আইপিএল হয়। দেড় থেকে দুই মাস চলা এই টুর্নামেন্টে ব্যস্ত থাকেন অনেক তারকা ক্রিকেটার, যেখানে ২০২২ আইপিএল হয়েছে দুই মাসেরও অধিক সময় ধরে এবং ম্যাচ হয়েছে ৭৪টি। লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্ট খেলে চোট, ক্লান্তি অনেক ক্রিকেটারকে গ্রাস করে। যেখানে পরবর্তী মৌসুমগুলোতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে এমনটা শোনা যাচ্ছে।
আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যেন একরকম খোঁচাই মারলেন। ‘আজ তাক’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আপনি পুরো মৌসুম আইপিএল খেলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তখন ক্লান্তি আসে না? তখন ওয়ার্কলোড থাকে না? যখন আপনি ভারতের হয়ে খেলেন, কোথাও ভ্রমণে যান, তখনই ওয়ার্কলোডের কথা মনে পড়ে। এটা ভুল।’
খেলোযাড়দের ফিটনেসের ব্যাপারে বিসিসিআইকে কঠোর হতে বললেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির বক্তব্য, ‘যদি আপনি ফিট থাকেন, তাহলে ওয়ার্কলোডের চিন্তা কীভাবে আসে? আপনাকে দলে নেওয়া হয়েছে, আপনাকে রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে আপনি খেলতে না পারেন, তাহলে রিটেনার ফি কেটে নেওয়া উচিত।’
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
৪ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
৫ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৬ ঘণ্টা আগে