Ajker Patrika

আইপিএল খেলতে ক্লান্তি আসে না, গাভাস্কারের প্রশ্ন 

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৪: ৫৫
আইপিএল খেলতে ক্লান্তি আসে না, গাভাস্কারের প্রশ্ন 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর চলছে একের পর এক সমালোচনা। অনেকেই এর জন্য দায়ী করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে কাঠগড়ায় তুললেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।

প্রতিবছর সাধারণত মার্চ থেকে মে—এই সময়ের মধ্যে আইপিএল হয়। দেড় থেকে দুই মাস চলা এই টুর্নামেন্টে ব্যস্ত থাকেন অনেক তারকা ক্রিকেটার, যেখানে ২০২২ আইপিএল হয়েছে দুই মাসেরও অধিক সময় ধরে এবং ম্যাচ হয়েছে ৭৪টি। লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্ট খেলে চোট, ক্লান্তি অনেক ক্রিকেটারকে গ্রাস করে। যেখানে পরবর্তী মৌসুমগুলোতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে এমনটা শোনা যাচ্ছে।

আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যেন একরকম খোঁচাই মারলেন। ‘আজ তাক’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আপনি পুরো মৌসুম আইপিএল খেলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তখন ক্লান্তি আসে না? তখন ওয়ার্কলোড থাকে না? যখন আপনি ভারতের হয়ে খেলেন, কোথাও ভ্রমণে যান, তখনই ওয়ার্কলোডের কথা মনে পড়ে। এটা ভুল।’

খেলোযাড়দের ফিটনেসের ব্যাপারে বিসিসিআইকে কঠোর হতে বললেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির বক্তব্য, ‘যদি আপনি ফিট থাকেন, তাহলে ওয়ার্কলোডের চিন্তা কীভাবে আসে? আপনাকে দলে নেওয়া হয়েছে, আপনাকে রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে আপনি খেলতে না পারেন, তাহলে রিটেনার ফি কেটে নেওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত