এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর চলছে একের পর এক সমালোচনা। অনেকেই এর জন্য দায়ী করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে কাঠগড়ায় তুললেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।
প্রতিবছর সাধারণত মার্চ থেকে মে—এই সময়ের মধ্যে আইপিএল হয়। দেড় থেকে দুই মাস চলা এই টুর্নামেন্টে ব্যস্ত থাকেন অনেক তারকা ক্রিকেটার, যেখানে ২০২২ আইপিএল হয়েছে দুই মাসেরও অধিক সময় ধরে এবং ম্যাচ হয়েছে ৭৪টি। লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্ট খেলে চোট, ক্লান্তি অনেক ক্রিকেটারকে গ্রাস করে। যেখানে পরবর্তী মৌসুমগুলোতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে এমনটা শোনা যাচ্ছে।
আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যেন একরকম খোঁচাই মারলেন। ‘আজ তাক’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আপনি পুরো মৌসুম আইপিএল খেলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তখন ক্লান্তি আসে না? তখন ওয়ার্কলোড থাকে না? যখন আপনি ভারতের হয়ে খেলেন, কোথাও ভ্রমণে যান, তখনই ওয়ার্কলোডের কথা মনে পড়ে। এটা ভুল।’
খেলোযাড়দের ফিটনেসের ব্যাপারে বিসিসিআইকে কঠোর হতে বললেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির বক্তব্য, ‘যদি আপনি ফিট থাকেন, তাহলে ওয়ার্কলোডের চিন্তা কীভাবে আসে? আপনাকে দলে নেওয়া হয়েছে, আপনাকে রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে আপনি খেলতে না পারেন, তাহলে রিটেনার ফি কেটে নেওয়া উচিত।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর চলছে একের পর এক সমালোচনা। অনেকেই এর জন্য দায়ী করছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। এই জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে কাঠগড়ায় তুললেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার।
প্রতিবছর সাধারণত মার্চ থেকে মে—এই সময়ের মধ্যে আইপিএল হয়। দেড় থেকে দুই মাস চলা এই টুর্নামেন্টে ব্যস্ত থাকেন অনেক তারকা ক্রিকেটার, যেখানে ২০২২ আইপিএল হয়েছে দুই মাসেরও অধিক সময় ধরে এবং ম্যাচ হয়েছে ৭৪টি। লম্বা সময় ধরে চলা এই টুর্নামেন্ট খেলে চোট, ক্লান্তি অনেক ক্রিকেটারকে গ্রাস করে। যেখানে পরবর্তী মৌসুমগুলোতে ম্যাচের সংখ্যা বাড়তে পারে এমনটা শোনা যাচ্ছে।
আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড’-এর প্রসঙ্গ উল্লেখ করেছেন গাভাস্কার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যেন একরকম খোঁচাই মারলেন। ‘আজ তাক’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আপনি পুরো মৌসুম আইপিএল খেলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় যান। তখন ক্লান্তি আসে না? তখন ওয়ার্কলোড থাকে না? যখন আপনি ভারতের হয়ে খেলেন, কোথাও ভ্রমণে যান, তখনই ওয়ার্কলোডের কথা মনে পড়ে। এটা ভুল।’
খেলোযাড়দের ফিটনেসের ব্যাপারে বিসিসিআইকে কঠোর হতে বললেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির বক্তব্য, ‘যদি আপনি ফিট থাকেন, তাহলে ওয়ার্কলোডের চিন্তা কীভাবে আসে? আপনাকে দলে নেওয়া হয়েছে, আপনাকে রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে আপনি খেলতে না পারেন, তাহলে রিটেনার ফি কেটে নেওয়া উচিত।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোচদের ‘ব্র্যান্ড’ হিসেবে খ্যাতি রয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনের। তাঁর হাত ধরেই সাকিব আল হাসান থেকে শুরু করে হালের জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কনরা তৈরি হচ্ছেন।
১৬ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে কদিন ছুটি কাটাতে গেছেন মেলবোর্নে। ছুটি শেষে ১৮ আগস্ট ঢাকায় ফিরে আসার কথা তাঁর। এরপর শুরু সভাপতি হিসেবে বুলবুলের সংক্ষিপ্ত মেয়াদের বাকি অংশ।
১ ঘণ্টা আগেফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২ ঘণ্টা আগে