Ajker Patrika

নারী আইপিএল শুরুর সময় জানাল বিসিসিআই

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

টি-টোয়েন্টি ক্রিকেটকে ক্রীড়াপ্রেমীদের কাছে জনপ্রিয় করতে জুড়ি নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তারই ধারাবাহিকতায় এবার নারীদের আইপিএল শুরু করতে যাচ্ছে ভারত। এ বিষয়ে আজ সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে বিসিসিআই।

২০২৩ সালের মার্চ মাস থেকে শুরু হবে নারীদের আইপিএল। পূর্ণ দৈর্ঘ্যের এই আসরে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করবে বিসিসিআই।

মোট ১৮ জন করে ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে প্রতি ফ্র্যাঞ্চাইজি দল। সর্বোচ্চ ৬ জন বিদেশি ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে দলগুলো। আর একাদশে নামাতে পারবেন ৫ জনকে। এর মধ্যে ৪ জন আইসিসির পূর্ণ সদস্য ও একজন সহযোগী সদস্যের ক্রিকেটারকে নামাতে হবে একাদশে।

মোট ম্যাচ ধরা হয়েছে ২২ টি। প্রতিটি দল একে অপরের মুখোমুখি খেলবে দুই বার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনাল খেলবে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় দল ফাইনাল খেলবে এলিমেনেটরের মাধ্যমে।

বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হোম ও অ্যাওয়ে সংস্করণে নারীদের আইপিএল আয়োজন করা চ্যালেঞ্জিং হবে। কেননা ৫ বা ৬ দলের প্রতিদিন একটি করে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। এ জন্য ক্যারাভান পদ্ধতিতে ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। লিগের মোট ২০ ম্যাচের ১০টি করে ম্যাচ আলাদা আলাদা দুটি ভেন্যুতে আয়োজন করা হবে।

নারীদের আইপিএলের উদ্বোধনী আসরের সময়েই পাকিস্তানেও শুরু হবে দেশটির প্রথম নারী পিএসএল। ২০১৮ সালে ভারতে শুরু হয়েছিল নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। ৩ দল নিয়ে শুরু হওয়া সেই টুর্নামেন্টের আগামী আসর হবে ৫ দলের। দল বৃদ্ধি পাওয়ায় নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের নামও পরিবর্তন হয়েছে। ২০২৩ সালের টুর্নামেন্ট হবে নারী আইপিএল নামে। টুর্নামেন্টটির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঠিক করেনি বিসিসিআই। বোর্ডটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পুরো টুর্নামেন্টের সময়সূচি জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত