Ajker Patrika

এশিয়া কাপে বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের সব ম্যাচ। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু আবুধাবি।

দুটি গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ। লিটনদের পরের ম্যাচ ১৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

গ্রুপ পর্বের পর ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। রানার্সআপ হয়ে বাংলাদেশ এই পর্বে উঠলে দুবাইয়ে খেলবে এই পর্বের সব ম্যাচ। আর চ্যাম্পিয়ন হয়ে যেতে পারলে একটি ম্যাচ খেলবে আবুধাবিতে, বাকি দুটি দুবাইয়ে।

২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে এশিয়া কাপের ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত