Ajker Patrika

‘বাস্তবতার প্রয়োজনে’ বসুন্ধরায় হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবাহনী ছাড়লেন হৃদয়। ছবি: ফেসবুক
আবাহনী ছাড়লেন হৃদয়। ছবি: ফেসবুক

আবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।

২০১৮-১৯ মৌসুমে আবাহনীতে যোগ দেন হৃদয়। তিন বছরের মধ্যে জাতীয় দলেও সুযোগ পেয়ে যান এই মিডফিল্ডার। গত মৌসুমে তাঁর নেতৃত্বে খেলে লিগে দ্বিতীয় হয় আবাহনী। অবশ্য মৌসুম শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল নতুন ক্লাবে যাওয়ার। বাস্তবতার প্রয়োজনে বেছে নিলেন বসুন্ধরাকে।

ফেসবুকে ২৩ বছর বয়সী হৃদয় বলেন, ‘আবাহনীতে আমি আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখতাম। তবে খেলোয়াড়ি জীবন সবসময় আমাদের ইচ্ছা অনুযায়ী চলে না। সময়ের দাবিতে, বাস্তবতার প্রয়োজনে কিছু সিদ্ধান্ত নিতে হয় হৃদয়ে কষ্ট নিয়েও। সেই সিদ্ধান্ত থেকেই, আমি ২০২৫-২৬ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসে চুক্তিবদ্ধ হয়েছি।’

আবাহনী কৃতজ্ঞতা প্রকাশ করে হৃদয় আরও লিখেন, ‘এই সিদ্ধান্ত সহজ ছিল না। আবাহনী আমাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে গড়ে তোলেনি, আমাকে নেতৃত্ব, আত্মবিশ্বাস আর ভালোবাসা দিয়েছে। আমি কৃতজ্ঞ আবাহনী ক্লাবের কোচ, ম্যানেজার, কর্মকর্তাবৃন্দ, সহযোদ্ধা খেলোয়াড়রা এবং সবচেয়ে বড় শক্তি—আবাহনী সমর্থক গোষ্ঠীর প্রতি।’

বসুন্ধরা জার্সিতে আলো ছড়াতে প্রস্তুত হৃদয়, ‘নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে আমি বসুন্ধরা কিংসের জার্সি গায়ে মাঠে নামতে প্রস্তুত। হয়তো আবারো কোনো একসময় দেখা হতে পারে আকাশী-নীল জার্সিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত