Ajker Patrika

আইপিএলে প্রতি ম্যাচে ৩ উইকেট পাবে তাসকিন, বলছেন আকাশ চোপড়া 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৪: ৫৬
Thumbnail image

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স যেমনই হোক, তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের দুটো ম্যাচ জয়েই হয়েছেন ম্যাচ-সেরা। এমন দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে আকাশ চোপড়ার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই পেসারের ডাক পাওয়ার সম্ভাবনা দেখছেন চোপড়া। সুযোগ পেলে তাসকিন দুর্দান্ত পারফরম্যানস করবেন বলে মনে করেন ভারতীয় এই ক্রিকেট বিশ্লেষক।

আইপিএলে খেলার সম্ভাবনা রয়েছে—এমন কয়েকজন ক্রিকেটারের নাম আজ সকালে নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন চোপড়া। সেখানে তাসকিনসহ সিকান্দার রাজা, রাইলি রুশো—এসব তারকা ক্রিকেটারের এই বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণ করেন। তাসকিন এই বিশ্বকাপে ৫ ম্যাচে ৭.৩৭ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। এই ৮ উইকেটের ৪টিই নিয়েছেন ইনিংসের প্রথম ওভার বোলিং করতে এসে।

তাসকিনের এমন পারফরম্যান্স আইপিএলের দরজা খুলে দিতে পারে বলে মনে করেন আকাশ চোপড়া। তাসকিন সম্পর্কে চোপড়া বলেন, ‘তাসকিন দারুণ বোলার, বলে গতি আছে। তাকে (তাসকিন) যদি পাওয়ারপ্লেতে ২-৩ ওভার ও ১২-১৩ ওভারের দিকে বাকি ওভার করানো হয়, তাহলে প্রতি ম্যাচে সে ৩ উইকেট পেতে পারে।’

ইংল্যান্ডের পেসার মার্ক উডের পরিবর্তে ২০২২ আইপিএলে নতুন দল লখনৌ সুপার জায়ান্টস তাসকিনকে নিতে চেয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় তাসকিনকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৬ ম্যাচ খেলেছেন তাসকিন। ৭.৭৯ ইকোনমি ও ৩৩.০৫ বোলিং গড়ে নিয়েছেন ৩৬ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত