Ajker Patrika

২০২৫ সালের আইপিএল ও পিএসএল হবে একই সময়

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে ভবিষ্যৎ সূচি পরিকল্পনা (এফটিপি)। সূচিটি ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে। আইসিসির ব্যস্ত সূচির কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সময় বদলে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ২০২৫ সালের পিএসএল আয়োজন করবে মার্চ থেকে মে মাসের মধ্যে। আবার একই সময়ে ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হবে। ফলে একই সময়ে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশে।

পাঁচ বছরের এফটিপি প্রকাশ করেছে আইসিসি। এফটিপি অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ৩০ বছর পর দেশটিতে বসবে কোনো আইসিসি টুর্নামেন্ট। ১৯৯৬ সালে শেষবার ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। ফেব্রুয়ারিতে  দেশটির মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পিসিবি এ সময়ে আয়োজন করে পিএসএল। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির কারণে সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছে তারা। দেশটি ফ্র্যাঞ্চাইজি লিগটির দশম আসর আয়োজন করবে মার্চ থেকে মে মাসের মধ্যে।

অন্যদিকে আইপিএলও প্রতি বছর শুরু হয় মার্চে। নতুন মৌসুমে লিগটিতে দুইটি দল বৃদ্ধি পেয়েছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টুর্নামেন্টটি আড়াই মাস আয়োজন করতে চায়। এ জন্য আইসিসির কাছে বাড়তি সময় চেয়ে আবেদনও করেছিল বিসিসিআই। আইসিসি তাদের আবেদন মঞ্জুর করেছে। ফলে ২০২৫ সালের আইপিএল ও পিএসএল একই সময় হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত