ক্রীড়া ডেস্ক
স্বপ্ন পূরণে মানুষ কত কিছুই না করে। ভারতের উত্তর প্রদেশের ১৫ বছরের এক কিশোর যেমন প্রায় এক দশক আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন। ঘর ছাড়ার সময় নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন প্রতিষ্ঠিত ক্রিকেটার না হয়ে ঘরে ফিরবেন না তিনি। গল্পটা কুমার কার্তিকেয় সিং নামের এক স্বপ্নবাজ তরুণের।
প্রায় দশ বছর আগে কিশোর বয়সে ঘর ছাড়া কার্তিকেয় গত আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। মোহাম্মদ আরশাদ খানের জায়গায় বাঁহাতি স্পিনার কার্তিকেয়কে চুক্তিবদ্ধ করেছিল মুম্বাই । স্বপ্ন যেহেতু ছুঁয়েই ফেলেছেন এবার তবে বাড়ি ফেরা যেতে পারে। ১৫ বছরের সেই কিশোর কার্তিকেয় ২৪ বছরের তরুণ হয়ে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
২০২২ আইপিএল মাতানো কার্তিকেয় অবশেষে বাড়ি ফিরেছেন। ৯ বছর ৩ মাস পর দেখেছেন মায়ের মুখ। বাড়ি ফিরে মায়ের সঙ্গে ছবি তুলে টুইট করেছেন কার্তিকেয়। লিখেছেন, ‘৯ বছর ৩ মাস পর আমার পরিবার এবং মায়ের সঙ্গে দেখা হলো। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
বাঁ-হাতি স্পিনার কার্তিকেয় সিংয়ের জীবনের গল্পটা সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। বাবা উত্তর প্রদেশ পুলিশে কনস্টেবল ছিলেন। পরিবারের আয়ের উৎস এটাই। নিজের ক্রিকেট খেলা চালিয়ে যেতে কার্তিকেয়কে তাই শ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছিল। তবু স্বপ্নের পেছনে ছুটে চলা অব্যাহত রেখেছিলেন।
একসময় তো ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তিনি যখন দিল্লি যাচ্ছিলেন, তখন তিনি তাঁর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্রিকেটার না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না। অবশেষে স্বপ্ন পূরণ করেই বাড়ি ফিরলেন কার্তিকেয়।
স্বপ্ন পূরণে মানুষ কত কিছুই না করে। ভারতের উত্তর প্রদেশের ১৫ বছরের এক কিশোর যেমন প্রায় এক দশক আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ঘর ছেড়েছিলেন। ঘর ছাড়ার সময় নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন প্রতিষ্ঠিত ক্রিকেটার না হয়ে ঘরে ফিরবেন না তিনি। গল্পটা কুমার কার্তিকেয় সিং নামের এক স্বপ্নবাজ তরুণের।
প্রায় দশ বছর আগে কিশোর বয়সে ঘর ছাড়া কার্তিকেয় গত আইপিএলে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। মোহাম্মদ আরশাদ খানের জায়গায় বাঁহাতি স্পিনার কার্তিকেয়কে চুক্তিবদ্ধ করেছিল মুম্বাই । স্বপ্ন যেহেতু ছুঁয়েই ফেলেছেন এবার তবে বাড়ি ফেরা যেতে পারে। ১৫ বছরের সেই কিশোর কার্তিকেয় ২৪ বছরের তরুণ হয়ে এবার ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
২০২২ আইপিএল মাতানো কার্তিকেয় অবশেষে বাড়ি ফিরেছেন। ৯ বছর ৩ মাস পর দেখেছেন মায়ের মুখ। বাড়ি ফিরে মায়ের সঙ্গে ছবি তুলে টুইট করেছেন কার্তিকেয়। লিখেছেন, ‘৯ বছর ৩ মাস পর আমার পরিবার এবং মায়ের সঙ্গে দেখা হলো। আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’
বাঁ-হাতি স্পিনার কার্তিকেয় সিংয়ের জীবনের গল্পটা সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায়। বাবা উত্তর প্রদেশ পুলিশে কনস্টেবল ছিলেন। পরিবারের আয়ের উৎস এটাই। নিজের ক্রিকেট খেলা চালিয়ে যেতে কার্তিকেয়কে তাই শ্রমিক হিসেবেও কাজ করতে হয়েছিল। তবু স্বপ্নের পেছনে ছুটে চলা অব্যাহত রেখেছিলেন।
একসময় তো ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন। সাক্ষাৎকারে একবার বলেছিলেন, তিনি যখন দিল্লি যাচ্ছিলেন, তখন তিনি তাঁর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ক্রিকেটার না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না। অবশেষে স্বপ্ন পূরণ করেই বাড়ি ফিরলেন কার্তিকেয়।
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
৮ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
৮ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
১০ ঘণ্টা আগে