Ajker Patrika

বিশ্বে আইপিএলের একচেটিয়া আধিপত্য চলছে

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৯: ৫৯
বিশ্বে আইপিএলের একচেটিয়া আধিপত্য চলছে

আইপিএলের জনপ্রিয়তা অন্যান্য দেশকে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে উদ্বুদ্ধ করেছে। এবার এই লিগটির বিপরীত চিত্রও দেখছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। বিদেশের টুর্নামেন্টগুলোয় আইপিএলের মালিকদের দল বাড়ছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতে শুরু হতে যাওয়া নতুন দুটি টুর্নামেন্টে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা দল কিনেছে। বিশ্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আইপিএলের একক আধিপত্য চলছে মনে করেন অ্যাডাম গিলক্রিস্ট।

আইপিএলের একচেটিয়া আধিপত্য বৈশ্বিক টি-টোয়েন্টির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গিলক্রিস্ট ভারতের লিগটির এমন আধিপত্য নিয়ে বেশ চিন্তিত। তিনি বলেছেন, ‘তাদের একক আধিপত্য বিপজ্জনক হয়ে উঠেছে। তারা ক্রিকেটার ও তাদের প্রতিভার মালিকানাও পাচ্ছে, তারাই নিয়ন্ত্রণ করছে খেলোয়াড়রা কোথায় খেলবে আর খেলবে না।’

অস্ট্রেলিয়ায় কিছুদিন ধরে ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় আলোচনা চলছে। দেশটির কিংবদন্তি ক্রিকেটারদেরও মতো, তাঁর ওপর থেকে অধিনায়কত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। এবার ওয়ার্নার নিজেই একটি আলোচনা প্রকাশ্যে এনেছেন। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) জানিয়েছেন আসন্ন বিগ ব্যাশ খেলবেন না। এ সময় এই ওপেনার আরব আমিরাতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে চান।

তাঁর এমন সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার জন্য খুবই চ্যালেঞ্জিং বলে মনে করছেন গিলক্রিস্ট। তিন বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বলেছেন, ‘অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ওয়ার্নারকে বিগ ব্যাশ খেলার জন্য জোর করতে পারেন না। বুঝতে পারছি, এখন শুধু ওয়ার্নারকে ছেড়ে দেওয়াই না, অন্যান্য ক্রিকেটারদের বিষয়টিও আসছে। কিছুদিন পর উঠতি তারকারও এমনটা চাইতে পারে। এটা সত্যি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।’

তবে স্বদেশি ওয়ার্নারের এমন সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেননি গিলক্রিস্ট। সাবেক উইকেটরক্ষক বলেছেন, ‘যদি ওয়ার্নার দিন শেষে বলেন, দুঃখিত অস্ট্রেলিয়ান ক্রিকেট, বিভিন্ন টুর্নামেন্টে আমার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি দলগুলোর জন্য খেলতে যাচ্ছি। তখন এ বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন না, এটা তার বিশেষ অধিকার। মান অনুযায়ী বাজার মূল্য পেতে যা প্রয়োজন সে সেটাই করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত