নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের খেলোয়াড়দের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলেছেন। অবশ্য গত মৌসুমে দল পাননি সাকিব। তবে বাংলাদেশ ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন রোহিত শর্মা।
আগামীকাল প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন রোহিত। সেখানে এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পাবেন কি না, এক প্রশ্নে ভারত অধিনায়ক বলেন, ‘আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’
আগামী মৌসুমের জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানো শুরু করেনি বলে মনে করেন রোহিত। তিনি বলেন, ‘এখনো পরিকল্পনা সাজানো শুরু করেনি, এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।
এবার আইপিএলের নিলামে আছেন ছয়জন বাংলাদেশি। জানা গেছে, সাকিব ছাড়াও তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, আফিফ হোসেন। মোস্তাফিজকে তাঁর দল দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের খেলোয়াড়দের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএলে খেলেছেন। অবশ্য গত মৌসুমে দল পাননি সাকিব। তবে বাংলাদেশ ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন রোহিত শর্মা।
আগামীকাল প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন রোহিত। সেখানে এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা সুযোগ পাবেন কি না, এক প্রশ্নে ভারত অধিনায়ক বলেন, ‘আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’
আগামী মৌসুমের জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানো শুরু করেনি বলে মনে করেন রোহিত। তিনি বলেন, ‘এখনো পরিকল্পনা সাজানো শুরু করেনি, এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।
এবার আইপিএলের নিলামে আছেন ছয়জন বাংলাদেশি। জানা গেছে, সাকিব ছাড়াও তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, আফিফ হোসেন। মোস্তাফিজকে তাঁর দল দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে।
বিপিএলের প্লে-অফ ঘিরে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল— তিন দলই ২৪ ঘণ্টারও কম সময়ে নিজেদের দলকে শক্তিশালী করতে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। তবে জেমস ভিন্স, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে গড়া রংপুর রাইডার্সের পারফর্ম করতে ব্যর্থ হয়েছে।
৫ ঘণ্টা আগেদুই দলের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দুরকমের। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে চিটাগং কিংসের দুঃস্বপ্নের শুরু। আর ফরচুন বরিশালের দুর্দান্ত শুরু—প্রথম উইকেট পড়ার আগেই ওপেনিং জুটি ৫৫ রান। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ভালো শুরু করা ফরচুন বরিশালই হেসেছে জয়ের হাসি। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে এবং ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও কার্যকর করতে তিন সদস্যের একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে।
৫ ঘণ্টা আগেপারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার ‘অ্যালান বোর্ডার’ মেডেল জিতেছেন ট্রাভিস হেড। মেয়েদের বিভাগে বর্ষসেরা ‘বেলিন্ডা ক্লার্ক’ পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড। দুজনই প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছেন।
৭ ঘণ্টা আগে