Ajker Patrika

আইপিএলের পর সবচেয়ে বেশি টাকা উড়বে আমিরাতের লিগে

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১১: ৫৭
আইপিএলের পর সবচেয়ে বেশি টাকা উড়বে আমিরাতের লিগে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাকার ঝনঝনানি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এবার আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যাবে এমনটি। অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় আকর্ষণীয় ও লাভজনক টি-টোয়েন্টি লিগ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ২০২৩ সাল থেকে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ নামে শুরু হবে এই টুর্নামেন্ট।  

ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ ক্যাটাগরিতে একেকজন ক্রিকেটার পারিশ্রমিক পাবেন সাড়ে ৪ লাখ ডলার; টাকার অঙ্কে যা ৪ কোটি ২৬ লাখ। আমিরাতের এই লিগের চেয়ে বেশি পারিশ্রমিক শুধু আইপিএলে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এই টুর্নামেন্ট বেতনকাঠামোতে দ্বিতীয় সর্বোচ্চ। 

খেলোয়াড়দের জন্য ৯ ধরনের ক্যাটাগরিতে পারিশ্রমিক দেওয়া হবে। সর্বোচ্চ ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ৩ লাখ ৪০ হাজার ডলার, সঙ্গে যুক্ত হবে লয়ালিটি বোনাস। অর্থাৎ বোনাস দেওয়া হবে ১ লাখ ১০ হাজার ডলার। তাতে প্রায় সাড়ে ৪ লাখ ডলার পাবেন খেলোয়াড়েরা। সর্বনিম্ন ক্যাটাগরিতে দেওয়া হবে ১০ হাজার ডলার। আমিরাতের এই টুর্নামেন্ট অনুমোদিত হলে এটি পরিচালনা করবেন ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি ও বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশির উসমানির দল। 

আমিরাত এই টি-টোয়েন্টি লিগ আগামী ৬ জানুয়ারি থেকে ৬টি দল নিয়ে শুরু হওয়ার কথা আছে । প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের ১২ জন টেস্ট খেলুড়ে দেশের, ৩ জন আমিরাতের আর দুজন আইসিসির সহযোগী দেশগুলোর এবং একজন সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-২৩ দলের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় বিশৃঙ্খলা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ