Ajker Patrika

যে কারণে গিনেস বুকে আইপিএল

যে কারণে গিনেস বুকে আইপিএল

রাজস্থান রয়্যালসকে হারিয়ে গতবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটানস। স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচের দর্শকদের উপস্থিতি জায়গা করে নিয়েছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে। 

গত ২৯ মে রাজস্থানের এবং গুজরাটের মধ্যকার ফাইনাল ম্যাচ হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হন ১ লাখ ১ হাজার ৫৬৬ জন দর্শক। এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড। 

টুইটারে এক পোস্টে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেওয়ার বিষয়টি জানিয়েছে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। বিসিসিআই টুইটে লিখেছে, ‘ভারত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে, সবার জন্য তা গর্বের মুহূর্ত। এটি আমাদের সব সমর্থকদের অতুলনীয় আবেগ এবং অটুট সমর্থনের জন্য হয়েছে। আইপিএলকে অভিনন্দন।’ 

বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ টুইটে লিখেছেন, ‘২০২২ সালের ২৯ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ১ হাজার ৫৬৬ জন সমর্থক আইপিএলের ফাইনালের দেখেছে, যা টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি উপস্থিতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পাওয়ায় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটা সম্ভব করার জন্য আমাদের সমর্থকদের অনেক ধন্যবাদ!’ 

 ১৯৮২ সালে নির্মিত হয় নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তখন স্টেডিয়ামের দর্শক আসন ছিল ৪৯ হাজার। বছর দুয়েক আগে নতুন করে আবার ঢেলে সাজানো হয়। স্টেডিয়ামের দর্শক আসন এখন ১ লাখ ১০ হাজার। দর্শক আসনের দিক থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামকেও পেছনে ফেলেছে গুজরাটের স্টেডিয়ামটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত