Ajker Patrika

বাংলাদেশের কাছে হেরে পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২০: ৪৯
বাংলাদেশের কাছে সিরিজ হেরে ক্ষুব্ধ শোয়েব আখতার। ছবি: এক্স
বাংলাদেশের কাছে সিরিজ হেরে ক্ষুব্ধ শোয়েব আখতার। ছবি: এক্স

এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের প্রশংসাও।

লো-স্কোরিং থ্রিলারে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৮ রানে হেরেছে পাকিস্তান। ১৩৩ রানের পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ সফরকারীদের গুটিয়ে দেয় ১২৫ রানে।

ঘরের মাঠে লিটন দাসের দলের যে এমন কিছু করার সামর্থ্য আছে, তা জানেন শোয়েব। গতকাল পিটিবি স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ। তারা জানে, ফাস্ট বোলার ও স্পিনারদের কী কী করতে হবে। সবাই দেখবেন দু-তিনটি করে উইকেট পেয়েছে। আগে ব্যাটিং করুক কিংবা বোলিং, শেষটা বেশ নিখুঁতভাবে করে থাকে। ঘরের মাঠে তারা অসাধারণ দল। শুধু আমাদের নয়, পুরো দুনিয়াকে হারিয়েছে সেখানে।’

পাকিস্তানের সমালোচনায় সাবেক এই পেসার বলেন, ‘দলটি নতুন করে গড়তে হবে, এমনকি সেটা ২০ বছর লেগে গেলেও কোনো সমস্যা নেই। আপনার সেরা একাদশ কোনটা, আপনি সেটাই জানেন না। এই খেলোয়াড়েরা যথেষ্ট দক্ষ নয়। সাইম পারফর্ম করেনি, ফখর করেনি। এই ধরনের পিচে তাদের খেলার ধরন একেবারেই কাজে আসে না।’

মিরপুর শেরেবাংলার উইকেট ব্যাটারদের জন্য বরাবরই বধ্যভূমি। পাওয়ার হিটার তাই এখানে কাজে আসবে না। শোয়েবের মতে, ‘এই ধরনের উইকেট খুব কঠিন। আর তারা হলো পাওয়ার হিটার, এমন খেলোয়াড় নয়, যারা টাইমিংয়ের ওপর নির্ভর থাকে। এমন উইকেটে বল সহজে ব্যাটে আসে না। গতির বৈচিত্র্য থাকে এবং বাউন্সও পাওয়া যায় না।’

শচীন টেন্ডুলকার-জহির আব্বাসের মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে ৪৪৪ আন্তর্জাতিক উইকেট নেওয়া শোয়েব আরও বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই একজন খেলোয়াড়কে অসাধারণে পরিণত করে। শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ ও জহির আব্বাসের মতো কিংবদন্তিরা এমন কন্ডিশনেই রান করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত