ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের প্রশংসাও।
লো-স্কোরিং থ্রিলারে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৮ রানে হেরেছে পাকিস্তান। ১৩৩ রানের পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ সফরকারীদের গুটিয়ে দেয় ১২৫ রানে।
ঘরের মাঠে লিটন দাসের দলের যে এমন কিছু করার সামর্থ্য আছে, তা জানেন শোয়েব। গতকাল পিটিবি স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ। তারা জানে, ফাস্ট বোলার ও স্পিনারদের কী কী করতে হবে। সবাই দেখবেন দু-তিনটি করে উইকেট পেয়েছে। আগে ব্যাটিং করুক কিংবা বোলিং, শেষটা বেশ নিখুঁতভাবে করে থাকে। ঘরের মাঠে তারা অসাধারণ দল। শুধু আমাদের নয়, পুরো দুনিয়াকে হারিয়েছে সেখানে।’
পাকিস্তানের সমালোচনায় সাবেক এই পেসার বলেন, ‘দলটি নতুন করে গড়তে হবে, এমনকি সেটা ২০ বছর লেগে গেলেও কোনো সমস্যা নেই। আপনার সেরা একাদশ কোনটা, আপনি সেটাই জানেন না। এই খেলোয়াড়েরা যথেষ্ট দক্ষ নয়। সাইম পারফর্ম করেনি, ফখর করেনি। এই ধরনের পিচে তাদের খেলার ধরন একেবারেই কাজে আসে না।’
মিরপুর শেরেবাংলার উইকেট ব্যাটারদের জন্য বরাবরই বধ্যভূমি। পাওয়ার হিটার তাই এখানে কাজে আসবে না। শোয়েবের মতে, ‘এই ধরনের উইকেট খুব কঠিন। আর তারা হলো পাওয়ার হিটার, এমন খেলোয়াড় নয়, যারা টাইমিংয়ের ওপর নির্ভর থাকে। এমন উইকেটে বল সহজে ব্যাটে আসে না। গতির বৈচিত্র্য থাকে এবং বাউন্সও পাওয়া যায় না।’
শচীন টেন্ডুলকার-জহির আব্বাসের মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে ৪৪৪ আন্তর্জাতিক উইকেট নেওয়া শোয়েব আরও বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই একজন খেলোয়াড়কে অসাধারণে পরিণত করে। শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ ও জহির আব্বাসের মতো কিংবদন্তিরা এমন কন্ডিশনেই রান করেছেন।’
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের প্রশংসাও।
লো-স্কোরিং থ্রিলারে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৮ রানে হেরেছে পাকিস্তান। ১৩৩ রানের পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ সফরকারীদের গুটিয়ে দেয় ১২৫ রানে।
ঘরের মাঠে লিটন দাসের দলের যে এমন কিছু করার সামর্থ্য আছে, তা জানেন শোয়েব। গতকাল পিটিবি স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের স্কোয়াডটা ভারসাম্যপূর্ণ। তারা জানে, ফাস্ট বোলার ও স্পিনারদের কী কী করতে হবে। সবাই দেখবেন দু-তিনটি করে উইকেট পেয়েছে। আগে ব্যাটিং করুক কিংবা বোলিং, শেষটা বেশ নিখুঁতভাবে করে থাকে। ঘরের মাঠে তারা অসাধারণ দল। শুধু আমাদের নয়, পুরো দুনিয়াকে হারিয়েছে সেখানে।’
পাকিস্তানের সমালোচনায় সাবেক এই পেসার বলেন, ‘দলটি নতুন করে গড়তে হবে, এমনকি সেটা ২০ বছর লেগে গেলেও কোনো সমস্যা নেই। আপনার সেরা একাদশ কোনটা, আপনি সেটাই জানেন না। এই খেলোয়াড়েরা যথেষ্ট দক্ষ নয়। সাইম পারফর্ম করেনি, ফখর করেনি। এই ধরনের পিচে তাদের খেলার ধরন একেবারেই কাজে আসে না।’
মিরপুর শেরেবাংলার উইকেট ব্যাটারদের জন্য বরাবরই বধ্যভূমি। পাওয়ার হিটার তাই এখানে কাজে আসবে না। শোয়েবের মতে, ‘এই ধরনের উইকেট খুব কঠিন। আর তারা হলো পাওয়ার হিটার, এমন খেলোয়াড় নয়, যারা টাইমিংয়ের ওপর নির্ভর থাকে। এমন উইকেটে বল সহজে ব্যাটে আসে না। গতির বৈচিত্র্য থাকে এবং বাউন্সও পাওয়া যায় না।’
শচীন টেন্ডুলকার-জহির আব্বাসের মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে ৪৪৪ আন্তর্জাতিক উইকেট নেওয়া শোয়েব আরও বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই একজন খেলোয়াড়কে অসাধারণে পরিণত করে। শচীন টেন্ডুলকার, ইনজামাম-উল-হক, ইজাজ আহমেদ ও জহির আব্বাসের মতো কিংবদন্তিরা এমন কন্ডিশনেই রান করেছেন।’
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
৬ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৯ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১০ ঘণ্টা আগে