নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঢাকায় হতে যাচ্ছে আগামীকাল। আজ ঢাকায় এসে পৌঁছেছেন এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। নাকভির আগমন এমনই সময়ে, যখন ঢাকায় চলছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে ২-০ ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।
এসিসির সভা আর বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সম্মানে বিসিবি ও এসিসি আজ যে নৈশভোজের আয়োজন করেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেটির নাম দেওয়া হয়েছে ‘ক্রিকেটের চেতনা উদ্যাপন’। নৈশভোজের অতিথির তালিকায় ছিলেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেটের চেতনা উদ্যাপনের নৈশভোজের তালিকাটা একটু দেখে নেওয়া যাক—
* স্বাগত পানীয়
* টুনা মুস
* চিকেন কর্ডন ব্লু
* ভেজিটেবল ফ্রিটার্স
* স্মোকড ইলিশ
* অরেঞ্জ সেগমেন্টস
* চিকেন কাজুবাদামের সালাদ
* ক্রিম অব চিকেন স্যুপ
* জাফরান পোলাও
* চিকেন মালাই কাবাব
* বিফ স্টেক
* নারকেলের ক্রিম দিয়ে চিংড়ির কোরমা
* বাটার চিকেন মাসালা
* বাটার নান
* রসমালাই
* বাকলাভা
* ম্যাঙ্গো চিজ কেক
* পেটিট ফোরস
নৈশভোজের সঙ্গে বিসিবি তুলে ধরে নিজেদের কার্যক্রম ও সাফল্য। আয়োজন ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা ঢাকায় হতে যাচ্ছে আগামীকাল। আজ ঢাকায় এসে পৌঁছেছেন এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। নাকভির আগমন এমনই সময়ে, যখন ঢাকায় চলছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে ২-০ ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।
এসিসির সভা আর বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের সম্মানে বিসিবি ও এসিসি আজ যে নৈশভোজের আয়োজন করেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, সেটির নাম দেওয়া হয়েছে ‘ক্রিকেটের চেতনা উদ্যাপন’। নৈশভোজের অতিথির তালিকায় ছিলেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেটের চেতনা উদ্যাপনের নৈশভোজের তালিকাটা একটু দেখে নেওয়া যাক—
* স্বাগত পানীয়
* টুনা মুস
* চিকেন কর্ডন ব্লু
* ভেজিটেবল ফ্রিটার্স
* স্মোকড ইলিশ
* অরেঞ্জ সেগমেন্টস
* চিকেন কাজুবাদামের সালাদ
* ক্রিম অব চিকেন স্যুপ
* জাফরান পোলাও
* চিকেন মালাই কাবাব
* বিফ স্টেক
* নারকেলের ক্রিম দিয়ে চিংড়ির কোরমা
* বাটার চিকেন মাসালা
* বাটার নান
* রসমালাই
* বাকলাভা
* ম্যাঙ্গো চিজ কেক
* পেটিট ফোরস
নৈশভোজের সঙ্গে বিসিবি তুলে ধরে নিজেদের কার্যক্রম ও সাফল্য। আয়োজন ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
৮ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৯ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১১ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১২ ঘণ্টা আগে