Ajker Patrika

২০২৩ আইপিএলের নিলাম ১৬ ডিসেম্বর 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫: ৩৬
Thumbnail image

অস্ট্রেলিয়ায় চলছে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের দিনক্ষণ ঠিক হয়েছে। ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে হবে আগামী আইপিএলের নিলাম। নিলামের ব্যাপারটি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া। 

২০২২ আইপিএলের মতো এই আইপিএলেও খেলবে ১০ দল। গতবারের মতো মেগা নিলাম না হলেও এবারের নিলাম হবে ছোট পরিসরে। গত নিলামের বেঁচে যাওয়া অর্থ তো দলগুলো পাচ্ছেই, একই সঙ্গে পাঁচ কোটি রূপি বেশি করে পাবে দলগুলো। 

গত মৌসুমের পর সবচেয়ে বেশি ৩ কোটি ৪৫ লাখ রুপি জমা ছিল পাঞ্জাব কিংসের কাছে। তাহলে আগামী নিলামে ৮ কোটি ৪৫ লাখ রুপি নিয়ে নিলাম করবে পাঞ্জাব। চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লাখ রুপি নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ কোটি ৫৫ লাখ, রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লাখ, গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লাখ এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এই তিন দল ৫ কোটি ১০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে। লখনৌ সুপার জায়ান্টস সবচেয়ে কম ৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে। 

তিন মৌসুম পর  হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ফিরছে আগামী আইপিএল। ২০২৩ সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ১৬তম আইপিএল। নিলামের আগেই ধরে রাখা (রিটেইন) ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত