সম্পাদকীয়
মায়ের হাতে ধোঁয়াওঠা গরম ভাত, সঙ্গে পুকুর থেকে ধরা তাজা কই বা শিং মাছের ঝোল। আহা! এ যে অমৃত! জানি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এ রকম নানান মধুর ঘটনাবহুল কয়েকটি দিন কাটানো আমাদের চিরায়ত সংস্কৃতির অংশ। তাই টানা লকডাউনের পর কিছুটা ছাড়া পেয়ে যান্ত্রিকতার খোলশ ভেঙে মানুষ নগর ছেড়ে মাটির টানে ছুটবেন–এটাই স্বাভাবিক। এ জন্য কয়েক দিন ধরেই চলছে আয়োজন। এরই মধ্যে হয়তো অনেকেই ঢাকা ছেড়েছেন। যাঁরা এখনো আছেন, তাঁরাও নিশ্চয় বাক্সপেটরা গোছাতে শুরু করেছেন। মনের আনন্দে বাড়ি যাবেন, ঈদ করবেন—কী যে শান্তি!
করোনায় দিনে গড়ে দুই শতাধিক মানুষ মারা যাচ্ছে। এর মধ্যেও সরকার সবকিছু খুলে দিয়েছে। এ সিদ্ধান্ত কতটা ঠিক হলো, তা নিয়ে নিশ্চয় বিশেষজ্ঞরা বলবেন। তবে এটুকু বলা যায়, সামনের দিন আরও ঝুঁকিপূর্ণ। গণমাধ্যমে খবর ও ছবি দেখা যাচ্ছে। মানুষ গাদাগাদি করে বাড়ি ফিরছে। গরুর হাঁটগুলো উপচে পড়ছে মানুষের চাপে। সত্যি সত্যি একটি মেগা উৎসবে অংশ নিয়েছি আমরা! বিষয়টি এমন মনে হচ্ছে যে—আগে উৎসব, পরে জীবন!
এটা ঠিক, দীর্ঘ লকডাউনে ব্যবসা-বাণিজ্য বসে গেছে। তাদের কিছুটা স্বস্তি দরকার। অনেক কৃষকের একমাত্র সহায়সম্বল একটি গরু, সেটি ঈদে বিক্রি করা জরুরি। আরও কত জরুরি কারণে হয়তো একটা সুযোগ সরকার দিয়েছে। কিন্তু নাগরিক হিসেবে আমরা এই সুযোগের অপব্যবহার করছি কি না, ভাবা দরকার।
আসলে সবকিছু খুলে দেওয়া মানে এটা সবার জন্য ভালো খবর নয়। এতে দল বেঁধে সবার খুশিতে শামিল হওয়ার কোনো কারণ নেই। সবার ভাবা উচিত, এটা স্বাভাবিক সময় নয়। একটি বিশেষ পরিস্থিতি পার করছি আমরা। ভাবছি না যে, কী ভয়ংকর রূপে ক্রমেই আমাদের নিজেদের ঘরে ঢুকে যাচ্ছে করোনা। কারও কারও পরিবারের একাধিক প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে এই মরণব্যাধি।
বিষয়টিকে আমরা হালকাভাবেই নিয়েছি মনে হয়। সবারই মনে রাখতে হবে, নিজের জীবনের সুরক্ষা নিজেকেই দিতে হবে। সাধারণ মানুষের একধরনের চাপের মুখে সরকার সবকিছু শিথিল করলেও করোনার সংক্রমণের বিষয়টি ভুলে গেলে চলবে না। সরকার শিথিল করল বলেই সবাই অতি উৎসাহে রাস্তায় নেমে পড়ল, শপিংয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে গেল—এটা ঠিক নয়। নিতান্ত জরুরি ছাড়া কারও বাইরে বের হওয়া বন্ধ করুন। হাটে গিয়ে পশু কেনার চেয়ে অনলাইনেও কেনার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগানো যায়। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। অবশ্যই মাস্ক পরা ও দূরত্ব মেনে চলাচল করা এখন জীবনেরই অংশ। মনে রাখতে হবে, এই বিশেষ সময়ে স্বাভাবিক সময়ের মতো আচরণ বড় ক্ষতির কারণ হতে পারে।
মায়ের হাতে ধোঁয়াওঠা গরম ভাত, সঙ্গে পুকুর থেকে ধরা তাজা কই বা শিং মাছের ঝোল। আহা! এ যে অমৃত! জানি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে এ রকম নানান মধুর ঘটনাবহুল কয়েকটি দিন কাটানো আমাদের চিরায়ত সংস্কৃতির অংশ। তাই টানা লকডাউনের পর কিছুটা ছাড়া পেয়ে যান্ত্রিকতার খোলশ ভেঙে মানুষ নগর ছেড়ে মাটির টানে ছুটবেন–এটাই স্বাভাবিক। এ জন্য কয়েক দিন ধরেই চলছে আয়োজন। এরই মধ্যে হয়তো অনেকেই ঢাকা ছেড়েছেন। যাঁরা এখনো আছেন, তাঁরাও নিশ্চয় বাক্সপেটরা গোছাতে শুরু করেছেন। মনের আনন্দে বাড়ি যাবেন, ঈদ করবেন—কী যে শান্তি!
করোনায় দিনে গড়ে দুই শতাধিক মানুষ মারা যাচ্ছে। এর মধ্যেও সরকার সবকিছু খুলে দিয়েছে। এ সিদ্ধান্ত কতটা ঠিক হলো, তা নিয়ে নিশ্চয় বিশেষজ্ঞরা বলবেন। তবে এটুকু বলা যায়, সামনের দিন আরও ঝুঁকিপূর্ণ। গণমাধ্যমে খবর ও ছবি দেখা যাচ্ছে। মানুষ গাদাগাদি করে বাড়ি ফিরছে। গরুর হাঁটগুলো উপচে পড়ছে মানুষের চাপে। সত্যি সত্যি একটি মেগা উৎসবে অংশ নিয়েছি আমরা! বিষয়টি এমন মনে হচ্ছে যে—আগে উৎসব, পরে জীবন!
এটা ঠিক, দীর্ঘ লকডাউনে ব্যবসা-বাণিজ্য বসে গেছে। তাদের কিছুটা স্বস্তি দরকার। অনেক কৃষকের একমাত্র সহায়সম্বল একটি গরু, সেটি ঈদে বিক্রি করা জরুরি। আরও কত জরুরি কারণে হয়তো একটা সুযোগ সরকার দিয়েছে। কিন্তু নাগরিক হিসেবে আমরা এই সুযোগের অপব্যবহার করছি কি না, ভাবা দরকার।
আসলে সবকিছু খুলে দেওয়া মানে এটা সবার জন্য ভালো খবর নয়। এতে দল বেঁধে সবার খুশিতে শামিল হওয়ার কোনো কারণ নেই। সবার ভাবা উচিত, এটা স্বাভাবিক সময় নয়। একটি বিশেষ পরিস্থিতি পার করছি আমরা। ভাবছি না যে, কী ভয়ংকর রূপে ক্রমেই আমাদের নিজেদের ঘরে ঢুকে যাচ্ছে করোনা। কারও কারও পরিবারের একাধিক প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে এই মরণব্যাধি।
বিষয়টিকে আমরা হালকাভাবেই নিয়েছি মনে হয়। সবারই মনে রাখতে হবে, নিজের জীবনের সুরক্ষা নিজেকেই দিতে হবে। সাধারণ মানুষের একধরনের চাপের মুখে সরকার সবকিছু শিথিল করলেও করোনার সংক্রমণের বিষয়টি ভুলে গেলে চলবে না। সরকার শিথিল করল বলেই সবাই অতি উৎসাহে রাস্তায় নেমে পড়ল, শপিংয়ে কেনাকাটায় ব্যস্ত হয়ে গেল—এটা ঠিক নয়। নিতান্ত জরুরি ছাড়া কারও বাইরে বের হওয়া বন্ধ করুন। হাটে গিয়ে পশু কেনার চেয়ে অনলাইনেও কেনার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগানো যায়। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। অবশ্যই মাস্ক পরা ও দূরত্ব মেনে চলাচল করা এখন জীবনেরই অংশ। মনে রাখতে হবে, এই বিশেষ সময়ে স্বাভাবিক সময়ের মতো আচরণ বড় ক্ষতির কারণ হতে পারে।
দুটো ঘটনা ঘটল পরপর। গোপালগঞ্জ আর চকরিয়ায়। প্রথম ঘটনায় দুঃখজনকভাবে ঝরে পড়েছে পাঁচটি প্রাণ। এই প্রাণহানি এড়ানো যেত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ঘটনাটিতে দেখা যাচ্ছে, কক্সবাজারে এনসিপির একজন নেতার বক্তৃতার সূত্র ধরে বিএনপি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৭ ঘণ্টা আগে২০০০ সালে যুক্তরাষ্ট্র ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু বড় অর্থনীতির দেশ এবং আফ্রিকার কিছু দেশের প্রধান বাণিজ্য অংশীদার। আর ইউরোপীয় ইউনিয়ন আধিপত্য বিস্তার করেছিল ইউরোপের প্রায় পুরো অঞ্চল, আফ্রিকা ও এশিয়ার বিস্তৃত অংশ এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশের সঙ্গে।
১৭ ঘণ্টা আগেনির্বাচন হওয়া এবং না-হওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আছে, সংশয়ও আছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে বলে আশা করা হলেও এটা নিশ্চিত নয়। এখানে ‘যদি’,‘কিন্তু’ আছে। নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ-উৎসাহ বিএনপির।
১৭ ঘণ্টা আগেমনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট। জনস্বার্থে এ পর্যন্ত তিনি ২২৫টির বেশি মামলা করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রেখেছেন।
২ দিন আগে