Ajker Patrika

এনসিপির জন্য কিছু পরামর্শ

তরুণেরা স্বপ্ন দেখতে পারে। এগিয়ে যাওয়ার জন্য তারা যে কোনো বাধা অতিক্রম করতে পারে; কিন্তু এই গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে তাদের অভিজ্ঞতাহীনতা। রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল। জনগণের কাছে প্রতিটি কাজের জন্য রাজনৈতিক দলকে জবাবদিহি করতে হয়। মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কিন্তু ঠিক রায়টাই দেয়।

জাহীদ রেজা নূর
সালাহউদ্দিন আহমদকে গডফাদার আখ্যায়িত করায় চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত
সালাহউদ্দিন আহমদকে গডফাদার আখ্যায়িত করায় চকরিয়ায় এনসিপির সভামঞ্চ ভাঙচুর করা হয়। ছবি: সংগৃহীত

দুটো ঘটনা ঘটল পরপর। গোপালগঞ্জ আর চকরিয়ায়। প্রথম ঘটনায় দুঃখজনকভাবে ঝরে পড়েছে পাঁচটি প্রাণ। এই প্রাণহানি এড়ানো যেত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ঘটনাটিতে দেখা যাচ্ছে, কক্সবাজারে এনসিপির একজন নেতার বক্তৃতার সূত্র ধরে বিএনপি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে চকরিয়ায় পথসভা করতে পারেননি এনসিপির নেতারা। ট্রাকের ওপর তৈরি করা তাদের মঞ্চে ভাঙচুর চালানো হয়েছে।

এনসিপিকে এখন কেন পুলিশ আর সেনাবাহিনীর ছত্রচ্ছায়ায় চলাফেরা করতে হচ্ছে, তা নিয়েও জনমনে রয়েছে প্রশ্ন। অনেকেই দলটিকে কিংস পার্টি হিসেবে দেখছেন। যেভাবে দলটি সরকারি বাহিনীগুলোর সহযোগিতা পাচ্ছে, তাতে মনে হওয়া স্বাভাবিক, অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষণা না পেলে এই দল এ রকম স্বচ্ছন্দে বেড়ে উঠতে পারত না। বিভিন্ন ঘটনা দেখে এখন মনে হচ্ছে, জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলোর সঙ্গে বোঝাপড়া করেই দলটি তাদের অবস্থান পরিষ্কার করবে। এ ক্ষেত্রে মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপির সঙ্গেই হবে তাদের মূল প্রতিযোগিতা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ছাত্ররাই তাঁর নিয়োগকর্তা। সেই ছাত্রদেরই একটি অংশ রয়েছে তাঁর সরকারে, আরেকটি অংশ গড়েছে একটি রাজনৈতিক দল। সেই হিসাবে এনসিপির পেছনে এই সরকারের আশীর্বাদ রয়েছে, সে কথা বললে ভুল বলা হবে না। বিভিন্ন সময়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে যেভাবে এনসিপি আন্দোলন করেছে এবং তাদের দাবিদাওয়া যেভাবে মিটিয়ে দেওয়া হয়েছে, তাতে অনেকেই মনে করছেন, সরকার যে কাজটি করতে চাইছে অথচ সরাসরি করতে পারছে না, সেই কাজ এনসিপিকে দিয়ে করিয়ে নিচ্ছে।

গোপালগঞ্জের সহিংসতার জন্য সরকারি তরফ থেকে যে কথা বলা হয়েছে, তাতে এনসিপির সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার কথা বলা হলেও সেই ঘটনার কারণে ঘটে যাওয়া সহিংসতায় নিহত জনসাধারণের প্রতি কোনো ধরনের সমবেদনার প্রকাশ ঘটেনি। এটাকেও এনসিপির প্রতি সরকারি মহলের দুর্বলতার কারণ হিসেবে দেখা যায়। সরকারি ভাষ্যে প্রাণহানির কোনো ব্যাখ্যা না থাকায় নানা ধরনের গুঞ্জনের জন্ম হয়েছে।

২. এনসিপিকে সরাসরি কিংস পার্টি হয়তো বলা যাবে না, কিন্তু সামগ্রিকভাবে এনসিপির প্রতি সরকারের একধরনের দুর্বলতা আছে, সেটা বুঝতে অসুবিধা হয় না। আমাদের দেশে গড়ে ওঠা কিংস পার্টিগুলো নিয়ে খানিকটা আলোচনা করা হলে বাস্তব অবস্থা বোঝা সহজ হবে।

আমাদের দেশে কিংস পার্টি গড়ে ওঠার ইতিহাস আজকের নয়। জিয়াউর রহমানই প্রথম কিংস পার্টি গঠন করেছিলেন। বর্তমানে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি গড়ে উঠেছিল শাসক জিয়াউর রহমানের ছত্রচ্ছায়ায়। তাঁর দলে চরম বাম, চরম ডান, মধ্যপন্থী—সব ধরনের রাজনীতিবিদের সমাবেশ ঘটেছিল। পাকিস্তানের তাঁবেদার শাহ আজিজুর রহমান যেমন ছিলেন তাঁর দলে, তেমনি জাফর ইমামের মতো স্বাধীনতাযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও ছিলেন। বর্তমানে বিএনপি সফল একটি রাজনৈতিক দল। এরপর সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে গড়ে ওঠে জাতীয় পার্টি। এই দলেও মুক্তিযোদ্ধা-রাজাকারের মিলন ঘটেছিল। মাওলানা মান্নানের মতো স্বীকৃত পাকিস্তানি দালাল যেমন ছিলেন এই দলে, তেমনি মীর শওকত আলীর মতো বীর উত্তম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাও ছিলেন। এ দুটি পার্টি এখনো রাজনীতিতে সক্রিয়।

এ ছাড়া যেসব কিংস পার্টি গড়ে উঠেছিল বিভিন্ন সময়ে, সেগুলোর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যেমন পিডিবি, বাংলাদেশ কল্যাণ পার্টি, এনপিপি ইত্যাদি দল গড়ে উঠেছিল ২০০৭-০৮ সালের নির্বাচনী ডামাডোলের মধ্যে। সে সময়ও আওয়ামী লীগ ও বিএনপি ব্যর্থ রাজনৈতিক দল বলে প্রচারণা চালিয়েছিল পিডিপি বা প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি। সে সময় তৃতীয় শক্তি হিসেবে নতুন একটি দল গড়ে তোলার চেষ্টা হিসেবে এই প্রবণতাকে দেখতে হবে। আজকের এনসিপিও আওয়ামী লীগ আর বিএনপিকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে।

এরপর বিগত আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন নির্বাচনের আগে বিএনএফ, তৃণমূল বিএনপি, বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নামের স্বল্পায়ু কিংস পার্টিগুলোর কথাও মনে করা যায়।

তাহলে দেখা যাচ্ছে, কিংস পার্টির ভাগ্য সব সময় এক রকম নয়। কোনো কোনো কিংস পার্টি পরবর্তীকালে জনগণের সমর্থন পেয়েছে এবং এখন পর্যন্ত টিকে আছে। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতায় জন্ম নেওয়া কিছু কিছু কিংস পার্টি জন্মের কিছুদিনের মধ্যেই অস্তিত্বের সংকটে পড়েছে এবং একসময় অস্তিত্বহীন হয়ে গেছে।

এনসিপি কিংস পার্টি কি কিংস পার্টি নয়, সে বিষয়ে আলোচনা না করে বর্তমানে দলটির রাজনীতি নিয়ে কিছু কথা বলা অন্যায় হবে না।

৩. এনসিপি দলটি গড়ে উঠেছে তরুণদের নিয়ে। একদিক থেকে ভাবলে এটি একটি দারুণ ইতিবাচক ঘটনা; অন্যদিক থেকে ভাবলে এটি তাদের গতিশীলতার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী ঘটনা। কেন এ রকমভাবে বলতে হচ্ছে, তার ব্যাখ্যা প্রয়োজন।

তরুণেরা স্বপ্ন দেখতে পারে। এগিয়ে যাওয়ার জন্য তারা যেকোনো বাধা অতিক্রম করতে পারে; কিন্তু এই গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে তাদের অভিজ্ঞতাহীনতা। রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল। জনগণের কাছে প্রতিটি কাজের জন্য রাজনৈতিক দলকে জবাবদিহি করতে হয়। মোটামুটি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কিন্তু ঠিক রায়টাই দেয়। খেয়াল করলে দেখা যাবে, জনগণ যখনই সুযোগ পেয়েছে, তখনই নিজের পছন্দকে অগ্রাধিকার দিয়েছে। স্বাভাবিকভাবে ক্ষমতার পরিবর্তন করেছে। এরশাদ যুগের পর গণতান্ত্রিক পরিবেশের সূচনা হলে কোনো রাজনৈতিক দলকেই জনগণ একনাগাড়ে দুই টার্মে নির্বাচিত করেনি। কিন্তু ২০০১ সালে নির্বাচিত হয়ে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে এমন কিছু ঘটনার জন্ম দিল, যাতে মনে হলো ক্ষমতা কুক্ষিগত করার কিছু পরিকল্পনা নিয়েই তারা এগোতে চাইছে। অন্যদিকে পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে।

সামগ্রিকভাবে ভেবে দেখলে দেখা যাবে, দেশের জনগণকে যতই সরল মনে করা হোক না কেন, কিংবা যতই তাদের টাকা দিয়ে কেনা যায় বলে অপবাদ দেওয়া হোক না কেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তার পছন্দের মানুষ বা দলকেই ভোট দেয়। এবার যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলেও জনগণ তার পছন্দের মানুষ বা দলকে ভোট দেবে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। প্রশ্ন হলো, নির্বাচনটি কি অবাধ ও সুষ্ঠু হবে?

৪. এনসিপি দলটিকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল মানুষের মনে, তার অল্পই এখন অবশিষ্ট আছে। রাজনীতির মাঠে অনভিজ্ঞ হওয়ায় তারা নানা ধরনের ভুল করছে। বিশেষ করে কথামালার রাজনীতিতে তারা এমন সব বিতর্কে জড়িত হয়ে পড়েছে, যাতে সাধারণ জনগণের মনে দলটি সম্পর্কে প্রশ্নের উদয় হয়েছে।

গোপালগঞ্জে গিয়ে মুজিববাদের কবর রচনা করার ঘোষণা কেন দিতে হবে কিংবা কক্সবাজারে গিয়ে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদকে কেন গডফাদার বানাতে হবে, তার কোনো যুক্তিগ্রাহ্য উত্তর পাওয়া যায় না। কোনো রাজনৈতিক দলকে মোকাবিলা করতে হয় নিজের রাজনৈতিক আদর্শ ও কর্মপন্থা দিয়েই। যদি অপর পক্ষের আদর্শ ও কর্মপন্থার চেয়ে নিজের আদর্শ ও কর্মপন্থা উচ্চতর হয়, তাহলে সহজেই জনগণ সেই আদর্শ ও কর্মপন্থার ওপর আস্থা রাখবে। কিন্তু জনসভায় করা বক্তৃতার মাধ্যমে অন্যকে যদি হেয় করার চেষ্টা করা হয়, তাহলে তা বুমেরাং হয়ে নিজের দিকেই ছুটে আসতে পারে।

যে মুজিববাদের কবর রচনা করার কথা উচ্চারণ করেছেন এনসিপির নেতারা, সেই মুজিববাদটা আসলে কী? আওয়ামী লীগ সরকারও তো মুজিববাদ প্রতিষ্ঠিত করার কথা কখনো বলেনি। তাহলে মুজিববাদ নিয়ে এত কথার জন্ম হলো কেন? শুধু কি তাই? জনমনে এই প্রশ্নও তো রয়েছে, সবখানে যা ছিল পদযাত্রা, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলায় এসে কেন তা লংমার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল? এর তাৎপর্য কী?

অন্যদিকে কক্সবাজারে গিয়েই কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের নামে বিষোদ্‌গার করার মধ্যে যে রাজনৈতিক অপরিপক্বতা রয়েছে, সে কথা মনে করিয়ে দেওয়ার মতো কেউ কি নেই এনসিপির উপদেষ্টা মহলে?

৫. সংস্কার ও নির্বাচন নিয়ে দেশের এখন লেজেগোবরে অবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, যা কারও জন্যই আশীর্বাদ হবে না। এনসিপি দলের নেতারা নিজেদের মধ্যেই সলাপরামর্শ করে পরবর্তী পথ-পরিকল্পনা করে নিলে ভালো হয়। দেশ ও বিদেশ থেকে কিছুসংখ্যক ‘ইনফ্লুয়েন্সার’ যে হঠকারী ভাষায় দাপিয়ে বেড়াচ্ছে ভার্চুয়াল মিডিয়ায়, তাতে যেন এনসিপি নেতারা প্রভাবিত না হন। বঙ্গবন্ধুর জেলায় বঙ্গবন্ধুকে অসম্মান করা কিংবা সালাহউদ্দিন আহমদের এলাকায় তাঁকে গডফাদার আখ্যায়িত করে তাঁর কড়া সমালোচনা করার সময় মনে রাখতে হবে, রাজনৈতিক নেতা মানে কিন্তু একজন মানুষ শুধু নন, কখনো কখনো তা একটি এলাকার জনগণ, কখনো কখনো তা একটি দেশের জনগণের প্রতিনিধি। তাঁর ব্যাপারে সংযত কণ্ঠেই কথা বলতে হয়। এটা অস্বীকার করলে রাজনীতির মাঠ ক্ষণিকের জন্য উত্তপ্ত রাখা যায় বটে, কিন্তু বড় দৌড়ে পরাজয় মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। সম্মান করলেই সম্মান পাওয়া যায়, এর অন্যথা হয় না।

লেখক: উপসম্পাদক, আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত