চোখের বদলে চোখ
‘ইটের বদলে পাটকেল/আর চোখের বদলে চোখ/পৃথিবীটা অন্ধ হয়তো হোক’—এই মন্ত্রেই যেন এখন সবাই চলছে। চারদিকে কেবল হিংসা আর হিংসা। চারদিকে সম্মিলিত কণ্ঠে অবিরত ঘোষণা আসছে—‘ওকে ঘৃণা জানাও’, ‘ওর গায়ে থুতু দাও’, ‘ওকে স্তব্ধ কর’, ‘ওকে দেশান্তরী কর’, ‘ওকে বিনাশ কর’। মানুষ এখন হিংসা ছাড়া যেন আর কিছুই চিন্তা করতে