নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কারখানায় ধানের কুঁড়া, রং ও কয়লা মিশিয়ে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া তৈরির অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় কারখানাটি থেকে প্রায় ১৪ মণ ধানের কুঁড়া, বিভিন্ন রং ও রাসায়নিক জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জে হামিদউল্লাহ মিয়া বাজারে একটি ভবনের নিচতলার অবস্থিত কারখানায় এসব ভেজাল পণ্য জব্দ করা হয়। আজ শুক্রবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র্যাবের হাতে আটককৃতরা হলেন মো. ইসহাক (৪০), মো. সাগর (২৭), মো. নসু মাঝি (৬০), রাহাত উদ্দিন (২১), মো. শহিদ (৪০) ও খাইরুল (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানকালে কারখানার ম্যানেজার মো. ইসকান্দার পালিয়ে যেতে সক্ষম হন। তাঁর বাড়ি পটিয়া উপজেলার নালন্দা গ্রামে। এ ঘটনায় হওয়া মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরও বলেন, আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভেজাল গুঁড়া মসলা তৈরির উপকরণ ১২টি বস্তায় ১৪ মণ ধানের কুঁড়া, সাড়ে ৮০০ গ্রাম লাল রং, সাড়ে ৩০০ গ্রাম হলুদ রং, ২০ গ্রাম খয়েরি রং ও ৮০০ গ্রাম কয়লা জব্দ করা হয়েছে। এ ছাড়া কুঁড়ামিশ্রিত ২৮৬ কেজি গোটা হলুদ, ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ১৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, ৮০ কেজি ধনিয়ার গুঁড়া জব্দ করা হয়। এসব মালামাল বিক্রির জন্য রাখা হয়েছিল।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
কারখানায় ধানের কুঁড়া, রং ও কয়লা মিশিয়ে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া তৈরির অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় কারখানাটি থেকে প্রায় ১৪ মণ ধানের কুঁড়া, বিভিন্ন রং ও রাসায়নিক জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জে হামিদউল্লাহ মিয়া বাজারে একটি ভবনের নিচতলার অবস্থিত কারখানায় এসব ভেজাল পণ্য জব্দ করা হয়। আজ শুক্রবার র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। র্যাবের হাতে আটককৃতরা হলেন মো. ইসহাক (৪০), মো. সাগর (২৭), মো. নসু মাঝি (৬০), রাহাত উদ্দিন (২১), মো. শহিদ (৪০) ও খাইরুল (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযানকালে কারখানার ম্যানেজার মো. ইসকান্দার পালিয়ে যেতে সক্ষম হন। তাঁর বাড়ি পটিয়া উপজেলার নালন্দা গ্রামে। এ ঘটনায় হওয়া মামলায় তাঁকেও আসামি করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরও বলেন, আসামির স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ভেজাল গুঁড়া মসলা তৈরির উপকরণ ১২টি বস্তায় ১৪ মণ ধানের কুঁড়া, সাড়ে ৮০০ গ্রাম লাল রং, সাড়ে ৩০০ গ্রাম হলুদ রং, ২০ গ্রাম খয়েরি রং ও ৮০০ গ্রাম কয়লা জব্দ করা হয়েছে। এ ছাড়া কুঁড়ামিশ্রিত ২৮৬ কেজি গোটা হলুদ, ৩৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ১৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, ৮০ কেজি ধনিয়ার গুঁড়া জব্দ করা হয়। এসব মালামাল বিক্রির জন্য রাখা হয়েছিল।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
৯ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৬ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৬ দিন আগে