Ajker Patrika

অস্ত্রের মুখে পথচারীর পোশাক-জুতাসহ সবকিছু নিয়ে গেল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজ। ছবি: সংগৃহীত
ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজ। ছবি: সংগৃহীত

এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা অস্ত্রের মুখে এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামলী এলাকার ২ নম্বর রোডে অবস্থিত কাজি অফিসের সামনে, শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে।

শ্যামলী এলাকায় কর্মরত স্থানীয় এক নিরাপত্তাকর্মীর দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, ছাতা হাতে এক ব্যক্তি রাস্তায় হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন আসে। মোটরসাইকেল থেকে একজন নেমে পড়ে, বাকিরা সামনে গিয়ে পথরোধ করে। এরপর মোটরসাইকেলের পেছনে থাকা আরও একজন নেমে ভুক্তভোগীকে ঘিরে ধরে। তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়, যেটা দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয়।

ভিডিওতে দেখা যায়, ছিনতাইকারীদের একজন ছিল খালি গায়ে এবং বাকি দুজন হেলমেট পরিহিত।

ছিনতাইকারীরা শুধু টাকাপয়সা, মোবাইল ফোন নয়—ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলে নেয়। এরপর তারা দ্রুত পালিয়ে যায় একই মোটরসাইকেলে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি বলেন, ‘ঘটনার পরপরই ভিডিওটি নজরে আসে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবু আমরা ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি।’

ইমাউল হক আরও বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’

রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের মাত্রা বেড়ে গেছে। ভোরের দিকে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা নির্বিঘ্নে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন বলছে, পুলিশের টহলব্যবস্থা আরও জোরদার না হলে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণে আসবে না।

এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় অপরাধীদের শনাক্ত করতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, ভিডিওর মাধ্যমে জড়িত ব্যক্তিদের মুখাবয়ব ও চলাফেরা শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি ইমাউল হক বলেন, ‘যদি কেউ ভুক্তভোগীকে চিনে থাকেন বা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে থানায় জানাবেন। তাঁর সহযোগিতা নিয়ে আমরা এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত