রংপুর প্রতিনিধি
পেঁয়াজ ও চিনি ছাড়া সব জিনিসের দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর বাসবভনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
বাণিজমন্ত্রী বলেন, ‘কাঁচাবাজার আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা সেটা দেখে। সব মিলে পরিস্থিতি খারাপ যে তা না। কখনো কখনো কাঁচামালের দাম বাড়ে, আবার কমে। বৃষ্টি হলে শাক-সবজি পরিবহনব্যবস্থার কারণেও দাম বেড়ে যায়। সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে, পেঁয়াজ আর চিনি ছাড়া।’
রাজধানীর খুচরা বাজারগুলোতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৪৫-৫০ টাকা কেজির পেঁয়াজ গতকাল বৃহস্পতিবার ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধির চক্র থেকে রেহাই পাচ্ছে না ঢাকার বাইরের ক্রেতারাও। ভারতের সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতে তিন-চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ টাকা।
এ প্রসঙ্গে শুক্রবার বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার।’
দুই দিন আগেই দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেবে বলে বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারিতেও বাজারে পেঁয়াজের ঝাঁজ কমছে না।
এদিকে এক বছরে দ্বিগুণ হয়ে যাওয়া চিনির দাম বাড়ছেই। এ মাসেই ১৬ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনির দাম খোলাবাজারে ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
যথারীতি ভোক্তারা এর সুফল পাচ্ছে না। বাজারে খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। প্যাকেটজাত চিনি বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা।
চিনির বাজারে অস্থিরতা নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমরা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দিয়েছি। তার পরও বাজারে সেটার প্রভাব এখনো পড়েনি।
‘আমরা চেষ্টা করছি, যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সে যাতে অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার মাঠে কাজ করছে। আশা করছি কিছু ইমপ্রুভ করবে।’
মন্ত্রী আরো বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি।’
পেঁয়াজ ও চিনি ছাড়া সব জিনিসের দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর বাসবভনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
বাণিজমন্ত্রী বলেন, ‘কাঁচাবাজার আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা সেটা দেখে। সব মিলে পরিস্থিতি খারাপ যে তা না। কখনো কখনো কাঁচামালের দাম বাড়ে, আবার কমে। বৃষ্টি হলে শাক-সবজি পরিবহনব্যবস্থার কারণেও দাম বেড়ে যায়। সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে, পেঁয়াজ আর চিনি ছাড়া।’
রাজধানীর খুচরা বাজারগুলোতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৪৫-৫০ টাকা কেজির পেঁয়াজ গতকাল বৃহস্পতিবার ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধির চক্র থেকে রেহাই পাচ্ছে না ঢাকার বাইরের ক্রেতারাও। ভারতের সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতে তিন-চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ টাকা।
এ প্রসঙ্গে শুক্রবার বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার।’
দুই দিন আগেই দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেবে বলে বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারিতেও বাজারে পেঁয়াজের ঝাঁজ কমছে না।
এদিকে এক বছরে দ্বিগুণ হয়ে যাওয়া চিনির দাম বাড়ছেই। এ মাসেই ১৬ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনির দাম খোলাবাজারে ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
যথারীতি ভোক্তারা এর সুফল পাচ্ছে না। বাজারে খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। প্যাকেটজাত চিনি বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা।
চিনির বাজারে অস্থিরতা নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমরা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দিয়েছি। তার পরও বাজারে সেটার প্রভাব এখনো পড়েনি।
‘আমরা চেষ্টা করছি, যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সে যাতে অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার মাঠে কাজ করছে। আশা করছি কিছু ইমপ্রুভ করবে।’
মন্ত্রী আরো বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি।’
জীবনবিমা গ্রাহকদের দাবির টাকা বছরের পর বছর আটকে রাখছে বেশির ভাগ কোম্পানি। সব মিলিয়ে দাবির অঙ্ক ৪ হাজার ৬ কোটি ৯৪ লাখ টাকা ছাড়িয়েছে। আর এর প্রায় ৯১ শতাংশই আটকে আছে মাত্র সাতটি কোম্পানির হাতে। এই চিত্র স্পষ্ট করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রতিবেদন।
৫ ঘণ্টা আগেকৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।
১৮ ঘণ্টা আগেসরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ৯ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এই পরিকল্পনায় আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে ঠেকে। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় রপ্তানি...
২০ ঘণ্টা আগেবাংলাদেশের অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ থেকে এখনো বঞ্চিত কোটি কোটি মানুষ। আধুনিক ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা নিতে না পারার কারণে দেশের বিপুল জনগোষ্ঠী রয়েছে অর্থনৈতিক লেনদেনের আনুষ্ঠানিক ব্যবস্থার বাইরে।
১ দিন আগে