Ajker Patrika

ওএমএসে আলু বিক্রি করতে চায় সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২: ৪৮
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তাভাবনা করছে সরকার। কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘এবার কিন্তু কৃষক আলুর দাম পাচ্ছে না। আমরা চেষ্টা করছি কৃষক যাতে আলুর দাম পায়। এ জন্য ওএমএসের মাধ্যমে যাতে আলুটা দেওয়া যায়, আমরা চেষ্টা করছি। কৃষক যদি পণ্যের দাম না পায় পরবর্তীতে কিন্তু তারা এটি উৎপাদনের দিকে যাবে না। এ জন্য চেষ্টা করতে হবে কৃষক যাতে ন্যায্য দামটা পায়।’

কৃষি উপদেষ্টা বলেন, ‘গতবার যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল। এবার কিন্তু কৃষক অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করেছে। পেঁয়াজ উৎপাদন বেশি করায় এবার পেঁয়াজ আমদানি না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে।’

আওয়ামী লীগ সরকার আমলের কৃষি যন্ত্রপাতি কেনায় অনিয়ম হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত দুদককে দেওয়া হয়েছে, তারা এ বিষয়ে তদন্ত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত