নোয়াখালী প্রতিনিধি
পরীক্ষার খাতায় নম্বর কম দেওয়া ও ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে শাস্তি পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিক স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে আজ মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরে এই পদত্যাগপত্র জমা দেন তিনি।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিকের পদত্যাগ পত্র আমরা হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিপ্লব মল্লিক বলেন, ‘এস এম মুশফিকুর রহমান আশিক ব্যক্তিগত কারণ দেখিয়ে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি নিয়মানুযায়ী পত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এ ছাড়া পদত্যাগপত্রের চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্কিত হিসেব-নিকেশ জানতে চেয়েছে। এসব হিসেব সম্পন্ন করে তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। রিজেন্ট বোর্ডে এটি উত্থাপন করে অফিশিয়ালি তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক শেষ করা হবে।’
এর আগে বিভাগের একাধিক ব্যাচের শিক্ষার্থীদের নম্বর কম দেওয়া ও ছাত্রীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৬ তম সভার সিদ্ধান্তক্রমে গত ৯ ফেব্রুয়ারি এক অফিস আদেশের মাধ্যমে মুশফিকুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শাস্তির মধ্যে ছিল আগামী পাঁচ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে তাঁকে প্রভাষক পদে পদাবনতি, ভবিষ্যতে এমন কোনো অভিযোগ উঠলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং শিক্ষাছুটি ও প্রমোশন-আপগ্রেডেশনের জন্য আবেদন করতে না পারার বিষয়টিও রয়েছে।
এ ছাড়া যেসব ব্যাচের শিক্ষার্থীরা মুশফিকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, ওই ব্যাচগুলোর সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে তিনি অংশ নিতে পারবেন না। বিভাগের নতুন ব্যাচে তিনি ক্লাস ও পরীক্ষার কাজে অংশ নিতে পারবেন। তবে তাঁর ক্লাস কার্যক্রম বিভাগীয় চেয়ারম্যান নিবিড় পর্যবেক্ষণ করবেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে এস এম মুশফিকুর রহমান আশিককে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি।
২০২২ সালের ১৪ আগস্ট মুশফিকুরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ১৮ শিক্ষার্থী। এতে মোট ১৬টি বিষয় উল্লেখ করেন শিক্ষার্থীরা। যার মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদেরকে রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভয়ভীতি (পরীক্ষার ফলাফলের) প্রদর্শনের মাধ্যমে তাঁর নিজস্ব অফিস কক্ষে বসিয়ে রাখতে বাধ্য করা, অনলাইন পরীক্ষার ভাইভা বোর্ডে ছাত্রীদের অশালীন প্রশ্ন করা, নিজের পছন্দের শিক্ষার্থীকে দিয়ে একই ব্যাচের বিভিন্ন শিক্ষার্থীদের ফলাফল রেজাল্ট শিটে লিপিবদ্ধ করা, শ্রেণিকক্ষে থাকার থেকে শিক্ষকদের রুমে থাকলে সিজিপিএ ভালো করা যায়-এ ধরনের কথা বলা, মার্কস বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের বিভিন্নভাবে অশালীন ও অনৈতিক ইঙ্গিত দেওয়া হতো।
এ ছাড়া পরীক্ষা চলাকালীন পছন্দের শিক্ষার্থীদের অনৈতিক সুযোগ-সুবিধা দেওয়া, শিক্ষার্থীদের পরীক্ষার হলে ও শ্রেণিকক্ষে সরাসরি হুমকি দেওয়া এবং অপমান, অপদস্থ, লাঞ্ছিত করা, ক্লাস টেস্ট ও ব্যবহারিক পরীক্ষাসহ অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে পক্ষপাতিত্বপূর্ণ আচরণের মাধ্যমে পছন্দের শিক্ষার্থীদের বেশি নম্বর দেওয়া, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করে তখনই ফলাফল দেওয়া এবং ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিরূপ মন্তব্য করার অভিযোগ ছিল মুশফিকুরের বিরুদ্ধে বিভাগীয় শিক্ষার্থীদের।
পরীক্ষার খাতায় নম্বর কম দেওয়া ও ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে শাস্তি পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিক স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণে আজ মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরে এই পদত্যাগপত্র জমা দেন তিনি।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষা বিভাগের শিক্ষক এস এম মুশফিকুর রহমান আশিকের পদত্যাগ পত্র আমরা হাতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বিপ্লব মল্লিক বলেন, ‘এস এম মুশফিকুর রহমান আশিক ব্যক্তিগত কারণ দেখিয়ে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি নিয়মানুযায়ী পত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এ ছাড়া পদত্যাগপত্রের চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্কিত হিসেব-নিকেশ জানতে চেয়েছে। এসব হিসেব সম্পন্ন করে তাঁকে ছাড়পত্র দেওয়া হবে। রিজেন্ট বোর্ডে এটি উত্থাপন করে অফিশিয়ালি তাঁর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক শেষ করা হবে।’
এর আগে বিভাগের একাধিক ব্যাচের শিক্ষার্থীদের নম্বর কম দেওয়া ও ছাত্রীদের যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৬ তম সভার সিদ্ধান্তক্রমে গত ৯ ফেব্রুয়ারি এক অফিস আদেশের মাধ্যমে মুশফিকুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শাস্তির মধ্যে ছিল আগামী পাঁচ বছরের জন্য সহকারী অধ্যাপক থেকে তাঁকে প্রভাষক পদে পদাবনতি, ভবিষ্যতে এমন কোনো অভিযোগ উঠলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং শিক্ষাছুটি ও প্রমোশন-আপগ্রেডেশনের জন্য আবেদন করতে না পারার বিষয়টিও রয়েছে।
এ ছাড়া যেসব ব্যাচের শিক্ষার্থীরা মুশফিকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, ওই ব্যাচগুলোর সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে তিনি অংশ নিতে পারবেন না। বিভাগের নতুন ব্যাচে তিনি ক্লাস ও পরীক্ষার কাজে অংশ নিতে পারবেন। তবে তাঁর ক্লাস কার্যক্রম বিভাগীয় চেয়ারম্যান নিবিড় পর্যবেক্ষণ করবেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে এস এম মুশফিকুর রহমান আশিককে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি।
২০২২ সালের ১৪ আগস্ট মুশফিকুরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ১৮ শিক্ষার্থী। এতে মোট ১৬টি বিষয় উল্লেখ করেন শিক্ষার্থীরা। যার মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদেরকে রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভয়ভীতি (পরীক্ষার ফলাফলের) প্রদর্শনের মাধ্যমে তাঁর নিজস্ব অফিস কক্ষে বসিয়ে রাখতে বাধ্য করা, অনলাইন পরীক্ষার ভাইভা বোর্ডে ছাত্রীদের অশালীন প্রশ্ন করা, নিজের পছন্দের শিক্ষার্থীকে দিয়ে একই ব্যাচের বিভিন্ন শিক্ষার্থীদের ফলাফল রেজাল্ট শিটে লিপিবদ্ধ করা, শ্রেণিকক্ষে থাকার থেকে শিক্ষকদের রুমে থাকলে সিজিপিএ ভালো করা যায়-এ ধরনের কথা বলা, মার্কস বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের বিভিন্নভাবে অশালীন ও অনৈতিক ইঙ্গিত দেওয়া হতো।
এ ছাড়া পরীক্ষা চলাকালীন পছন্দের শিক্ষার্থীদের অনৈতিক সুযোগ-সুবিধা দেওয়া, শিক্ষার্থীদের পরীক্ষার হলে ও শ্রেণিকক্ষে সরাসরি হুমকি দেওয়া এবং অপমান, অপদস্থ, লাঞ্ছিত করা, ক্লাস টেস্ট ও ব্যবহারিক পরীক্ষাসহ অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ে পক্ষপাতিত্বপূর্ণ আচরণের মাধ্যমে পছন্দের শিক্ষার্থীদের বেশি নম্বর দেওয়া, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করে তখনই ফলাফল দেওয়া এবং ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিরূপ মন্তব্য করার অভিযোগ ছিল মুশফিকুরের বিরুদ্ধে বিভাগীয় শিক্ষার্থীদের।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ১ দফা দাবিতে অব্যাহত আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের অনেকে #BUETiansStandWithKUETians হ্যাশট্যাগ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
২ মিনিট আগেখুলনার ফুলতলায় প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে সুমন মোল্লা (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার জামিরা বাজারসংলগ্ন পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেকুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।
১৭ মিনিট আগেদুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদকের বিরুদ্ধেও অভিযোগ আসে এবং প্রতিষ্ঠানটিরও বদনাম রয়েছে। এই বদনাম বা দুদকের কোনো কর্মকর্তার দুর্নীতি ধরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
১৯ মিনিট আগে