Ajker Patrika

ভাঙছে শঙ্খ নদীর পাড়, লোকালয়ে হু হু করে ঢুকছে পানি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২৯ মে ২০২৫, ১৯: ২৯
শঙ্খ নদীর পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা
শঙ্খ নদীর পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টি ও বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদণ্ডী ইউনিয়নের শঙ্খ নদীর পাড় ভেঙে তীরবর্তী এলাকায় পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে কৃষিজমির ফসল ও ওই এলাকার মৎস্যঘের পানিতে ডুবে গেছে।

গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এ ছাড়া বঙ্গোপসাগরের বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে ভেঙে গেছে শঙ্খ নদীর পাড়। শঙ্খ নদীর পানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় তীর উপচে লোকালয়ে ঢোকা শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। ফলে স্বাভাবিক সময়ে শঙ্খ নদীর পাড়ের বাঁধ ভেঙে ও উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ে। গভীর নিম্নচাপের কারণে জুঁইদণ্ডী বিস্তীর্ণ এলাকায় হুমকিতে রয়েছে। বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকে পড়ছে। এতে মাছের ঘের, কৃষকদের ফসলসহ বিভিন্ন ক্ষতি হচ্ছে।

জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা জানান, জুঁইদণ্ডী ইউনিয়নের আট কিলোমিটার বাঁধ এখনো অরক্ষিত। বর্ষার আগে ঝুঁকিপূর্ণ শঙ্খ নদীর পাড় মেরামত না করায় পানি ঢুকছে লোকালয়ে। পানিতে তলিয়ে গেছে মাছের ঘের এবং ক্ষতি হয়েছে বেশি কৃষকদের। দ্রুত মেরামত না করলে ব্যাপক ক্ষতি হবে ইউনিয়নের এক হাজার পরিবারের।

অন্যদিকে ভাঙন তীব্র হচ্ছে পারকি সমুদ্রসৈকতেও। বেশ কয়েক বছর ধরে পারকি সমুদ্রসৈকত ভাঙছে। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ভাঙন আরও বেড়েছে। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে সাগরে গভীর নিম্নচাপ।

শঙ্খ নদীর পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা
শঙ্খ নদীর পাড় ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে। ছবি: আজকের পত্রিকা

আজ বৃহস্পতিবার সরেজমিনে পারকি সৈকতে দেখা যায়, প্রবল জোয়ারের ধাক্কায় চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভাঙন দেখা দিয়েছে। জলোচ্ছ্বাসের কাছে পারকি যেমন উন্মুক্ত হয়ে পড়ছে, তেমনি হুমকির মধ্যে পড়েছে সম্ভাবনাময় এই সৈকত। সৈকতের লুসাই পার্ক এলাকা থেকে আধা কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ঝাউগাছের গোড়ার দেড় থেকে দুই ফুট বালু সরে যাওয়ায় গাছগুলোর শিকড় বেরিয়ে পড়েছে। এসব ভাঙন ঠেকাতে নিজ উদ্যোগে মাছের ঘেরের মাটি কেটে অস্থায়ী বাঁধ দিচ্ছেন ব্যবসায়ীরা।

লুসাই পার্কের স্বত্বাধিকারী মো. হাশিম চৌধুরী বলেন, ‘গত কয়েক দিনে বাঁধে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙন ঠেকাতে আমাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন অংশে কাজ করা হচ্ছে। পারকি সমুদ্রসৈকত রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।’

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন করে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের জন্য ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। যেটি বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। জুঁইদণ্ডীর শঙ্খ নদীর পাড় ভাঙনের বিষয়টি নৌবাহিনীকে বিষয়টি অবগত করা হয়েছে। পানি নামলে মেরামতকাজ করবেন বলে প্রকল্পের পরিচালক আমাদের জানিয়েছেন।’

পারকি সমুদ্রসৈকতের ভাঙনের বিষয়ে শওকত ইবনে সাহীদ বলেন, ‘পর্যটকদের আকর্ষণের কেন্দ্র পারকি সমুদ্রসৈকত রক্ষায় আমরা নতুন একটি প্রকল্প হাতে নিয়েছি। এটি বাস্তবায়ন হলে পারকি সৈকতের চিত্র পাল্টে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রামে মধ্যরাতে শিবির ছাত্রদল মুখোমুখি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত