Ajker Patrika

বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২২, শনাক্ত ৮ জনের লাশ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি ফাইটার জেট সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর এটি মাইলস্টোন স্কুলের ভেতরে বিধ্বস্ত হয়। লাশ হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছে আইএসপিআর।

নিহত যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে- ফাতেমা (৯), সামিউল (৯), রজনী ইসলাম (৩৭), মেহনাজ আফরিন (৯), শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) ও সায়মা আক্তার (৯)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন সোমবার রাতে মারা গেছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। সর্বশেষ মৃত শিক্ষার্থী এবি শামীম (১৪) আইসিইউতে ভর্তি ছিল। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে নিয়ে বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট পাঁচজনের মৃত্যু হল।

এর আগে বিকেল ৫টা ২৫ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ও ঢামেকে ৩ জনসহ মোট ২০ জনের মৃত্যুর খবর দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর পরে বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়।

এদিকে আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

তবে এর আগে আইএসপিআর মোট ১৭১ জনের হাসপাতালে ভর্তি থাকার তথ্য দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত