নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তাঁর কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তাঁর এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়।
গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।
সম্রাট সবসময় তাঁর এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তাঁর অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।
নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, ‘মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।’
নিলাম আয়োজকেরা বলেন, এ টুপিটি এত দিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।
ওসেনাত নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।
১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র ও নিলামে তোলা হবে।
নিলামে উঠেছে নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত টুপি। ১৯ শতকের সময়কার ফরাসি সম্রাটের এ টুপি আজ রোববার প্যারিসে নিলামে বিক্রি করার কথা। ব্ল্যাক বিভারের চামড়ার তৈরি এই বিশেষ টুপির সর্বনিম্ন দাম অন্তত সাড়ে ৬ লাখ ডলার হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ঐতিহাসিকদের মতে মাথার বিশেষ এ টুপি নেপোলিয়নের ব্র্য়ান্ডের অংশ ছিল। একপাশ করে এ টুপি পরলেই যুদ্ধে নেপোলিয়নকে চিহ্নিত করা যেত। তাঁর কাছে প্রায় ১২০টি বাইকর্ন নামের এ বিশেষ টুপি ছিল। তবে মানুষের ব্যক্তিগত সংগ্রহে তাঁর এখন মাত্র ২০ টি টুপি আছে বলে জানা যায়।
গত বছর প্রয়াত এক শিল্পপতির সংগ্রহে থাকা নেপোলিয়নের অন্যান্য স্মৃতিচিহ্নের সঙ্গে টুপিটি বিক্রি করা হচ্ছে। নিলামকারীরা বলছেন, বিশেষজ্ঞদের কাছে নেপোলিয়নের টুপিটাই সত্যিকারের অমূল্য রত্ন।
সম্রাট সবসময় তাঁর এ টুপি ঘাড়ের সঙ্গে সমান্তরাল রেখে পরতেন। একে বলা হতো ‘এ ব্যাটাইল’। তাঁর অন্যান্য কর্মকর্তারা ঘাড়ের সঙ্গে উলম্বভাবে রেখে টুপি পরতেন।
নিলাম আয়োজক জঁ পিয়েরে ওসেনাত বলেন, ‘মানুষ সব জায়গায় এই টুপিটি চিনতে পারত। যুদ্ধক্ষেত্রে এ টুপি দেখলেই তারা বুঝতে পারত সেখানে নেপোলিয়ন আছেন। একান্ত সময়গুলোতেও তিনি তা মাথায় পরে রাখতেন বা হাতে নিয়ে রাখতেন। কখনো তা মাটিতে ছুড়ে ফেলতেন। এটিই একটি সম্রাটের বৈশিষ্ট্য।’
নিলাম আয়োজকেরা বলেন, এ টুপিটি এত দিন ধরে ১৯ শতকের নেপোলিয়নের প্রাসাদের কোয়ার্টার মাস্টারের পরিবারের কাছেই ছিল।
ওসেনাত নিলামে ওঠা নেপোলিয়নের ১৮১৫ সালের এ টুপিতে একটি বিশেষ ফিতাও লাগানো ছিল। এ সময় তিনি এলবায় নির্বাসন থেকে ফেরার পথে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন।
১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের পর নেপোলিয়নের গাড়ি থেকে লুট করা একটি রুপার প্লেট এবং তার মালিকানাধীন একটি কাঠের ভ্যানিটি কেস, রেজার, একটি রুপার টুথব্রাশ, কাঁচি এবং অন্যান্য জিনিসপত্র ও নিলামে তোলা হবে।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
১ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
২ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৫ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৬ দিন আগে