Ajker Patrika

পরীক্ষায় নম্বর কাটার ভয় দেখিয়ে রক্ত নিতেন ‘ভ্যাম্পায়ার’ কোচ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৬: ৫২
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই কেলেঙ্কারি বিতর্কের জন্ম দিয়েছে। মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নারী দলের ওই কোচের অদ্ভুত কার্যকলাপের নিন্দা করেছেন।

জিয়ান নামে এক ছাত্রী এই অভিযোগ তোলার পর বিষয়টি সামনে আসে। ন্যাশনাল তাইওয়ান নরমাল ইউনিভার্সিটির (এনটিএনইউ) ছাত্রী জিয়ান জানান, কোচ ঝো তাই-ইং রক্ত দেওয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। তাই-ইং ফুটবল কোচিং অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব।

জিয়ানের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি কোর্সের জন্য প্রয়োজনীয় ৩২ একাডেমিক ক্রেডিটের সঙ্গে রক্তদানের সম্পর্ক আছে। জিয়ান জানান, বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি কোর্সের পুরো ক্রেডিট পাওয়ার জন্য ২০০ বারের বেশি রক্ত দান করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কখনো কখনো এর মধ্যে একটানা ১৪ দিন ধরে, দিনে তিনবার, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত রক্ত সংগ্রহ করা হতো। ক্যাম্পাসে গবেষণার জন্য ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে প্রশিক্ষণবিহীন ব্যক্তিরা রক্ত সংগ্রহ করতেন।’

জিয়ান বলেন, ‘সত্যিই এটা ছিল রক্তের বিনিময়ে অর্জিত ক্রেডিট। আমি রাগে ফুঁসছিলেন! টানা আট দিন রক্ত সংগ্রহের পর, তারা আমার দুই হাতেই আর কোনো শিরা খুঁজে পাচ্ছিল না।’

জিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর পোস্টে লেখেন, ‘তারা এমনকি আমার কবজিতে চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছিল। এটা অসহ্য যন্ত্রণাদায়ক ছিল। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। অবশেষে ছয়বার চেষ্টার পর তারা সফল হয়েছিল!’ জিয়ান এই পদ্ধতির সময় কাঁদতে থাকা এক ভিডিওও শেয়ার করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক ছাত্রী জানান, ঝো তাই-ইং তাঁদের ভয় দেখাতেন। তিনি আরও বলেন, তাঁর বাবা-মাকে এ বিষয়ে জানাননি। কারণ, এতে তাঁরা হতাশ হতেন। ওই ছাত্রী বলেন, ‘আমার বাবা জানলে নিশ্চিত কোচকে মারতে যেত। আমি শুধু তাদের কষ্ট দিতে চাইনি।’

বিতর্ক বাড়তে থাকায়, বিশ্ববিদ্যালয় ১৩ জুলাই ঘোষণা করে যে ঝোকে বরখাস্ত করা হয়েছে এবং ভবিষ্যতে কোনো ক্রীড়া দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। ঝো ক্ষমা প্রার্থনা করে প্রকাশিত এক চিঠিতে লেখেন, ‘আমি শিক্ষার্থীদের, অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। শিক্ষার্থীদের যে মানসিক কষ্ট হয়েছে, তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

তবে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা এবং চিঠিটি পরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ এনটিএনইউকে প্রশাসনিক জরিমানা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ঝোকে ‘ভ্যাম্পায়ার’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত