আসছে ওয়ারজোন ২.০ গেমের নতুন সিরিজ
নতুন গেম মানেই উত্তেজনা। কী আছে, কী নেই, কেমন করে খেলতে হবে, কেমন করে কেনা যাবে, নাকি ফ্রিতেই খেলা যাবে, ঠিক কবে লঞ্চ হবে, শুধু পিসিতে খেলতে হবে নাকি মোবাইল ফোনসেটেও খেলা যাবে, নানা প্রশ্নের গুনগুন শুরু হয়। আর সেই গেমটি যদি হয় ওয়ারজোন ২.০, যা ইতিমধ্যেই প্রথম সিরিজ খেলার অভিজ্ঞতা হয়েছে গেমারদের, তাহ