নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসছে শীতকাল। প্রকৃতিতে বইবে ঠান্ডা হাওয়া। ঝরে যাবে গাছের পাতা, রাতভর ঝরবে শিশির। কনকনে ঠান্ডায় জমে যাওয়ার জোগাড় হবে বাড়ির অশীতিপর বৃদ্ধ থেকে ছোট শিশুরা। অন্যদেরও ভোগান্তিতে পড়তে হবে বেশ। কনকনে শীতে জমে যাওয়া ঘর এবং শরীর উষ্ণ করতে খোঁজ পড়বে রুম হিটারের।
কিন্তু রুম হিটার চালালে প্রচুর বিদ্যুৎ খরচ হয় বলে অনেকে মনে করেন। ধারণাটি একদমই ভুল—জানালেন নিউমার্কেটের আনিস ইলেকট্রনিকসের ইব্রাহীম ইসকান্দার। তাঁর মতে, রুম হিটার ব্যবহারে একটি এসির চেয়েও কম বিদ্যুৎ খরচ হয়। এক হাজার ওয়াটের একটি ‘রুম হিটার’ এক ঘণ্টা চালালে বিদ্যুৎ খরচ হয় মাত্র এক ইউনিট।
একটি ঘর গরম করতে কত ওয়াটের রুম হিটার প্রয়োজন হয় জানতে চাইলে ইব্রাহীম ইসকান্দার জানান, রুম হিটারের প্যাকেটের গায়ে লেখা থাকে এটি কতটুকু আয়তনের ঘর গরম করতে সক্ষম। কেনার সময় ক্রেতাকে অবশ্যই বিষয়টি বিবেচনায় রেখে যাচাই করে কিনতে হবে।
ব্র্যান্ড ও দাম
বাজারে কত ওয়াটের রুম হিটার ক্রেতার বেশি পছন্দ এ নিয়ে জানতে চাইলে ওয়ালটনের ব্রাঞ্চ ম্যানেজার নারায়ণ চন্দ্র দেব জানান, এক হাজার থেকে আড়াই হাজার ওয়াট পর্যন্ত রুম হিটার বাজারে বেশি বিক্রি হয়।
ওয়ালটনের বেশ কয়েকটি মডেল ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বলে জানা যায়। এগুলো হলো পিটিসি ০০১, পিটিসি ০০৬, পিসিসি ০০৭, পিটিসি ০০৯। এগুলোর দামও ক্রেতাদের হাতের নাগালের মধ্যে। যেমন ১ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকার মধ্যে এই চারটি মডেল কেনা যাবে। তবে রিমোট কন্ট্রোলসহ পিটিসি ৩০১ ডব্লিউ মডেলের একটি রুম হিটার রয়েছে, যার ‘হিটিং মোড’ বদলে ফ্যান হিসেবে বা কম গরম, বেশি গরম নির্বাচন করা যায়। আধা ঘণ্টা থেকে ৮ ঘণ্টা পর্যন্ত টাইমার দেওয়া যায়। এর দাম মাত্র ৪ হাজার ৭০০ টাকা।
এ ছাড়া মিয়াকো ব্র্যান্ডের ‘পিটিসি ১৫৮ এস’ মডেলের একটি রুম হিটার আছে। এটি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরতে পারে। এই সুবিধা ছাড়াও এতে রয়েছে ‘অটো থার্মোস্ট্যাট’ সুবিধা। শুধু তাই নয়, হিটারটি অতিরিক্ত গরম হয়ে গেলে বন্ধ হয়ে যাবে নিজে নিজেই। মিয়াকো ব্র্যান্ডের ‘পিটিসি ১৫৮ এস’-এর দাম ২ হাজার ৬৫০ টাকা।
মিয়াকো ব্র্যান্ডের আরও পরিচিত মডেল হলো ‘১০ এম’, ‘পিটিসি এ৩’, ‘পিটিসি ৬০২’। এগুলোর দাম ২ হাজার ৫৫০ টাকা থেকে ২ হাজার ৯৫০ টাকার মধ্যে। লম্বা ধরনের রুম হিটারগুলোকে বলা হয় টাওয়ার টাইপ রুম হিটার। মিয়াকোর টাওয়ার টাইপ হিটারের দাম ৩ থেকে ৫ হাজার টাকা। মিয়াকোর পিটিসি ৯০৪ এর দাম ২ হাজার ৫০০ টাকা, পিটিসি ওয়াইএএস ১ হাজার ৩০০ টাকা, পিটিসি ওয়াইএইচ ০৮ আর পিটিসি ৫৭৯ এর দাম ৩ হাজার টাকা। পিটিসি ০৫৭৮-এর দাম পড়বে সাড়ে ৪ হাজার টাকা এবং পিটিসি ৩১১-এর দাম ৭ হাজার টাকা।
ভিশন ব্র্যান্ডের রুম হিটার পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকার মধ্যে। এই ব্র্যান্ডের অনেকগুলো মডেল আছে। যেমন ভিশন রুম কমফোর্টার ইজি, ভিশন রুম কমফোর্টার সিম্পল, ভিশন রুম কমফোর্টার ডিলাক্স, ভিশন রুম হিটার কমফোর্টার ভিই। ভিশনেও পাওয়া যাবে দেয়ালে লাগানোর মতো রিমোট, এলিডি ডিসপ্লেসহ রুম হিটার। ভিশন রুম কমফোর্টার ওয়াল মাউন্ট ০১ ও ০২ এই দুটি মডেলের দাম ৫ হাজার ২০০ টাকা।
রুম হিটারের জন্য আরেকটি পরিচিত ব্র্যান্ড নোভা। এর ১২০৪ মডেলটি বিশেষভাবে উল্লেখযোগ্য, দাম ১ হাজার ২০০ টাকা। এতে অটো থার্মোস্ট্যাট নেই। নোভা ব্র্যান্ডের অটো থার্মোস্ট্যাট আছে এমন রুম হিটারের দাম ১ হাজার ৫০০ টাকা বা এর বেশি।
ওশানের রুম হিটারের দাম ২ হাজার ৫০০ টাকা। সনি ব্র্যান্ডের ক্ষেত্রে দাম আরেকটু বেশি। শুরু হবে ৫ হাজার টাকা থেকে। কমেট, নিউ সনিক, ফিলিপস, শাওমি, রিম্যাক্স ইত্যাদি ব্র্যান্ডেরও রুম হিটারও বাজারে কিনতে পাওয়া যায়।
কোথায় পাবেন
ব্র্যান্ডের শোরুম ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামের বড় দোকানগুলোতে নানান ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের রুম হিটার পাওয়া যায়। ঢাকায় গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, মিরপুরের স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেট, ইস্টার্ন প্লাজা, মোতালিব প্লাজাতে রুম হিটার কিনতে পাওয়া যাবে।
আসছে শীতকাল। প্রকৃতিতে বইবে ঠান্ডা হাওয়া। ঝরে যাবে গাছের পাতা, রাতভর ঝরবে শিশির। কনকনে ঠান্ডায় জমে যাওয়ার জোগাড় হবে বাড়ির অশীতিপর বৃদ্ধ থেকে ছোট শিশুরা। অন্যদেরও ভোগান্তিতে পড়তে হবে বেশ। কনকনে শীতে জমে যাওয়া ঘর এবং শরীর উষ্ণ করতে খোঁজ পড়বে রুম হিটারের।
কিন্তু রুম হিটার চালালে প্রচুর বিদ্যুৎ খরচ হয় বলে অনেকে মনে করেন। ধারণাটি একদমই ভুল—জানালেন নিউমার্কেটের আনিস ইলেকট্রনিকসের ইব্রাহীম ইসকান্দার। তাঁর মতে, রুম হিটার ব্যবহারে একটি এসির চেয়েও কম বিদ্যুৎ খরচ হয়। এক হাজার ওয়াটের একটি ‘রুম হিটার’ এক ঘণ্টা চালালে বিদ্যুৎ খরচ হয় মাত্র এক ইউনিট।
একটি ঘর গরম করতে কত ওয়াটের রুম হিটার প্রয়োজন হয় জানতে চাইলে ইব্রাহীম ইসকান্দার জানান, রুম হিটারের প্যাকেটের গায়ে লেখা থাকে এটি কতটুকু আয়তনের ঘর গরম করতে সক্ষম। কেনার সময় ক্রেতাকে অবশ্যই বিষয়টি বিবেচনায় রেখে যাচাই করে কিনতে হবে।
ব্র্যান্ড ও দাম
বাজারে কত ওয়াটের রুম হিটার ক্রেতার বেশি পছন্দ এ নিয়ে জানতে চাইলে ওয়ালটনের ব্রাঞ্চ ম্যানেজার নারায়ণ চন্দ্র দেব জানান, এক হাজার থেকে আড়াই হাজার ওয়াট পর্যন্ত রুম হিটার বাজারে বেশি বিক্রি হয়।
ওয়ালটনের বেশ কয়েকটি মডেল ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বলে জানা যায়। এগুলো হলো পিটিসি ০০১, পিটিসি ০০৬, পিসিসি ০০৭, পিটিসি ০০৯। এগুলোর দামও ক্রেতাদের হাতের নাগালের মধ্যে। যেমন ১ হাজার ৬০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকার মধ্যে এই চারটি মডেল কেনা যাবে। তবে রিমোট কন্ট্রোলসহ পিটিসি ৩০১ ডব্লিউ মডেলের একটি রুম হিটার রয়েছে, যার ‘হিটিং মোড’ বদলে ফ্যান হিসেবে বা কম গরম, বেশি গরম নির্বাচন করা যায়। আধা ঘণ্টা থেকে ৮ ঘণ্টা পর্যন্ত টাইমার দেওয়া যায়। এর দাম মাত্র ৪ হাজার ৭০০ টাকা।
এ ছাড়া মিয়াকো ব্র্যান্ডের ‘পিটিসি ১৫৮ এস’ মডেলের একটি রুম হিটার আছে। এটি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরতে পারে। এই সুবিধা ছাড়াও এতে রয়েছে ‘অটো থার্মোস্ট্যাট’ সুবিধা। শুধু তাই নয়, হিটারটি অতিরিক্ত গরম হয়ে গেলে বন্ধ হয়ে যাবে নিজে নিজেই। মিয়াকো ব্র্যান্ডের ‘পিটিসি ১৫৮ এস’-এর দাম ২ হাজার ৬৫০ টাকা।
মিয়াকো ব্র্যান্ডের আরও পরিচিত মডেল হলো ‘১০ এম’, ‘পিটিসি এ৩’, ‘পিটিসি ৬০২’। এগুলোর দাম ২ হাজার ৫৫০ টাকা থেকে ২ হাজার ৯৫০ টাকার মধ্যে। লম্বা ধরনের রুম হিটারগুলোকে বলা হয় টাওয়ার টাইপ রুম হিটার। মিয়াকোর টাওয়ার টাইপ হিটারের দাম ৩ থেকে ৫ হাজার টাকা। মিয়াকোর পিটিসি ৯০৪ এর দাম ২ হাজার ৫০০ টাকা, পিটিসি ওয়াইএএস ১ হাজার ৩০০ টাকা, পিটিসি ওয়াইএইচ ০৮ আর পিটিসি ৫৭৯ এর দাম ৩ হাজার টাকা। পিটিসি ০৫৭৮-এর দাম পড়বে সাড়ে ৪ হাজার টাকা এবং পিটিসি ৩১১-এর দাম ৭ হাজার টাকা।
ভিশন ব্র্যান্ডের রুম হিটার পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকার মধ্যে। এই ব্র্যান্ডের অনেকগুলো মডেল আছে। যেমন ভিশন রুম কমফোর্টার ইজি, ভিশন রুম কমফোর্টার সিম্পল, ভিশন রুম কমফোর্টার ডিলাক্স, ভিশন রুম হিটার কমফোর্টার ভিই। ভিশনেও পাওয়া যাবে দেয়ালে লাগানোর মতো রিমোট, এলিডি ডিসপ্লেসহ রুম হিটার। ভিশন রুম কমফোর্টার ওয়াল মাউন্ট ০১ ও ০২ এই দুটি মডেলের দাম ৫ হাজার ২০০ টাকা।
রুম হিটারের জন্য আরেকটি পরিচিত ব্র্যান্ড নোভা। এর ১২০৪ মডেলটি বিশেষভাবে উল্লেখযোগ্য, দাম ১ হাজার ২০০ টাকা। এতে অটো থার্মোস্ট্যাট নেই। নোভা ব্র্যান্ডের অটো থার্মোস্ট্যাট আছে এমন রুম হিটারের দাম ১ হাজার ৫০০ টাকা বা এর বেশি।
ওশানের রুম হিটারের দাম ২ হাজার ৫০০ টাকা। সনি ব্র্যান্ডের ক্ষেত্রে দাম আরেকটু বেশি। শুরু হবে ৫ হাজার টাকা থেকে। কমেট, নিউ সনিক, ফিলিপস, শাওমি, রিম্যাক্স ইত্যাদি ব্র্যান্ডেরও রুম হিটারও বাজারে কিনতে পাওয়া যায়।
কোথায় পাবেন
ব্র্যান্ডের শোরুম ছাড়াও বৈদ্যুতিক সরঞ্জামের বড় দোকানগুলোতে নানান ব্র্যান্ডের এবং বিভিন্ন মডেলের রুম হিটার পাওয়া যায়। ঢাকায় গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, মিরপুরের স্টেডিয়াম মার্কেট, নিউমার্কেট, ইস্টার্ন প্লাজা, মোতালিব প্লাজাতে রুম হিটার কিনতে পাওয়া যাবে।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে