মেজবাহ নূর
আপনি যদি বড় বাসা কিংবা বিশাল অফিস স্পেসের পুরোটা জুড়ে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সিগন্যাল চান, তাহলে ‘মেশ রাউটার’ হতে পারে আপনার জন্য সহজ সমাধান।
আমাদের অনেকেরই ধারণা, বড় জায়গাজুড়ে ওয়াই-ফাই সিগন্যাল পেতে হলে বোধ হয় লম্বা লম্বা অ্যানটেনাযুক্ত বড় রাউটার প্রয়োজন এবং মেশ রাউটার তেমনি একটি রাউটার। ধারণাটি একদমই ভুল।
মেশ রাউটার মূলত আকারে ছোট, কিন্তু কয়েকটি নোডস মিলে একসঙ্গে কাজ করে। কয়েকটি নোডস মিলেই একটি পুরো মেশ ওয়াই-ফাই সিস্টেম পরিচালিত হয়। নোড সাধারণত ‘রেঞ্জ এক্স টেন্ডার’-এর মতো কাজ করলেও এটি কোনো আলাদা সংযোগ তৈরি করে না। সে ক্ষেত্রে একটি নোডের রেঞ্জ থেকে আরেকটি নোডের রেঞ্জে প্রবেশ করলে কোনো নেটওয়ার্ক ড্রপের আশঙ্কা থাকে না। ন্যূনতম দুটি নোড থেকে শুরু হলেও কাভারেজের বিস্তৃতি অনুসারে নোডের পরিমাণ নির্ধারিত হয়। কিছু মেশ সিস্টেম ৩২টি নোড পর্যন্ত সাপোর্ট করে। তবে ঠিক কতগুলো নোড আপনার প্রয়োজন তা আপনাকে কাভারেজের প্রয়োজন বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।
মেশ রাউটারের ফিচার
ডেড জোন কিলার
‘ডেড জোন’ হলো, যে অংশে ওয়াই-ফাই সিগন্যাল পৌঁছায় না। মেশ রাউটারকে ‘ডেড জোন কিলার’ বলা হয়ে থাকে। এটি ঘর কিংবা অফিসের প্রতিটি ডেড জোনে সিগন্যাল পৌঁছে দেয় নিরবচ্ছিন্নভাবে। একাধিক নোডসে ভাগ করা থাকে বলে এটি বেশ সহজ হয়।
সিমলেস নেটওয়ার্ক
আমাদের বাসার কোনো অংশে যখন ওয়াই-ফাই সিগন্যাল পৌঁছায় না, তখন দেখা যায় আমরা একটি ‘রেঞ্জ এক্স টেন্ডার’ কিনে ওই অংশে স্থাপন করি। এ ক্ষেত্রে ওই ডেড জোনে নেটওয়ার্ক পাওয়া গেলেও তৈরি হয় নতুন সমস্যার। রেঞ্জ এক্স টেন্ডারের নেটওয়ার্কের আওতায় এলে দেখা যায় আপনার ব্যবহৃত ইন্টারনেট ডিভাইসটি মূল রাউটারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নতুন যোগাযোগ স্থাপন করে রেঞ্জ এক্স টেন্ডারটির সঙ্গে। সে ক্ষেত্রে ইন্টারনেট-সংযোগ বিচ্ছিন্ন হয় এবং পুনরায় সংযোগ স্থাপন করে। আর ওই মুহূর্তে আপনার ডিভাইসে কোনো গুরুত্বপূর্ণ কাজ চলমান থাকলে তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
সেলফ হিলিং
ধরুন আপনি আপনার মেশ নেটওয়ার্ক সিস্টেমের কোনো একটি নির্দিষ্ট নোডের রেঞ্জের আওতায় আছেন। হঠাৎ করে সেই নোড কোনো ত্রুটির কারণে অকার্যকর হয়ে পড়ল। মেশ সিস্টেমটির অন্য যে নোডটি আপনার সবচেয়ে কাছে থাকে, সেটি আপনার ডিভাইসের সঙ্গে তাৎক্ষণিক সংযুক্ত হয়ে আপনার নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করে। মেশ সিস্টেমের এভাবে স্বয়ংক্রিয় সংযোগ স্থাপনকেই সেলফ হিলিং বলা হয়।
এ ছাড়া মেশ রাউটারের অন্যান্য সুবিধার মধ্যে অন্যতম হলো, মেশ নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সবচেয়ে গতিসম্পন্ন নোডের সঙ্গে সংযুক্ত করে দেবে; অর্থাৎ আপনি যদি দুটি নোডের নেটওয়ার্কের আওতায় পড়েন, সে ক্ষেত্রে আপনি যে নোডটি থেকে সবচেয়ে বেশি গতির ইন্টারনেট পাবেন, আপনাকে সেটির সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হবে। তবে মেশ নেটওয়ার্কে অনেকগুলো নোড থাকলেও এসএসআইডি রয়েছে শুধু একটি।
আপনি যদি বড় বাসা কিংবা বিশাল অফিস স্পেসের পুরোটা জুড়ে নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সিগন্যাল চান, তাহলে ‘মেশ রাউটার’ হতে পারে আপনার জন্য সহজ সমাধান।
আমাদের অনেকেরই ধারণা, বড় জায়গাজুড়ে ওয়াই-ফাই সিগন্যাল পেতে হলে বোধ হয় লম্বা লম্বা অ্যানটেনাযুক্ত বড় রাউটার প্রয়োজন এবং মেশ রাউটার তেমনি একটি রাউটার। ধারণাটি একদমই ভুল।
মেশ রাউটার মূলত আকারে ছোট, কিন্তু কয়েকটি নোডস মিলে একসঙ্গে কাজ করে। কয়েকটি নোডস মিলেই একটি পুরো মেশ ওয়াই-ফাই সিস্টেম পরিচালিত হয়। নোড সাধারণত ‘রেঞ্জ এক্স টেন্ডার’-এর মতো কাজ করলেও এটি কোনো আলাদা সংযোগ তৈরি করে না। সে ক্ষেত্রে একটি নোডের রেঞ্জ থেকে আরেকটি নোডের রেঞ্জে প্রবেশ করলে কোনো নেটওয়ার্ক ড্রপের আশঙ্কা থাকে না। ন্যূনতম দুটি নোড থেকে শুরু হলেও কাভারেজের বিস্তৃতি অনুসারে নোডের পরিমাণ নির্ধারিত হয়। কিছু মেশ সিস্টেম ৩২টি নোড পর্যন্ত সাপোর্ট করে। তবে ঠিক কতগুলো নোড আপনার প্রয়োজন তা আপনাকে কাভারেজের প্রয়োজন বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।
মেশ রাউটারের ফিচার
ডেড জোন কিলার
‘ডেড জোন’ হলো, যে অংশে ওয়াই-ফাই সিগন্যাল পৌঁছায় না। মেশ রাউটারকে ‘ডেড জোন কিলার’ বলা হয়ে থাকে। এটি ঘর কিংবা অফিসের প্রতিটি ডেড জোনে সিগন্যাল পৌঁছে দেয় নিরবচ্ছিন্নভাবে। একাধিক নোডসে ভাগ করা থাকে বলে এটি বেশ সহজ হয়।
সিমলেস নেটওয়ার্ক
আমাদের বাসার কোনো অংশে যখন ওয়াই-ফাই সিগন্যাল পৌঁছায় না, তখন দেখা যায় আমরা একটি ‘রেঞ্জ এক্স টেন্ডার’ কিনে ওই অংশে স্থাপন করি। এ ক্ষেত্রে ওই ডেড জোনে নেটওয়ার্ক পাওয়া গেলেও তৈরি হয় নতুন সমস্যার। রেঞ্জ এক্স টেন্ডারের নেটওয়ার্কের আওতায় এলে দেখা যায় আপনার ব্যবহৃত ইন্টারনেট ডিভাইসটি মূল রাউটারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে নতুন যোগাযোগ স্থাপন করে রেঞ্জ এক্স টেন্ডারটির সঙ্গে। সে ক্ষেত্রে ইন্টারনেট-সংযোগ বিচ্ছিন্ন হয় এবং পুনরায় সংযোগ স্থাপন করে। আর ওই মুহূর্তে আপনার ডিভাইসে কোনো গুরুত্বপূর্ণ কাজ চলমান থাকলে তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
সেলফ হিলিং
ধরুন আপনি আপনার মেশ নেটওয়ার্ক সিস্টেমের কোনো একটি নির্দিষ্ট নোডের রেঞ্জের আওতায় আছেন। হঠাৎ করে সেই নোড কোনো ত্রুটির কারণে অকার্যকর হয়ে পড়ল। মেশ সিস্টেমটির অন্য যে নোডটি আপনার সবচেয়ে কাছে থাকে, সেটি আপনার ডিভাইসের সঙ্গে তাৎক্ষণিক সংযুক্ত হয়ে আপনার নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করে। মেশ সিস্টেমের এভাবে স্বয়ংক্রিয় সংযোগ স্থাপনকেই সেলফ হিলিং বলা হয়।
এ ছাড়া মেশ রাউটারের অন্যান্য সুবিধার মধ্যে অন্যতম হলো, মেশ নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে আপনাকে সবচেয়ে গতিসম্পন্ন নোডের সঙ্গে সংযুক্ত করে দেবে; অর্থাৎ আপনি যদি দুটি নোডের নেটওয়ার্কের আওতায় পড়েন, সে ক্ষেত্রে আপনি যে নোডটি থেকে সবচেয়ে বেশি গতির ইন্টারনেট পাবেন, আপনাকে সেটির সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হবে। তবে মেশ নেটওয়ার্কে অনেকগুলো নোড থাকলেও এসএসআইডি রয়েছে শুধু একটি।
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১০ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১১ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১১ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১৪ ঘণ্টা আগে