Ajker Patrika

ইউটিউব ভিডিওতে সাবটাইটেল কেন ও কীভাবে যুক্ত করবেন

অনলাইন ডেস্ক
সাবটাইটেল যুক্ত থাকলে বিভিন্ন ভাষাভাষী মানুষ আপনার ভিডিও বুঝতে পারে। ছবি: ফ্রি পিক
সাবটাইটেল যুক্ত থাকলে বিভিন্ন ভাষাভাষী মানুষ আপনার ভিডিও বুঝতে পারে। ছবি: ফ্রি পিক

ইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। এর মধ্যে অন্যতম হলো সাবটাইটেল যুক্ত করা। ভিডিওতে সাবটাইটেল যোগ করার মাধ্যমে আপনি ভাষার সীমা অতিক্রম করে আরও বিস্তৃত দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারেন।

ইউটিউব ভিডিওতে সাবটাইটেল যুক্ত করবেন যেভাবে

ইউটিউব ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা শুধু একটি অতিরিক্ত সুবিধা নয়; বরং এটি ভিডিওর মান ও পৌঁছানোর পরিধি বাড়ানোর একটি অত্যন্ত কার্যকর উপায়। নিচে ইউটিউব ভিডিওতে সাবটাইটেল যুক্ত করার কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

১. বেশি দর্শক আকর্ষণ করা যায়

সবাই এক ভাষা বোঝে না। সাবটাইটেল যুক্ত থাকলে বিভিন্ন ভাষাভাষী মানুষ আপনার ভিডিও বুঝতে পারে এবং আপনার কনটেন্টের দর্শক সংখ্যা বাড়ে।

২. শ্রবণপ্রতিবন্ধী দর্শকদের জন্য সহায়ক

যাঁরা ঠিকমতো কানে শুনতে পান না বা সমস্যা আছে, তাঁদের কাছে সাবটাইটেল বেশ গুরুত্বপূর্ণ।

৩. শব্দ অস্পষ্ট হলেও বোঝা যায়

অনেক সময় ভিডিওতে শব্দ স্পষ্ট না হলে দর্শক ঠিকভাবে বুঝতে পারেন না। সাবটাইটেল থাকলে এ সমস্যা দূর হয়।

৪. এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সহায়ক

সাবটাইটেল বা ক্যাপশন যুক্ত ভিডিও গুগল ও ইউটিউবের সার্চে সহজে উঠে আসে, কারণ ভিডিওর বিষয়বস্তু লেখার মাধ্যমে স্পষ্ট হয়। এতে করে আপনার ভিডিও বেশি ভিউ পায়।

৫. শিক্ষামূলক কনটেন্টে সহায়ক

শিক্ষামূলক ভিডিওতে সাবটাইটেল থাকলে ছাত্রছাত্রীরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারে এবং প্রয়োজনে নোট নিতে পারে।

৬. শান্ত বা ব্যস্ত পরিবেশেও দেখা যায়

অনেক সময় মানুষ এমন পরিবেশে থাকেন, যেখানে শব্দ শোনা সম্ভব হয় না—যেমন গণপরিবহন বা অফিস। সে ক্ষেত্রে সাবটাইটেল থাকলে ভয়েস বা অডিও না শুনেও মিউট করেও ভিডিও দেখা যায়।

ইউটিউব ভিডিওতে সাবটাইটেল যুক্ত করবেন যেভাবে

১. ব্রাউজার থেকে ‘ইউটিউব স্টুডিও’-তে সাইন ইন করুন।

২. বাঁ পাশের মেনু থেকে ‘সাবটাইটেল’ বাটনে ট্যাপ করুন। এর ফলে আপনার চ্যানেলের আপলোড করা সব ভিডিও একই সঙ্গে ডান দিকে দেখা যাবে।

৩. যে ভিডিও এডিট করতে চান তা নির্বাচন করুন। এরপর ‘সেট ল্যাঙ্গুয়েজ’ ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন এবং মেনু থেকে যেকোনো ভাষা নির্বাচন করুন।

৪. এরপর ‘কনফার্ম’ বাটনে ট্যাপ করুন।

এখন ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব সাবটাইটেল যুক্ত করবে। তবে এ জন্য ইউটিউব কিছু সময় নেবে।

এ প্রক্রিয়ায় একটি একটি করে ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা যাবে।

তবে আপনি চাইলে সব ভিডিওতে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল যুক্ত করবে। এ জন্য অপশনটি ডিফল্ট করে রাখতে হয়। ফলে আলাদা করে ভিডিও সাবটাইটেল চালু করতে হবে না।

১. প্রথমেই যেকোনো ব্রাউজার থেকে ইউটিউবে প্রবেশ করুন।

২. ডান পাশের কোনায় থাকা নিজের গুগল অ্যাকাউন্ট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।

৩. মেনু থেকে ‘সেটিংস’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৪. পরের পেজে বাঁ পাশের মেনু থেকে ‘প্লেব্যাক অ্যান্ড পারফরম্যান্স’ অপশনে ট্যাপ করুন।

৫. এখন ‘সাবটাইটেল অ্যান্ড ক্লোজড ক্যাপশন’ সেকশনের আওতায় থাকা ‘অ্যালওয়েজ শো ক্যাপশন’ এবং ‘ইনক্লুড অটো জেনারেটেড ক্যাপশনস’-এর পাশে চেকবক্সে টিক চিহ্ন দিন।

এই অপশন দুটি চালু হলে আপনার আপলোড করা সব ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল যুক্ত করবে ইউটিউব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত