অনলাইন ডেস্ক
গুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
আলফাবেট, গুগলের মূল কোম্পানি, এ প্রান্তিকে ৯৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৬৪০ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। কোম্পানির প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, এই প্রবৃদ্ধির বড় অংশই এসেছে সার্চ, ক্লাউড, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির ফলে।
পিচাই এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘এআই আমাদের ব্যবসার প্রতিটি অংশে ইতিবাচক প্রভাব রাখছে। গুগলের এআই ওভারভিউস ও এআই মডেল এর মতো ফিচারগুলো ভালো পারফর্ম করছে।
সার্চ রেজাল্টের সংক্ষিপ্ত উত্তর তৈরি করে এআই ওভারভিউস। এখন ২০০ টির বেশি দেশ ও ৪০ টির বেশি ভাষায় চালু রয়েছে এই ফিচার এবং এর মাসিক ব্যবহারকারী সংখ্যা ২০০ কোটির বেশি।
অন্যদিকে, এআইমোড, যা আরও উন্নত চ্যাট-ভিত্তিক সার্চ অভিজ্ঞতা দেয়, এর মাসিক ব্যবহারকারী এখন ১০ কোটিরও বেশি, প্রধানত যুক্তরাষ্ট্র ও ভারতে।
গুগলের ফ্ল্যাগশিপ এআই অ্যাপ জেমিনি–এর ব্যবহারও দ্রুত বাড়ছে। বর্তমানে ৪৫ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে অ্যাপটির। পিচাই জানান, পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় অ্যাপটিতে দৈনিক অনুরোধ ৫০ শতাংশের বেশি বেড়েছে।
এআই-চালিত এই বিপুল সেবার চাহিদা মেটাতে গুগল তাদের অবকাঠামো বিনিয়োগ বাড়াচ্ছে। কোম্পানিটি ২০২৫ সালের জন্য মূলধন ব্যয় পরিকল্পনা ১০ বিলিয়ন ডলার বাড়িয়ে ৮৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
আলফাবেটের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আনাত আশকেনাজি বলেন, ‘এই আপডেট আমাদের সার্ভার ও ডেটা সেন্টার নির্মাণের গতি বাড়ানোর পরিকল্পনাকে প্রতিফলিত করে।’
জেমিনি ২.৫ মডেলে বেশ কয়েকটি মূল ফিচার রয়েছে। যার মধ্যে রয়েছ—জনপ্রিয় ভিডিও জেনারেশন টুল ‘ভিও’ এবং হালকা সংস্কনের ও দ্রুত গতির রিজনিং মডেল ফ্ল্যাশ–লাইট গুগল বলছে, মে মাস থেকে ‘ভিও৩’ দিয়ে ৭ কোটির বেশি ভিডিও তৈরি করা হয়েছে।
ইউটিউবেও এআইয়ের ফিচারের সুফল মিলেছে। ইউটিউব শর্টসে এখন প্রতিদিন ২০০ বিলিয়নের বেশি ভিউ পাচ্ছে এবং কিছু দেশে এটি প্রচলিত ইন-স্ট্রিম ভিডিওর তুলনায় প্রতি ঘন্টায় বেশি আয় করছে।
এদিকে গুগল ক্লাউড–এ এআইভিত্তিক টুলের ব্যবজার দ্রুত বাড়ছে। বর্তমানে ৮৫ হাজারটিও বেশি প্রতিষ্ঠান গুগল ক্লাউডের মাধ্যমে জেমিনি ব্যবহার করছে, যা বছরে ৩৫ গুণ প্রবৃদ্ধি দেখিয়েছে।
বিবিবিভিএ, ক্যাপজেমিনাই ও টার্গেট এর মতো বড় ক্লায়েন্টেরা এআই এজেন্ট ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াচ্ছে এবং অপারেশন স্বয়ংক্রিয় করছে।
তবে, এই সাফল্যের মাঝেও গুগল নিয়ন্ত্রণ সংক্রান্ত চাপে রয়েছে। মার্কিন বিচার বিভাগের এক মামলায় গুগলকে একচেটিয়া প্রতিযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সবকিছুর পরেও পিচাই আশাবাদী। তিনি বলেন, ‘এটি সার্চের জন্য একটি অত্যন্ত রোমাঞ্চকর মুহূর্ত। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সার্চ এবং বাণিজ্যিক অনুসন্ধানের পরিমাণ দৃশ্যমানভাবে বেড়েছে, বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্জ ও ইন্ডিয়া টুডে
গুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
আলফাবেট, গুগলের মূল কোম্পানি, এ প্রান্তিকে ৯৬ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৬৪০ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। কোম্পানির প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, এই প্রবৃদ্ধির বড় অংশই এসেছে সার্চ, ক্লাউড, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধির ফলে।
পিচাই এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘এআই আমাদের ব্যবসার প্রতিটি অংশে ইতিবাচক প্রভাব রাখছে। গুগলের এআই ওভারভিউস ও এআই মডেল এর মতো ফিচারগুলো ভালো পারফর্ম করছে।
সার্চ রেজাল্টের সংক্ষিপ্ত উত্তর তৈরি করে এআই ওভারভিউস। এখন ২০০ টির বেশি দেশ ও ৪০ টির বেশি ভাষায় চালু রয়েছে এই ফিচার এবং এর মাসিক ব্যবহারকারী সংখ্যা ২০০ কোটির বেশি।
অন্যদিকে, এআইমোড, যা আরও উন্নত চ্যাট-ভিত্তিক সার্চ অভিজ্ঞতা দেয়, এর মাসিক ব্যবহারকারী এখন ১০ কোটিরও বেশি, প্রধানত যুক্তরাষ্ট্র ও ভারতে।
গুগলের ফ্ল্যাগশিপ এআই অ্যাপ জেমিনি–এর ব্যবহারও দ্রুত বাড়ছে। বর্তমানে ৪৫ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে অ্যাপটির। পিচাই জানান, পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় অ্যাপটিতে দৈনিক অনুরোধ ৫০ শতাংশের বেশি বেড়েছে।
এআই-চালিত এই বিপুল সেবার চাহিদা মেটাতে গুগল তাদের অবকাঠামো বিনিয়োগ বাড়াচ্ছে। কোম্পানিটি ২০২৫ সালের জন্য মূলধন ব্যয় পরিকল্পনা ১০ বিলিয়ন ডলার বাড়িয়ে ৮৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
আলফাবেটের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আনাত আশকেনাজি বলেন, ‘এই আপডেট আমাদের সার্ভার ও ডেটা সেন্টার নির্মাণের গতি বাড়ানোর পরিকল্পনাকে প্রতিফলিত করে।’
জেমিনি ২.৫ মডেলে বেশ কয়েকটি মূল ফিচার রয়েছে। যার মধ্যে রয়েছ—জনপ্রিয় ভিডিও জেনারেশন টুল ‘ভিও’ এবং হালকা সংস্কনের ও দ্রুত গতির রিজনিং মডেল ফ্ল্যাশ–লাইট গুগল বলছে, মে মাস থেকে ‘ভিও৩’ দিয়ে ৭ কোটির বেশি ভিডিও তৈরি করা হয়েছে।
ইউটিউবেও এআইয়ের ফিচারের সুফল মিলেছে। ইউটিউব শর্টসে এখন প্রতিদিন ২০০ বিলিয়নের বেশি ভিউ পাচ্ছে এবং কিছু দেশে এটি প্রচলিত ইন-স্ট্রিম ভিডিওর তুলনায় প্রতি ঘন্টায় বেশি আয় করছে।
এদিকে গুগল ক্লাউড–এ এআইভিত্তিক টুলের ব্যবজার দ্রুত বাড়ছে। বর্তমানে ৮৫ হাজারটিও বেশি প্রতিষ্ঠান গুগল ক্লাউডের মাধ্যমে জেমিনি ব্যবহার করছে, যা বছরে ৩৫ গুণ প্রবৃদ্ধি দেখিয়েছে।
বিবিবিভিএ, ক্যাপজেমিনাই ও টার্গেট এর মতো বড় ক্লায়েন্টেরা এআই এজেন্ট ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়াচ্ছে এবং অপারেশন স্বয়ংক্রিয় করছে।
তবে, এই সাফল্যের মাঝেও গুগল নিয়ন্ত্রণ সংক্রান্ত চাপে রয়েছে। মার্কিন বিচার বিভাগের এক মামলায় গুগলকে একচেটিয়া প্রতিযোগী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সবকিছুর পরেও পিচাই আশাবাদী। তিনি বলেন, ‘এটি সার্চের জন্য একটি অত্যন্ত রোমাঞ্চকর মুহূর্ত। তিনি দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সার্চ এবং বাণিজ্যিক অনুসন্ধানের পরিমাণ দৃশ্যমানভাবে বেড়েছে, বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্জ ও ইন্ডিয়া টুডে
নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৩ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১৩ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
২১ ঘণ্টা আগে