Ajker Patrika

নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে বেড়েছে নিষিদ্ধ এনভিডিয়া চিপ মেরামতের চাহিদা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০০: ১৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শেনজেনের দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এখন অন্তত ডজনখানেক ছোট প্রতিষ্ঠান এই মেরামতসেবা দিচ্ছে। তারা বলছে, তাদের মূল কাজ এনভিডিয়ার এইচ১০০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) মেরামত, যেগুলো কোনোভাবে চীনে পৌঁছেছে। এ ছাড়া আগের মডেল এ১০০ এবং আরও অনেক ধরনের চিপ তারা ঠিক করছে।

যুক্তরাষ্ট্র ২০২২ সালের সেপ্টেম্বরে বাজারে আসার আগেই চীনে এইচ১০০ বিক্রি নিষিদ্ধ করে। চীনের প্রযুক্তিগত অগ্রগতি, বিশেষ করে, সামরিক ব্যবহারের শঙ্কায় এমন সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। একই সময়ে বাজারে থাকা এ১০০ মডেলও নিষিদ্ধ করা হয়।

চীনে এআই চিপ মেরামত করে—এমন একটি প্রতিষ্ঠানের এক সহপ্রতিষ্ঠাতা বলেন, ‘মেরামতের জন্য আমাদের এখানে ব্যাপক চাহিদা রয়েছে।’ তিনি জানান, তাঁরা ১৫ বছর ধরে শুধু এনভিডিয়ার গেমিং চিপ মেরামত করে আসছেন। ২০২৪ সালের শেষের দিকে তাঁরা এআই চিপ নিয়ে কাজ শুরু করেন। এরপর চাহিদা এতটা বেড়েছে যে তাঁরা একটি আলাদা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শুধু এআই চিপ মেরামতের জন্য। এখন তাঁরা প্রতি মাসে এনভিডিয়ার প্রায় ৫০০ এআই চিপ মেরামত করছেন। তাঁদের ফ্যাসিলিটিতে ২৫৬টি সার্ভার নিয়ে একটি বিশেষ ঘর রয়েছে, যেখানে ক্লায়েন্টদের ডেটা সেন্টার পরিবেশ অনুকরণ করে চিপ পরীক্ষা, মেরামত ও যাচাই করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা এ-সংক্রান্ত বিজ্ঞাপনও দিচ্ছেন।

বিশ্লেষকেরা বলছেন, চিপ মেরামতশিল্পের এমন হঠাৎ বৃদ্ধির মানে হলো, চীনে এনভিডিয়া চিপের বড় পরিসরে চোরাচালান হয়েছে। এমনকি সরকারি দরপত্রে দেখা গেছে, চীনের সরকার ও সামরিক বিভাগ যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ চিপ কিনেছে।

এনভিডিয়ার উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ চীন সীমান্তে ঢুকে পড়ার বিষয়টি নিয়ে মার্কিন রাজনীতিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের আইনপ্রণেতারা এখন একটি বিল প্রস্তাব করেছেন, যাতে বিক্রির পর এসব চিপ কোথায় যাচ্ছে, তা ট্র্যাক করার ব্যবস্থা রাখা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনও এই উদ্যোগকে সমর্থন দিয়েছে।

চীনে এনভিডিয়ার চিপ বেচাকেনা বা মেরামত করা বেআইনি নয়। তবে এই প্রতিবেদনে যেসব উৎসের সঙ্গে কথা বলা হয়েছে, তারা কেউ মার্কিন বা চীনা কর্তৃপক্ষের নজরে আসতে চায়নি, তাই নাম প্রকাশ করতে রাজি হয়নি। এনভিডিয়ার জিপিইউ এখনো চীনে ব্যাপক চাহিদাসম্পন্ন, যদিও হুয়াওয়ে নতুন কিছু কম ক্ষমতাসম্পন্ন বিকল্প পণ্য বাজারে এনেছে। তবে এনভিডিয়ার মতো চাহিদা অন্যগুলোর নেই।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়া এসব চিপের কোনো অংশ বা রিপ্লেসমেন্ট চীনকে দিতে পারে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে চিপ ত্রুটিপূর্ণ হলে এবং সেটি তিন বছরের ওয়ারেন্টির মধ্যে থাকলে এনভিডিয়া তা বদলে দেয়।

এনভিডিয়ার এক মুখপাত্র বলেন, ‘শুধু এনভিডিয়া ও আমাদের অনুমোদিত অংশীদারেরা গ্রাহকের জন্য সেবা ও সহায়তা দিতে পারে। অনুমোদনহীন হার্ডওয়্যার, সফটওয়্যার ও প্রযুক্তিগত সহায়তা ছাড়া এই চিপ ব্যবহার করা প্রযুক্তিগত ও আর্থিকভাবে অসম্ভব।’

যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ মেনে তৈরি এনভিডিয়ার নতুন এইচ২০ চিপ সম্প্রতি চীনে বিক্রির অনুমতি পেয়েছে। তবে পুরোনো চিপ থেকে নতুন এইচ২০-তে যাওয়া চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ নয়।

শিল্পসংশ্লিষ্ট সূত্র বলছে, একটি এইচ২০ সার্ভারে আটটি জিপিইউ থাকে এবং এর দাম ১০ লাখ ইউয়ানের বেশি (প্রায় ১ লাখ ৩৯ হাজার ৪০০ ডলার)। এই চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণে কার্যকর হলেও যারা বড় ভাষা মডেল প্রশিক্ষণ চালায়, তারা এইচ১০০ চিপ বেশি পছন্দ করে। কারণ, এটি বেশি উপযুক্ত।

চীনে ব্যবহৃত অনেক এইচ১০০ ও এ১০০ চিপ বছরজুড়ে অবিরাম ডেটা বিশ্লেষণ করছে। ফলে সেগুলোর বিকল হওয়ার হারও বেড়েছে। একটি জিপিইউ ব্যবহারের পরিমাণ ও রক্ষণাবেক্ষণের ওপর ভিত্তি করে সাধারণত দুই থেকে পাঁচ বছর পর মেরামতের প্রয়োজন পড়ে।

প্রথম উৎসের তথ্যমতে, তারা প্রতিটি চিপ মেরামতে ১০ হাজার থেকে ২০ হাজার ইউয়ান (প্রায় ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ ডলার) পর্যন্ত নেয় সমস্যার জটিলতার ওপর নির্ভর করে। অন্য একটি শেনজেনভিত্তিক প্রতিষ্ঠান, যারা এ বছর জিপিইউ ভাড়া থেকে মেরামতে ব্যবসা ঘোরাল, তারা বলছে, তারা মাসে প্রায় ২০০ এনভিডিয়া চিপ মেরামত করতে পারে। তারা সাধারণত মূল চিপের দামের ১০ শতাংশ হারে মেরামত ফি নেয়।

মেরামত সেবার মধ্যে থাকে সফটওয়্যার টেস্টিং, ফ্যান মেরামত, প্রিন্টেড সার্কিট বোর্ড ও মেমোরি ত্রুটি নির্ণয় এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ বদল।

এদিকে চোরাচালানের মাধ্যমে এনভিডিয়ার চিপ চীনে আসছে। চীনের চিপ ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন ক্রেতাদের চাহিদা আরও শক্তিশালী বি২০০ চিপের দিকে যাচ্ছে, যেগুলো এনভিডিয়া এই বছর অন্যান্য দেশে বেশি পরিমাণে সরবরাহ করেছে। চীনে একটি সার্ভার, যাতে আটটি বি২০০ চিপ থাকে, তার দাম ৩০ লাখ ইউয়ানের বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত