অনলাইন ডেস্ক
বিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে আসতে পারে। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা এবং কিছু কারণে বিলম্বের পর আগামী মাসেই এটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ। জিপিটি-৫-এর মাধ্যমে ‘ও’ সিরিজ এবং ‘জিপিটি’ সিরিজকে একীভূত করার চেষ্টা করবে ওপেনএআই।
সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিশ্চিত করেছেন, ‘আমরা শিগগিরই জিপিটি-৫ প্রকাশ করব।’ এ ছাড়া জনপ্রিয় পডকাস্ট ‘দিস পাস্ট উইকেন্ড’-এ থিও ভনের সঙ্গে এক সাক্ষাৎকারে অল্টম্যান নতুন মডেলের কিছু ফিচার সম্পর্কেও ইঙ্গিত দেন।
সাক্ষাৎকারে অল্টম্যান জানান, তিনি এমন একটি প্রশ্ন পেয়েছিলেন যার উত্তর তিনি বুঝতে পারেননি। তখন তিনি প্রশ্নটি জিপিটি-৫-এ দেন। আর মডেলটি নিখুঁতভাবে উত্তর দেয়।
চ্যাটজিপিটি ৫ কি
চ্যাটজিপিটি ৫ হচ্ছে চ্যাটজিপিটি ৪-এর উত্তরসূরি, যা ওপেনএআই প্রথমে ২০২৪ সালের মে মাসে ঘোষণা করে এবং তার কিছুদিন পরই প্রকাশ করে।
চ্যাটজিপিটি ৫-এ থাকবে অনেক নতুন ফিচার ও সক্ষমতা, যা ৪-এর তুলনায় আরও উন্নত হবে।
বর্তমানে, সবচেয়ে উন্নত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তাগুলোর মধ্যেও যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা এখনো খুব শক্তিশালী নয়। এটাই একজন মানব পিএইচডি ডিগ্রিধারীকে এতটা অসাধারণ করে তোলে—তারা কোনো একটি সমস্যাকে খুঁটিয়ে বিশ্লেষণ করতে পারে, তা বিভিন্ন অংশে ভাগ করে দেখে এবং সেই জ্ঞান নতুন ও অজানা সমস্যার ক্ষেত্রেও প্রয়োগ করতে সক্ষম হয়।
তবে বর্তমান চ্যাটজিপিটি ৪ একেবারেই এটা পারছে না। তবে প্রকৃত ও বিশ্বাসযোগ্য বিশ্লেষণ করতে হলে, তাকে এখনো একজন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ এবং দক্ষ ব্যবহারকারীর সহায়তা প্রয়োজন।
তবে চ্যাটজিপিটি ৫ আসার পর এই দৃশ্যপট বদলে যেতে পারে। কারণ এই নতুন প্রযুক্তির ভিত্তি হবে দুটি নতুন উদ্ভাবনী প্রযুক্তি—যেগুলোর কোডনাম হচ্ছে ‘স্ট্রবেরি’ ও ‘ওরিয়ন’।
এর আগেই অনলাইনে বিভিন্ন জায়গায় জিপিটি-৫-এর উপস্থিতি দেখা গেছে, যা এর আসন্ন আত্মপ্রকাশ নিয়ে জল্পনা বাড়িয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, আগস্টের শুরুতেই এই মডেল উন্মুক্ত করা হবে এবং এর সঙ্গে মিনি ও ন্যানো সংস্করণও উন্মোচন করা হবে। এসব মডেল ওপেনএআইয়ের এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে।
জিপিটি-৫ সম্পর্কে জানতে চেয়ে ওপেনএআইয়ের কাছে জানতে চায় দ্য ভার্জ। তবে কোম্পানিটি এ সম্পর্কে কোনো মন্তব্য জানায়নি।
এ বছরের শুরুতে অল্টম্যান বলেছিলেন, জিপিটি-৫ হবে এমন একটি ব্যবস্থা, যা ওপেনএআইয়ের বিভিন্ন প্রযুক্তিকে একত্র করে। এই মডেলে আলাদা কোনো ‘ও’-সিরিজ না রেখে সরাসরি ‘ও৩’ মডেলের মতো যুক্তির ক্ষমতা সংযুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলোর মধ্যে জটিলতা কমিয়ে একত্রিত এবং অধিক কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) অর্জন।
জিপিটি-৫-এর মাধ্যমে ‘ও’ সিরিজ এবং ‘জিপিটি’ সিরিজকে একীভূত করার চেষ্টা করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের আলাদা মডেল বাছাই করতে না হয়। মূল যুক্তিনির্ভর সংস্করণটি চ্যাটজিপিটি ও ওপেনএআই এপিআইতে পাওয়া যাবে। মিনি সংস্করণও একইভাবে উভয় প্ল্যাটফর্মে থাকবে। তবে ন্যানো সংস্করণ কেবল এপিআইয়ের মাধ্যমে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।
যদিও আগস্টে জিপিটি-৫ উন্মোচনের সম্ভাবনা জোরালো, ওপেনএআই পূর্বেও উন্নয়ন চ্যালেঞ্জ, সার্ভার সমস্যা অথবা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ঘোষণা বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে।
মডেলটি কি বিনামূল্য ব্যবহার করা যাবে
উত্তরটা একইসঙ্গে হ্যাঁ এবং না—তবে বেশি অংশেই না। চ্যাটজিপিটি ৫-এর একটি অংশ, কোডনেম ‘স্ট্রবেরি’। বর্তমানে এর বেটা সংস্করণে ২০ ডলার মাসিক সাবস্ক্রিপশনধারীদের জন্য বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তবে সম্পূর্ণ চ্যাটজিপিটি ৫ প্যাকেজের দাম বেশ চড়া হতে পারে—ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য তা মাসে প্রায় ২ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য সব আধুনিক ফিচার পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। তবে কারা কী সুবিধা পাবেন এবং কী দামে, তা পরিষ্কার হতে সময় লাগবে, কারণ ওপেনএআই সাধারণত ধাপে ধাপে ফিচার চালু করে।
এ মাসের শুরুতে ওপেনএআই একটি ওপেন ভাষা মডেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিল, তবে বিলম্বের সম্ভাবনার কথাও জানানো হয়। পরে অল্টম্যান নিজেই জানান, উচ্চ ঝুঁকির ক্ষেত্রগুলো পর্যালোচনা ও নিরাপত্তা পরীক্ষার জন্য উন্মোচন বিলম্বিত করা হয়েছে।
তবে একাধিক সূত্র জানিয়েছে, এই ওপেন মডেল জুলাই মাসের শেষের আগেই প্রকাশ করার চেষ্টা করছে ওপেনএআই। এটি হবে ওপেনএআইয়ের ২০১৯ সালে জিপিটি-২ প্রকাশের পর প্রথম ওপেন-ওয়েট ভাষা মডেল, যার যুক্তিমূলক ক্ষমতা থাকবে ও৩ মিনির মতো। এটি আজুর, হাগিং ফেস এবং অন্যান্য প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
বিশ্ববিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই আগামী আগস্টে তাদের পরবর্তী প্রজন্মের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি-৫ উন্মোচনের পরিকল্পনা করছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফটের প্রকৌশলীরা নতুন এই মডেলের জন্য সার্ভার প্রস্তুতির কাজ শুরু করেছিলেন। সে সময়ে গুঞ্জন ছিল, জিপিটি-৫ গত মে মাসের শেষ দিকে আসতে পারে। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা এবং কিছু কারণে বিলম্বের পর আগামী মাসেই এটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ। জিপিটি-৫-এর মাধ্যমে ‘ও’ সিরিজ এবং ‘জিপিটি’ সিরিজকে একীভূত করার চেষ্টা করবে ওপেনএআই।
সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান নিশ্চিত করেছেন, ‘আমরা শিগগিরই জিপিটি-৫ প্রকাশ করব।’ এ ছাড়া জনপ্রিয় পডকাস্ট ‘দিস পাস্ট উইকেন্ড’-এ থিও ভনের সঙ্গে এক সাক্ষাৎকারে অল্টম্যান নতুন মডেলের কিছু ফিচার সম্পর্কেও ইঙ্গিত দেন।
সাক্ষাৎকারে অল্টম্যান জানান, তিনি এমন একটি প্রশ্ন পেয়েছিলেন যার উত্তর তিনি বুঝতে পারেননি। তখন তিনি প্রশ্নটি জিপিটি-৫-এ দেন। আর মডেলটি নিখুঁতভাবে উত্তর দেয়।
চ্যাটজিপিটি ৫ কি
চ্যাটজিপিটি ৫ হচ্ছে চ্যাটজিপিটি ৪-এর উত্তরসূরি, যা ওপেনএআই প্রথমে ২০২৪ সালের মে মাসে ঘোষণা করে এবং তার কিছুদিন পরই প্রকাশ করে।
চ্যাটজিপিটি ৫-এ থাকবে অনেক নতুন ফিচার ও সক্ষমতা, যা ৪-এর তুলনায় আরও উন্নত হবে।
বর্তমানে, সবচেয়ে উন্নত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তাগুলোর মধ্যেও যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা এখনো খুব শক্তিশালী নয়। এটাই একজন মানব পিএইচডি ডিগ্রিধারীকে এতটা অসাধারণ করে তোলে—তারা কোনো একটি সমস্যাকে খুঁটিয়ে বিশ্লেষণ করতে পারে, তা বিভিন্ন অংশে ভাগ করে দেখে এবং সেই জ্ঞান নতুন ও অজানা সমস্যার ক্ষেত্রেও প্রয়োগ করতে সক্ষম হয়।
তবে বর্তমান চ্যাটজিপিটি ৪ একেবারেই এটা পারছে না। তবে প্রকৃত ও বিশ্বাসযোগ্য বিশ্লেষণ করতে হলে, তাকে এখনো একজন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ এবং দক্ষ ব্যবহারকারীর সহায়তা প্রয়োজন।
তবে চ্যাটজিপিটি ৫ আসার পর এই দৃশ্যপট বদলে যেতে পারে। কারণ এই নতুন প্রযুক্তির ভিত্তি হবে দুটি নতুন উদ্ভাবনী প্রযুক্তি—যেগুলোর কোডনাম হচ্ছে ‘স্ট্রবেরি’ ও ‘ওরিয়ন’।
এর আগেই অনলাইনে বিভিন্ন জায়গায় জিপিটি-৫-এর উপস্থিতি দেখা গেছে, যা এর আসন্ন আত্মপ্রকাশ নিয়ে জল্পনা বাড়িয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, আগস্টের শুরুতেই এই মডেল উন্মুক্ত করা হবে এবং এর সঙ্গে মিনি ও ন্যানো সংস্করণও উন্মোচন করা হবে। এসব মডেল ওপেনএআইয়ের এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাবে।
জিপিটি-৫ সম্পর্কে জানতে চেয়ে ওপেনএআইয়ের কাছে জানতে চায় দ্য ভার্জ। তবে কোম্পানিটি এ সম্পর্কে কোনো মন্তব্য জানায়নি।
এ বছরের শুরুতে অল্টম্যান বলেছিলেন, জিপিটি-৫ হবে এমন একটি ব্যবস্থা, যা ওপেনএআইয়ের বিভিন্ন প্রযুক্তিকে একত্র করে। এই মডেলে আলাদা কোনো ‘ও’-সিরিজ না রেখে সরাসরি ‘ও৩’ মডেলের মতো যুক্তির ক্ষমতা সংযুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলোর মধ্যে জটিলতা কমিয়ে একত্রিত এবং অধিক কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) অর্জন।
জিপিটি-৫-এর মাধ্যমে ‘ও’ সিরিজ এবং ‘জিপিটি’ সিরিজকে একীভূত করার চেষ্টা করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের আলাদা মডেল বাছাই করতে না হয়। মূল যুক্তিনির্ভর সংস্করণটি চ্যাটজিপিটি ও ওপেনএআই এপিআইতে পাওয়া যাবে। মিনি সংস্করণও একইভাবে উভয় প্ল্যাটফর্মে থাকবে। তবে ন্যানো সংস্করণ কেবল এপিআইয়ের মাধ্যমে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে।
যদিও আগস্টে জিপিটি-৫ উন্মোচনের সম্ভাবনা জোরালো, ওপেনএআই পূর্বেও উন্নয়ন চ্যালেঞ্জ, সার্ভার সমস্যা অথবা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ঘোষণা বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে।
মডেলটি কি বিনামূল্য ব্যবহার করা যাবে
উত্তরটা একইসঙ্গে হ্যাঁ এবং না—তবে বেশি অংশেই না। চ্যাটজিপিটি ৫-এর একটি অংশ, কোডনেম ‘স্ট্রবেরি’। বর্তমানে এর বেটা সংস্করণে ২০ ডলার মাসিক সাবস্ক্রিপশনধারীদের জন্য বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তবে সম্পূর্ণ চ্যাটজিপিটি ৫ প্যাকেজের দাম বেশ চড়া হতে পারে—ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য তা মাসে প্রায় ২ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য সব আধুনিক ফিচার পাওয়া কঠিন হয়ে পড়তে পারে। তবে কারা কী সুবিধা পাবেন এবং কী দামে, তা পরিষ্কার হতে সময় লাগবে, কারণ ওপেনএআই সাধারণত ধাপে ধাপে ফিচার চালু করে।
এ মাসের শুরুতে ওপেনএআই একটি ওপেন ভাষা মডেল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিল, তবে বিলম্বের সম্ভাবনার কথাও জানানো হয়। পরে অল্টম্যান নিজেই জানান, উচ্চ ঝুঁকির ক্ষেত্রগুলো পর্যালোচনা ও নিরাপত্তা পরীক্ষার জন্য উন্মোচন বিলম্বিত করা হয়েছে।
তবে একাধিক সূত্র জানিয়েছে, এই ওপেন মডেল জুলাই মাসের শেষের আগেই প্রকাশ করার চেষ্টা করছে ওপেনএআই। এটি হবে ওপেনএআইয়ের ২০১৯ সালে জিপিটি-২ প্রকাশের পর প্রথম ওপেন-ওয়েট ভাষা মডেল, যার যুক্তিমূলক ক্ষমতা থাকবে ও৩ মিনির মতো। এটি আজুর, হাগিং ফেস এবং অন্যান্য প্রধান ক্লাউড প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
৬ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
৬ ঘণ্টা আগেঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।
২১ ঘণ্টা আগে