মাহিন আলম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যদি আপনাকে কেউ বলে, পেশার পাশাপাশি কম সময় দিয়ে বা একবার ইনভেস্ট করলে বাড়তি অর্থ আয় করা সম্ভব। আপনি নিশ্চয় ভাববেন, আপনার সঙ্গে মজা করা হচ্ছে। আসলে তা নয়। তথ্যপ্রযুক্তির এই যুগে প্যাসিভ ইনকামের সুযোগ আসলেই আছে।
বাড়তি শ্রম না দিয়ে বা সব সময় সরাসরি কাজ না করে আয়ের যে পথ, সেটাই হলো প্যাসিভ ইনকাম বা সহায়ক আয়।
কেন প্যাসিভ ইনকাম
অনেক কারণে সহায়ক আয় বা প্যাসিভ ইনকাম করা যায়। যেমন
সহায়ক আয়ের অনেক উপায়
অনলাইনে ডিজাইন বিক্রয়
আপনি যদি গ্রাফিকস ডিজাইনে দক্ষ হয়ে থাকেন, তবে আপনি মাইক্রো স্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে সহায়ক আয় বা প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন।
স্টক ইমেজ সেল
আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, তবে মূল পেশার পাশাপাশি আপনার স্টক ইমেজ সেল করতে পারেন। এর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে।
বিনিয়োগ করা
প্যাসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায় হলো লাভজনক কোনো মাধ্যমে ইনভেস্ট বা বিনিয়োগ করা। তবে বিনিয়োগ করার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা রাখার পাশাপাশি লাভ ও ক্ষতির মানদণ্ড বিবেচনা করতে হবে। এ জন্য কোনো ইনভেস্টমেন্ট এক্সপার্টের সাহায্য নিতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং
কমিশনের বদলে অন্যের প্রোডাক্ট প্রোমোট করে সেল করাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমান বিশ্বের জনপ্রিয় অনলাইন প্যাসিভ ইনকামের উৎস হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।
ইউটিউব
ইউটিউব হতে পারে প্যাসিভ ইনকামের উৎস। প্রথমত, ইউটিউব বিজ্ঞাপন থেকে আয় করা সম্ভব। আপনি যদি কনটেন্ট তৈরিতে দক্ষ হয়ে থাকেন, তাহলে ইউটিউবের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করতে পারেন।
লেখালেখি
আপনি যদি লিখতে পছন্দ করেন, তবে আপনি একটি ব্লগ সাইট তৈরি করে সেটিতে নিজের লেখা প্রকাশ করে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। এ ছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় লিখেও আয় করতে পারেন। এগুলো একেবারে অবসরে বা সময় নিয়ে করতে পারেন।
অনলাইন কোর্স
সম্প্রতি অনলাইন কোর্স বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশেও মানুষ অর্থের বিনিময়ে কিনে নিচ্ছে বিভিন্ন কোর্স।
চাহিদা আছে এমন কোনো বিষয় নির্বাচন করুন, যেটি আপনি খুব ভালো জানেন বা যে বিষয়ে আপনি দক্ষ। তারপর সে বিষয়ে কোর্স তৈরি করুন অনলাইনের যেকোনো মাধ্যমে।
আইডিয়া শুনুন এবং বিনিয়োগ করুন
যদি আপনার বন্ধুদের কারও ভালো কোনো বিজনেস আইডিয়া থাকে, তবে আপনি তার সঙ্গে অংশীদারির মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।
ড্রপশিপিং
ড্রপশিপিং হলো পণ্য নির্দিষ্ট জায়গা থেকে কম দামে কিনে নিজের সাইটে বেশি দামে বিক্রি করার পদ্ধতি। বিভিন্নভাবে এটিকে কাজে লাগাতে পারেন এই অনলাইন আর কুরিয়ারের যুগে। এটি আয়ের ভালো উৎস।
ইনফ্লুয়েন্সার হিসেবে আয়
এটি এখন বেশ ‘ক্রেজি’ পেশায় পরিণত হয়েছে। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি অনেক ফলোয়ার থাকে, তবে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে উপস্থাপনা ও সুন্দর করে কথা বলায় পারদর্শী হতে হবে।
তৈরি ব্লগ কিনে নিন
ফ্লিপা একটি নিলাম সাইট, যেখানে ওয়েবসাইট, ডোমেইন ও অ্যাপ বিক্রি হয়। আপনার কাছে টাকা থাকলে এটা হতে পারে আপনার সহায়ক আয়ের ভালো পথ। ওয়েবসাইট, ডোমেইন বা অ্যাপ কিনে সেগুলো চালাতে পারেন অথবা আরও ভালো করে বেশি দামে বিক্রিও করতে পারেন।
রিয়েল এস্টেট
বাসা বা ফ্ল্যাট বাড়ির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেট এজেন্টের চাহিদা বেড়েই চলেছে। শহর এলাকায় বাসা বা ফ্ল্যাটের খোঁজে থাকেন অনেকে। ফ্ল্যাট বাড়ির খোঁজখবর নিয়ে অনুমতি সাপেক্ষে একটি এজেন্সি খুলতে পারেন। এতে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। যখন কেউ বাসা বা ফ্ল্যাট খুঁজবে, এজেন্সিতে যোগাযোগ করলে বাসা বা ফ্ল্যাট ভাড়ায় মধ্যস্থতা করে আপনিও আয় করতে পারেন।
সহায়ক আয়ের অনেক পথ খোলা আছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যে বিষয়ে আপনি নিজে দক্ষ বা যে বিষয়ে আপনার ভালো জানাশোনা আছে, সে বিষয়েই সহায়ক আয়ের পথ খোঁজার চেষ্টা করা ভালো। যে বিষয় আপনি ভালো বোঝেন না, কিন্তু ট্রেন্ডি সে বিষয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে বিষয়টি নিয়ে ভালোভাবে জানতে হবে। সহায়ক আয়ের পথ খুঁজতে জানার কোনো বিকল্প নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যদি আপনাকে কেউ বলে, পেশার পাশাপাশি কম সময় দিয়ে বা একবার ইনভেস্ট করলে বাড়তি অর্থ আয় করা সম্ভব। আপনি নিশ্চয় ভাববেন, আপনার সঙ্গে মজা করা হচ্ছে। আসলে তা নয়। তথ্যপ্রযুক্তির এই যুগে প্যাসিভ ইনকামের সুযোগ আসলেই আছে।
বাড়তি শ্রম না দিয়ে বা সব সময় সরাসরি কাজ না করে আয়ের যে পথ, সেটাই হলো প্যাসিভ ইনকাম বা সহায়ক আয়।
কেন প্যাসিভ ইনকাম
অনেক কারণে সহায়ক আয় বা প্যাসিভ ইনকাম করা যায়। যেমন
সহায়ক আয়ের অনেক উপায়
অনলাইনে ডিজাইন বিক্রয়
আপনি যদি গ্রাফিকস ডিজাইনে দক্ষ হয়ে থাকেন, তবে আপনি মাইক্রো স্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট তৈরি করে সহায়ক আয় বা প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন।
স্টক ইমেজ সেল
আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, তবে মূল পেশার পাশাপাশি আপনার স্টক ইমেজ সেল করতে পারেন। এর জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে।
বিনিয়োগ করা
প্যাসিভ ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায় হলো লাভজনক কোনো মাধ্যমে ইনভেস্ট বা বিনিয়োগ করা। তবে বিনিয়োগ করার আগে সেই প্রতিষ্ঠান সম্পর্কে সম্যক ধারণা রাখার পাশাপাশি লাভ ও ক্ষতির মানদণ্ড বিবেচনা করতে হবে। এ জন্য কোনো ইনভেস্টমেন্ট এক্সপার্টের সাহায্য নিতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং
কমিশনের বদলে অন্যের প্রোডাক্ট প্রোমোট করে সেল করাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমান বিশ্বের জনপ্রিয় অনলাইন প্যাসিভ ইনকামের উৎস হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।
ইউটিউব
ইউটিউব হতে পারে প্যাসিভ ইনকামের উৎস। প্রথমত, ইউটিউব বিজ্ঞাপন থেকে আয় করা সম্ভব। আপনি যদি কনটেন্ট তৈরিতে দক্ষ হয়ে থাকেন, তাহলে ইউটিউবের জন্য ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করতে পারেন।
লেখালেখি
আপনি যদি লিখতে পছন্দ করেন, তবে আপনি একটি ব্লগ সাইট তৈরি করে সেটিতে নিজের লেখা প্রকাশ করে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। এ ছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় লিখেও আয় করতে পারেন। এগুলো একেবারে অবসরে বা সময় নিয়ে করতে পারেন।
অনলাইন কোর্স
সম্প্রতি অনলাইন কোর্স বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের দেশেও মানুষ অর্থের বিনিময়ে কিনে নিচ্ছে বিভিন্ন কোর্স।
চাহিদা আছে এমন কোনো বিষয় নির্বাচন করুন, যেটি আপনি খুব ভালো জানেন বা যে বিষয়ে আপনি দক্ষ। তারপর সে বিষয়ে কোর্স তৈরি করুন অনলাইনের যেকোনো মাধ্যমে।
আইডিয়া শুনুন এবং বিনিয়োগ করুন
যদি আপনার বন্ধুদের কারও ভালো কোনো বিজনেস আইডিয়া থাকে, তবে আপনি তার সঙ্গে অংশীদারির মাধ্যমে বিনিয়োগ করতে পারেন।
ড্রপশিপিং
ড্রপশিপিং হলো পণ্য নির্দিষ্ট জায়গা থেকে কম দামে কিনে নিজের সাইটে বেশি দামে বিক্রি করার পদ্ধতি। বিভিন্নভাবে এটিকে কাজে লাগাতে পারেন এই অনলাইন আর কুরিয়ারের যুগে। এটি আয়ের ভালো উৎস।
ইনফ্লুয়েন্সার হিসেবে আয়
এটি এখন বেশ ‘ক্রেজি’ পেশায় পরিণত হয়েছে। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি অনেক ফলোয়ার থাকে, তবে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে উপস্থাপনা ও সুন্দর করে কথা বলায় পারদর্শী হতে হবে।
তৈরি ব্লগ কিনে নিন
ফ্লিপা একটি নিলাম সাইট, যেখানে ওয়েবসাইট, ডোমেইন ও অ্যাপ বিক্রি হয়। আপনার কাছে টাকা থাকলে এটা হতে পারে আপনার সহায়ক আয়ের ভালো পথ। ওয়েবসাইট, ডোমেইন বা অ্যাপ কিনে সেগুলো চালাতে পারেন অথবা আরও ভালো করে বেশি দামে বিক্রিও করতে পারেন।
রিয়েল এস্টেট
বাসা বা ফ্ল্যাট বাড়ির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেট এজেন্টের চাহিদা বেড়েই চলেছে। শহর এলাকায় বাসা বা ফ্ল্যাটের খোঁজে থাকেন অনেকে। ফ্ল্যাট বাড়ির খোঁজখবর নিয়ে অনুমতি সাপেক্ষে একটি এজেন্সি খুলতে পারেন। এতে নিয়মিত খোঁজখবর রাখতে হবে। যখন কেউ বাসা বা ফ্ল্যাট খুঁজবে, এজেন্সিতে যোগাযোগ করলে বাসা বা ফ্ল্যাট ভাড়ায় মধ্যস্থতা করে আপনিও আয় করতে পারেন।
সহায়ক আয়ের অনেক পথ খোলা আছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যে বিষয়ে আপনি নিজে দক্ষ বা যে বিষয়ে আপনার ভালো জানাশোনা আছে, সে বিষয়েই সহায়ক আয়ের পথ খোঁজার চেষ্টা করা ভালো। যে বিষয় আপনি ভালো বোঝেন না, কিন্তু ট্রেন্ডি সে বিষয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে বিষয়টি নিয়ে ভালোভাবে জানতে হবে। সহায়ক আয়ের পথ খুঁজতে জানার কোনো বিকল্প নেই।
ইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
২ ঘণ্টা আগে৮০ হাজার ৯০০ টাকা মূল্যের এই হেডফোনের স্পেশাল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে যেসব গ্রাহক প্রি-অর্ডার করেছিলেন, তাঁরা মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায় পেয়েছেন ইন্ডাস্ট্রি লিডিং সুপার নয়েজ ক্যানসেলিং টেকনোলজির এই হেডফোন। এ ছাড়া প্রি-অর্ডার করায় প্রতিটি হেডফোনের সঙ্গে স্মার্ট...
১০ ঘণ্টা আগেইউটিউব শর্টস ব্যবহারকারীদের জন্য আসছে নতুন জেনারেটিভ এআই ফিচার। গতকাল বুধবার (২৩ জুলাই) ইউটিউব ঘোষণা দিয়েছে, এখন থেকে ছবি থেকে ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল এবং নতুন এআই ইফেক্ট ব্যবহার করতে পারবেন শর্টস নির্মাতারা।
১৮ ঘণ্টা আগেগুগল বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন তাদের ব্যবসার প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়, এআই এখন গুগলের প্রবৃদ্ধির কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে।
২০ ঘণ্টা আগে