নওরোজ চৌধুরী
এই প্রথম গুগল স্মার্টওয়াচ নিয়ে আসছে বাজারে। এ মাসের শুরুতে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুগল নতুন পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো স্মার্টফোন আর নতুন পিক্সেল স্মার্টওয়াচ উন্মোচন করে।
আইফোন ১৪ নিয়ে যখন মোবাইল ফোনের বাজার গরম, তখন গুগল পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো মোবাইল ফোনপ্রেমীদের কতটা আকর্ষণ করবে, এখন সেটাই দেখার বিষয়।
নতুন দুটি মডেলকে পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রোর উত্তরসূরি বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ৬ দশমিক ৩ ইঞ্চি পর্দার পিক্সেল ৭ মডেলের স্মার্টফোনে ৮ গিগাবাইট র্যামসহ ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অন্য দিকে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার পিক্সেল ৭ প্রো মডেলে থাকছে ১২ গিগাবাইট র্যামসহ ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা।
পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোন দুটিতে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি টেন্সর জি২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
পিক্সেল ৭-এর বেইজ মডেলের সঙ্গে এর বড় পার্থক্য রয়েছে ক্যামেরায়। পিক্সেল ৭ প্রোর পেছনে তিনটি ক্যামেরা রেখেছে গুগল। এর মধ্যে আছে একটি ৫ এক্স টেলিফটো লেন্স, ৩০ এক্স সুপার রেজল্যুশন জুম এবং আপগ্রেড পাওয়া আলট্রাওয়াইড লেন্স।
পিক্সেল ৭ মোবাইলে গুগল চমক হিসেবে যোগ করেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের সেলফি তুলতে সহযোগিতার ফিচার ‘গাইডেড ফ্রেম’। এ ফিচারটি চালু থাকলে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষেরা সেলফি তুলতে চাইলে তাদের নিজ কণ্ঠে নির্দেশনা দিয়ে ছবি তুলতে সহযোগিতা করবে পিক্সেল ৭ ডিভাইসগুলো।
দরদাম
পিক্সেল ৭-এর প্রো সংস্করণের দাম শুরু ৮৯৯ ডলার থেকে। ইতিমধ্যে ডিভাইসগুলোর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে গুগল। ডিভাইসগুলো বাজারে কিনতে পাওয়া যাবে আজ থেকে।
পিক্সেল ওয়াচ
অ্যাপলের আইফোন আর স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনগুলোর বিপরীতে গুগল পিক্সেল বাজিমাত করতে না পারলেও নতুন পিক্সেল ওয়াচ দিয়ে গুগল বাজারে আলোড়ন তুলতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
২০২১ সালের শুরুর দিকেই ফিটবিটের মালিকানা ২১০ কোটি ডলারে নিজের অধীনে নিয়েছে গুগল। পিক্সেল ওয়াচ নির্মাণে গুগল ফিটবিটের সব স্বাস্থ্য ও ফিটনেস প্রযুক্তির সম্পূর্ণ ব্যবহার করেছে বলে জানা গেছে।
দরদাম
মোট দুটি সংস্করণে পাওয়া যাবে গুগল পিক্সেল ওয়াচ। এর মধ্যে ব্লুটুথ সংস্করণের দাম ৩৪৯ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ হাজার টাকা। অন্য দিকে ৪-জি এলটিই সংস্করণের দাম ৩৯৯ ডলার বা ৪৩ হাজার ৫০০ টাকা। তবে এশিয়ায় ঘড়িটির একই দাম থাকবে কি না, সে বিষয়ে গুগলের তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।
সুবিধা
৪১ মিলিমিটারের পিক্সেল ওয়াচে আছে আঁচড় প্রতিরোধক এবং পানি নিরোধক গোলাকার গোরিলা গ্লাস ডিসপ্লে। একবারের চার্জে টানা ২৪ ঘণ্টা চলবে স্মার্টওয়াচটি, কাজ করবে অ্যান্ড্রয়েড ৮ এবং পরের সংস্করণের ডিভাইসগুলোর সঙ্গে।
ব্যবহারকারীর হৃৎস্পন্দন আর ঘুমের মানের ওপর নজর রাখবে ডিভাইসটি। ৪০টি ওয়ার্কআউট মোড আছে ডিভাইসে। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাসও জেনে নেবে ডিভাইসটি। জরুরি পরিস্থিতিতে এসওএস বার্তা পাঠানোর ফিচার আছে এ ডিভাইসে। এ ছাড়া গুগল ওয়ালেট, জিমেইল এবং ক্যালেন্ডার আপডেটের মতো গুগলের হাতে গোনা কয়েকটি সেবা ব্যবহার করা যাবে এতে।
তবে ‘পিক্সেল ওয়াচ অ্যাপল ওয়াচের জন্য কোনো হুমকি নয়’ বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসি ইনসাইটের কর্মী বেন উড। ‘বাজারে অ্যাপল ওয়াচের সাফল্য বিবেচনায় নিলে বলতে হবে, অ্যান্ড্রয়েড সেগমেন্টে স্মার্টওয়াচের আরও বড় একটা বাজার আছে এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচের সঙ্গে জোট বেঁধে বাজারে সাফল্যের মূল চালিকা শক্তি হতে পারে পিক্সেল ওয়াচ।’ বলেছেন বেন উড।
এই প্রথম গুগল স্মার্টওয়াচ নিয়ে আসছে বাজারে। এ মাসের শুরুতে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুগল নতুন পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো স্মার্টফোন আর নতুন পিক্সেল স্মার্টওয়াচ উন্মোচন করে।
আইফোন ১৪ নিয়ে যখন মোবাইল ফোনের বাজার গরম, তখন গুগল পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রো মোবাইল ফোনপ্রেমীদের কতটা আকর্ষণ করবে, এখন সেটাই দেখার বিষয়।
নতুন দুটি মডেলকে পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রোর উত্তরসূরি বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ৬ দশমিক ৩ ইঞ্চি পর্দার পিক্সেল ৭ মডেলের স্মার্টফোনে ৮ গিগাবাইট র্যামসহ ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অন্য দিকে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার পিক্সেল ৭ প্রো মডেলে থাকছে ১২ গিগাবাইট র্যামসহ ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা।
পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোন দুটিতে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি টেন্সর জি২ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
পিক্সেল ৭-এর বেইজ মডেলের সঙ্গে এর বড় পার্থক্য রয়েছে ক্যামেরায়। পিক্সেল ৭ প্রোর পেছনে তিনটি ক্যামেরা রেখেছে গুগল। এর মধ্যে আছে একটি ৫ এক্স টেলিফটো লেন্স, ৩০ এক্স সুপার রেজল্যুশন জুম এবং আপগ্রেড পাওয়া আলট্রাওয়াইড লেন্স।
পিক্সেল ৭ মোবাইলে গুগল চমক হিসেবে যোগ করেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের সেলফি তুলতে সহযোগিতার ফিচার ‘গাইডেড ফ্রেম’। এ ফিচারটি চালু থাকলে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষেরা সেলফি তুলতে চাইলে তাদের নিজ কণ্ঠে নির্দেশনা দিয়ে ছবি তুলতে সহযোগিতা করবে পিক্সেল ৭ ডিভাইসগুলো।
দরদাম
পিক্সেল ৭-এর প্রো সংস্করণের দাম শুরু ৮৯৯ ডলার থেকে। ইতিমধ্যে ডিভাইসগুলোর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে গুগল। ডিভাইসগুলো বাজারে কিনতে পাওয়া যাবে আজ থেকে।
পিক্সেল ওয়াচ
অ্যাপলের আইফোন আর স্যামসাংয়ের গ্যালাক্সি স্মার্টফোনগুলোর বিপরীতে গুগল পিক্সেল বাজিমাত করতে না পারলেও নতুন পিক্সেল ওয়াচ দিয়ে গুগল বাজারে আলোড়ন তুলতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
২০২১ সালের শুরুর দিকেই ফিটবিটের মালিকানা ২১০ কোটি ডলারে নিজের অধীনে নিয়েছে গুগল। পিক্সেল ওয়াচ নির্মাণে গুগল ফিটবিটের সব স্বাস্থ্য ও ফিটনেস প্রযুক্তির সম্পূর্ণ ব্যবহার করেছে বলে জানা গেছে।
দরদাম
মোট দুটি সংস্করণে পাওয়া যাবে গুগল পিক্সেল ওয়াচ। এর মধ্যে ব্লুটুথ সংস্করণের দাম ৩৪৯ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩৮ হাজার টাকা। অন্য দিকে ৪-জি এলটিই সংস্করণের দাম ৩৯৯ ডলার বা ৪৩ হাজার ৫০০ টাকা। তবে এশিয়ায় ঘড়িটির একই দাম থাকবে কি না, সে বিষয়ে গুগলের তরফে নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।
সুবিধা
৪১ মিলিমিটারের পিক্সেল ওয়াচে আছে আঁচড় প্রতিরোধক এবং পানি নিরোধক গোলাকার গোরিলা গ্লাস ডিসপ্লে। একবারের চার্জে টানা ২৪ ঘণ্টা চলবে স্মার্টওয়াচটি, কাজ করবে অ্যান্ড্রয়েড ৮ এবং পরের সংস্করণের ডিভাইসগুলোর সঙ্গে।
ব্যবহারকারীর হৃৎস্পন্দন আর ঘুমের মানের ওপর নজর রাখবে ডিভাইসটি। ৪০টি ওয়ার্কআউট মোড আছে ডিভাইসে। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাসও জেনে নেবে ডিভাইসটি। জরুরি পরিস্থিতিতে এসওএস বার্তা পাঠানোর ফিচার আছে এ ডিভাইসে। এ ছাড়া গুগল ওয়ালেট, জিমেইল এবং ক্যালেন্ডার আপডেটের মতো গুগলের হাতে গোনা কয়েকটি সেবা ব্যবহার করা যাবে এতে।
তবে ‘পিক্সেল ওয়াচ অ্যাপল ওয়াচের জন্য কোনো হুমকি নয়’ বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসি ইনসাইটের কর্মী বেন উড। ‘বাজারে অ্যাপল ওয়াচের সাফল্য বিবেচনায় নিলে বলতে হবে, অ্যান্ড্রয়েড সেগমেন্টে স্মার্টওয়াচের আরও বড় একটা বাজার আছে এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচের সঙ্গে জোট বেঁধে বাজারে সাফল্যের মূল চালিকা শক্তি হতে পারে পিক্সেল ওয়াচ।’ বলেছেন বেন উড।
স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
২ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১ দিন আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১ দিন আগে