অনিন্দ্য মজুমদার অর্ণব
চীনা অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ভারতের বাজারে ডিসেম্বরে আনছে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক এসইউভি বিওয়াইডি অ্যাটো ৩। ভারতে এই সংস্থার এটি দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। আগের মডেলটি ছিল ই সিক্স এমপিভি।
বিওয়াইডি অ্যাটো ৩ চীনের তৈরি ইলেকট্রিক কার হলেও এটি পুরোপুরি ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। গাড়িটি এক চার্জে টানা ৫১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যবহৃত হয়েছে ৬০ কিলোওয়াট আওয়ারের ব্লেড ব্যাটারি, যা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। ২০১ ব্রেক হর্সপাওয়ার তৈরি করতে পারা এ গাড়ি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেবে মাত্র ৭ দশমিক ৩ সেকেন্ড। অন্যদিকে, শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫০ মিনিট। চার্জিংয়ের ক্ষেত্রে থাকছে একটি ৭ কিলোওয়াট ওয়াল চার্জার এবং একটি ৩ কিলোওয়াট পোর্টেবল চার্জিং বক্স। এ ছাড়া মিলবে তিন বছরের বিনা মূল্যে ৪জি ডেটার সাবস্ক্রিপশন, ছয় বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এবং বিনা মূল্যে ছয়টি লেবার-কস্ট মেইনটেন্যান্স।
এই ইলেকট্রিক এসইউভি গাড়ি লম্বায় ৪ দশমিক ৪৫৫ মিটার। চওড়ায় ১ দশমিক ৮৭৫ মিটার। উচ্চতায় ১ দশমিক ৬৭৫ মিটার। ১ হাজার ৭৫০ কেজি
কার্ব ওজন। সার্ফ ব্লু, বউল্ডার গ্রে, স্কি হোয়াইট ও পার্কার রেড—এ চার রঙে পাওয়া যাবে বিওয়াইডি অ্যাটো ৩।
ফিচার
বিওয়াইডি অ্যাটো ৩ গাড়িটিতে আছে ১২.৮ ইঞ্চির ঘুরন্ত টাচ স্ক্রিন ইনফটেইনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আছে অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এ ছাড়া প্যানারোমিক সানরুফ, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমসহ একাধিক আধুনিক ফিচারে সজ্জিত এই গাড়ি। বিওয়াইডি অ্যাটো ৩-এ আরও আছে একটি ৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল।
দাম
বিওয়াইডির পক্ষ থেকে নতুন এই গাড়ির দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে, এর দাম ২৫ লাখ রুপির কাছাকাছি হবে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস, টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, জি নিউজ
চীনা অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ভারতের বাজারে ডিসেম্বরে আনছে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক এসইউভি বিওয়াইডি অ্যাটো ৩। ভারতে এই সংস্থার এটি দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। আগের মডেলটি ছিল ই সিক্স এমপিভি।
বিওয়াইডি অ্যাটো ৩ চীনের তৈরি ইলেকট্রিক কার হলেও এটি পুরোপুরি ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। গাড়িটি এক চার্জে টানা ৫১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যবহৃত হয়েছে ৬০ কিলোওয়াট আওয়ারের ব্লেড ব্যাটারি, যা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। ২০১ ব্রেক হর্সপাওয়ার তৈরি করতে পারা এ গাড়ি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেবে মাত্র ৭ দশমিক ৩ সেকেন্ড। অন্যদিকে, শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫০ মিনিট। চার্জিংয়ের ক্ষেত্রে থাকছে একটি ৭ কিলোওয়াট ওয়াল চার্জার এবং একটি ৩ কিলোওয়াট পোর্টেবল চার্জিং বক্স। এ ছাড়া মিলবে তিন বছরের বিনা মূল্যে ৪জি ডেটার সাবস্ক্রিপশন, ছয় বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এবং বিনা মূল্যে ছয়টি লেবার-কস্ট মেইনটেন্যান্স।
এই ইলেকট্রিক এসইউভি গাড়ি লম্বায় ৪ দশমিক ৪৫৫ মিটার। চওড়ায় ১ দশমিক ৮৭৫ মিটার। উচ্চতায় ১ দশমিক ৬৭৫ মিটার। ১ হাজার ৭৫০ কেজি
কার্ব ওজন। সার্ফ ব্লু, বউল্ডার গ্রে, স্কি হোয়াইট ও পার্কার রেড—এ চার রঙে পাওয়া যাবে বিওয়াইডি অ্যাটো ৩।
ফিচার
বিওয়াইডি অ্যাটো ৩ গাড়িটিতে আছে ১২.৮ ইঞ্চির ঘুরন্ত টাচ স্ক্রিন ইনফটেইনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আছে অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এ ছাড়া প্যানারোমিক সানরুফ, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমসহ একাধিক আধুনিক ফিচারে সজ্জিত এই গাড়ি। বিওয়াইডি অ্যাটো ৩-এ আরও আছে একটি ৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল।
দাম
বিওয়াইডির পক্ষ থেকে নতুন এই গাড়ির দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে, এর দাম ২৫ লাখ রুপির কাছাকাছি হবে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস, টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, জি নিউজ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৭ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৮ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৯ ঘণ্টা আগে