অলকানন্দা রায়, ঢাকা
নতুন গেম মানেই উত্তেজনা। কী আছে, কী নেই, কেমন করে খেলতে হবে, কেমন করে কেনা যাবে, নাকি ফ্রিতেই খেলা যাবে, ঠিক কবে লঞ্চ হবে, শুধু পিসিতে খেলতে হবে নাকি মোবাইল ফোনসেটেও খেলা যাবে, নানা প্রশ্নের গুনগুন শুরু হয়। আর সেই গেমটি যদি হয় ওয়ারজোন ২.০, যা ইতিমধ্যেই প্রথম সিরিজ খেলার অভিজ্ঞতা হয়েছে গেমারদের, তাহলে উত্তেজনা একটু বেশি হওয়ারই কথা।
ওয়ারজোন গেমের পরবর্তী সিক্যুয়েল নিয়ে মেতে ওঠার সময় এসে গেছে। সম্প্রতি কল অব ডিউটি গেমের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গিয়ে গেমটির প্রকাশক ও নির্মাতা অ্যাকটিভিশন জানিয়েছেন, ‘কল অব ডিউটি ওয়ারজোন ২.০’ নামে পরিচিত ব্যাটল রয়্যাল গেমটির নতুন সংস্করণ কনসোল ও পিসিতে প্রকাশ পাবে আগামী ১৬ নভেম্বর।
গেমের মোবাইল সংস্করণও প্রকাশিত হবে ২০২৩ সালে। ওই দিন-তারিখ ঘোষণার পাশাপাশি আসন্ন ‘মডার্ন ওয়ারফেয়ার-২’ গেমের ট্রেলারও দেখিয়েছেন অ্যাকটিভিশন।
এই ব্যাটল রয়্যাল গেমটির মোবাইল ডিভাইস সংস্করণে ১২০ জন গেমারের একসঙ্গে খেলার সুবিধা থাকবে। পাশাপাশি এতে বিভিন্ন মোবাইলভিত্তিক আয়োজন, প্লে লিস্ট ও কনটেন্ট আনার কথাও জানিয়েছে কোম্পানিটি। ২৮ অক্টোবর ‘মডার্ন ওয়ারফেয়ার ২’-এর মাধ্যমে শুরু হবে কল অব ডিউটি সিরিজের নতুন এই সিরিজ। ওয়ারজোন হলো সর্বকালের সবচেয়ে লাভজনক এবং জনপ্রিয় ফ্রি-টু-প্লে গেমগুলোর মধ্যে একটি, এটি চালু হওয়ার পর থেকে ১০০ মিলিয়নের বেশি মানুষ এ গেমটি খেলেছে।
ধারণা করা হচ্ছে, ‘আল মাজরাহ’ নামে একটি কাল্পনিক মরুভূমি অঞ্চলের প্রেক্ষাপটে নতুন এ গেমের মানচিত্র তৈরি হয়েছে। এই মানচিত্র বিশাল। এতে বিভিন্ন ধরনের যুদ্ধ ও পানির ব্যবহার করা হয়েছে এবং ওয়ারজোন ২.০-তে সাঁতারের ব্যবস্থা থাকছে, যা হবে একটি প্রধান ও নতুন সংযোজন। একাধিক ‘সার্কেল দেখানো’, গেমারদের ভিন্ন পথে নিয়ে যেতে বাধ্য করার মতো বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে এতে। পাশাপাশি, নতুন ‘এআই সরু’ ও একধরনের ‘স্যান্ডবক্স মোড’ও এসেছে নতুন এ গেমে।
‘মডার্ন ওয়ারফেয়ার ২’ গেমের মতো একই ইঞ্জিনে তৈরি হয়েছে নতুন ওয়ারজোন গেমটি। আগ্রহী ব্যক্তিদের আকৃষ্ট করতে গেমে থাকবে আরেকটি ‘থার্ড-পারসন’ মোড।
প্রথম গেমটি ছিল ডিজিটাল, হয়েছিল স্বতন্ত্র রিলিজ। এবারের সিক্যুয়েলও তাই একই ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। এ গেমটি সবাই তার নিজের নিজের সিস্টেমে প্রি-লোড করতে পারবে। এ ছাড়া ওয়ারজোন ২.০ ফিজিক্যালি রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে থাকতে পারে একটি ডাউনলোড কোড এবং ফোর্টনাইট ডিপ ফ্রিজ বান্ডেল। গেমটি লঞ্চ হওয়ার আগে রোলআউট সম্পর্কে বিস্তারিত আপডেট পাওয়া যাবে।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, গেমটির আগের সিজনে যেসব সমস্যা ছিল, এই সিজনে সেসব সমস্যার সমাধান করা হয়েছে।
এটি প্রি-অর্ডার করা গেমাররা শিগগিরই ‘মডার্ন ওয়ারফেয়ার ২’ গেমের বেটা সংস্করণের সুবিধাটি যাচাই করতে পারবেন। প্রযুক্তি পোর্টাল ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গেমটির উল্লেখযোগ্য ফিচার হলো ‘রেইডস’ নামে পরিচিত নতুন ‘৩ভি৩’ মোড। নির্মাতার ভাষ্যমতে, গেমটিতে দলীয় যোগাযোগ ও সমন্বয় এমনভাবে করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
সূত্র: সিএনএন, এনডিটিভি গ্যাজেট, ইন্ডিয়ান এক্সপ্রেস
নতুন গেম মানেই উত্তেজনা। কী আছে, কী নেই, কেমন করে খেলতে হবে, কেমন করে কেনা যাবে, নাকি ফ্রিতেই খেলা যাবে, ঠিক কবে লঞ্চ হবে, শুধু পিসিতে খেলতে হবে নাকি মোবাইল ফোনসেটেও খেলা যাবে, নানা প্রশ্নের গুনগুন শুরু হয়। আর সেই গেমটি যদি হয় ওয়ারজোন ২.০, যা ইতিমধ্যেই প্রথম সিরিজ খেলার অভিজ্ঞতা হয়েছে গেমারদের, তাহলে উত্তেজনা একটু বেশি হওয়ারই কথা।
ওয়ারজোন গেমের পরবর্তী সিক্যুয়েল নিয়ে মেতে ওঠার সময় এসে গেছে। সম্প্রতি কল অব ডিউটি গেমের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গিয়ে গেমটির প্রকাশক ও নির্মাতা অ্যাকটিভিশন জানিয়েছেন, ‘কল অব ডিউটি ওয়ারজোন ২.০’ নামে পরিচিত ব্যাটল রয়্যাল গেমটির নতুন সংস্করণ কনসোল ও পিসিতে প্রকাশ পাবে আগামী ১৬ নভেম্বর।
গেমের মোবাইল সংস্করণও প্রকাশিত হবে ২০২৩ সালে। ওই দিন-তারিখ ঘোষণার পাশাপাশি আসন্ন ‘মডার্ন ওয়ারফেয়ার-২’ গেমের ট্রেলারও দেখিয়েছেন অ্যাকটিভিশন।
এই ব্যাটল রয়্যাল গেমটির মোবাইল ডিভাইস সংস্করণে ১২০ জন গেমারের একসঙ্গে খেলার সুবিধা থাকবে। পাশাপাশি এতে বিভিন্ন মোবাইলভিত্তিক আয়োজন, প্লে লিস্ট ও কনটেন্ট আনার কথাও জানিয়েছে কোম্পানিটি। ২৮ অক্টোবর ‘মডার্ন ওয়ারফেয়ার ২’-এর মাধ্যমে শুরু হবে কল অব ডিউটি সিরিজের নতুন এই সিরিজ। ওয়ারজোন হলো সর্বকালের সবচেয়ে লাভজনক এবং জনপ্রিয় ফ্রি-টু-প্লে গেমগুলোর মধ্যে একটি, এটি চালু হওয়ার পর থেকে ১০০ মিলিয়নের বেশি মানুষ এ গেমটি খেলেছে।
ধারণা করা হচ্ছে, ‘আল মাজরাহ’ নামে একটি কাল্পনিক মরুভূমি অঞ্চলের প্রেক্ষাপটে নতুন এ গেমের মানচিত্র তৈরি হয়েছে। এই মানচিত্র বিশাল। এতে বিভিন্ন ধরনের যুদ্ধ ও পানির ব্যবহার করা হয়েছে এবং ওয়ারজোন ২.০-তে সাঁতারের ব্যবস্থা থাকছে, যা হবে একটি প্রধান ও নতুন সংযোজন। একাধিক ‘সার্কেল দেখানো’, গেমারদের ভিন্ন পথে নিয়ে যেতে বাধ্য করার মতো বেশ কয়েকটি নতুন ফিচার যোগ হয়েছে এতে। পাশাপাশি, নতুন ‘এআই সরু’ ও একধরনের ‘স্যান্ডবক্স মোড’ও এসেছে নতুন এ গেমে।
‘মডার্ন ওয়ারফেয়ার ২’ গেমের মতো একই ইঞ্জিনে তৈরি হয়েছে নতুন ওয়ারজোন গেমটি। আগ্রহী ব্যক্তিদের আকৃষ্ট করতে গেমে থাকবে আরেকটি ‘থার্ড-পারসন’ মোড।
প্রথম গেমটি ছিল ডিজিটাল, হয়েছিল স্বতন্ত্র রিলিজ। এবারের সিক্যুয়েলও তাই একই ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। এ গেমটি সবাই তার নিজের নিজের সিস্টেমে প্রি-লোড করতে পারবে। এ ছাড়া ওয়ারজোন ২.০ ফিজিক্যালি রিলিজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এতে থাকতে পারে একটি ডাউনলোড কোড এবং ফোর্টনাইট ডিপ ফ্রিজ বান্ডেল। গেমটি লঞ্চ হওয়ার আগে রোলআউট সম্পর্কে বিস্তারিত আপডেট পাওয়া যাবে।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, গেমটির আগের সিজনে যেসব সমস্যা ছিল, এই সিজনে সেসব সমস্যার সমাধান করা হয়েছে।
এটি প্রি-অর্ডার করা গেমাররা শিগগিরই ‘মডার্ন ওয়ারফেয়ার ২’ গেমের বেটা সংস্করণের সুবিধাটি যাচাই করতে পারবেন। প্রযুক্তি পোর্টাল ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গেমটির উল্লেখযোগ্য ফিচার হলো ‘রেইডস’ নামে পরিচিত নতুন ‘৩ভি৩’ মোড। নির্মাতার ভাষ্যমতে, গেমটিতে দলীয় যোগাযোগ ও সমন্বয় এমনভাবে করা হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
সূত্র: সিএনএন, এনডিটিভি গ্যাজেট, ইন্ডিয়ান এক্সপ্রেস
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৪ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৪ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৭ ঘণ্টা আগে