Ajker Patrika

ইউটিউব দেখুন বিজ্ঞাপন ছাড়া

অনিন্দ্য মজুমদার অর্ণব
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১১: ২৩
ইউটিউব দেখুন বিজ্ঞাপন ছাড়া

টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠান যখন বিজ্ঞাপনের ভিড়ে বিরক্তিকর হয়ে উঠেছে, তখন বিজ্ঞাপনহীন ইউটিউব খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সারা বিশ্বে বর্তমানে ইউটিউব গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

২০০৬ সালের অক্টোবরে গুগল সাইটটিকে ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়।

ইউটিউব তার ব্যবহারকারীদের ভিডিও দেখার পাশাপাশি আয়ের সুযোগও করে দিয়েছে। বিজ্ঞাপনমুক্ত সেই ইউটিউবে এখন বিজ্ঞাপনের ছড়াছড়ি।

আগের থেকে বিজ্ঞাপন অনেকটাই বেড়েছে এখন। এমনকি কিছু বিজ্ঞাপন স্কিপ করাও যায় না। তাই ভিডিও দেখার সময় বারবার বিজ্ঞাপন দেখতে হয়। তবে এই ঝামেলা থেকে মুক্তির উপায় এনেছে জনপ্রিয় প্ল্যাটফর্মটি। কোনো খরচ ছাড়াই অ্যাড ফ্রি ভিডিও দেখতে পাওয়ার পথ তৈরি করেছে ইউটিউব নিজেই।

যা করতে হবে
ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে চাইলে

  • ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব লিখে সার্চ করতে হবে।
  • এরপর নিজেদের পছন্দমতো যেকোনো ভিডিও চালু করতে হবে।
  • এবার ওপরের সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবে ‘টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ দিয়ে দিতে হবে।
  • এরপরই বিনা বিজ্ঞাপনে ডেস্কটপ বা ল্যাপটপে ভিডিও দেখতে পাবেন।

 

স্মার্টফোনে কাজটি করতে হলে:

  • স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যান।
  • ডেক্সটপ মোড ওপেন করুন।
  • এখানে ইউটিউব লিখে সার্চ দিন।
  • এরপর নিজেদের পছন্দমতো ইউটিউবের যেকোনো একটি ভিডিও প্লে করুন।
  • সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবের ‘টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ বসিয়ে দিন।

এবার থেকে স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত