বাল্যবিবাহ এড়াতে স্বামী-স্ত্রী সেজে পালিয়ে ছিল দুই ছাত্রী
পরীক্ষার পর বাড়ি থেকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চাপ দিয়েছিলেন বাবা-মা। কিন্তু বিয়ে করার ইচ্ছে ছিল না তাদের। এ জন্য বাড়ি থেকে পালিয়ে একজন চুল কেটে স্বামী, আরেকজন স্ত্রী সেজেছিলে। এরপর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে এক মাস পালিয়ে ছিল চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার দুই ছাত্রী।