Ajker Patrika

করোনার টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সীতাকুণ্ড, লোহাগাড়া (চট্টগ্রাম) ও উখিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ০৮
করোনার টিকা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া এবং কক্সবাজারের উখিয়া ও কুতুবদিয়া উপজেলায় ১২ বছরের ওপরের বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে এই চার উপজেলায় টিকা দেওয়া শুরু হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন জানান, গতকাল উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী ২ হাজার ১৮৮ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলার অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৫০০ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, উপজেলার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ হাজার ৭৭৪ শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। প্রথম দিন উপজেলার ২টি কেন্দ্রে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী টিকা নেয়।

সকালে আলহাজ মোস্তফিজুর রহমান কলেজ কেন্দ্র দেখা গেছে, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে স্বতস্ফূর্তভাবে টিকা গ্রহণ করছে। ১৫ জানুয়ারী পর্যন্ত উপজেলায় টিকা দেওয়া হবে।

টিকা নিতে আসা কক্সবাজারের উখিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুর নওশিন বলল, ‘টিকা নিতে পেরে খুবই ভালো লাগছে। সকালে এসে সহপাঠীদের সঙ্গে নিয়ে টিকা নিয়েছি।’

উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, শিগগিরই উপজেলার ১২ থেকে ১৮ বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দিনে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে টিকা দেবেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসপাতালের ১০টি বুথে ৫ হাজার ৪০ শিক্ষার্থীদের প্রথম দিনে টিকা দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ টিকার সরবরাহ রয়েছে।

জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ বছরের ঊর্ধ্ব প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। পরবর্তীতে টিকা কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত