Ajker Patrika

মিরসরাই ও সীতাকুণ্ড

মিরসরাই ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৭
মিরসরাই ও সীতাকুণ্ড

চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা শপথ নেন।

গতকাল মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা উপজেলা পরিষদের মিলনায়তনে শপথ নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

এদিকে গতকাল সীতাকুণ্ডে ৯ ইউপির নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁরা শপথ নেন।

ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দার হোসাইন, ইউপি চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম নিজামি, রেজাউল করিম বাহার, মো. শওকত আলী জাহাঙ্গীর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত