Ajker Patrika

সীতাকুণ্ডে শিশুদের ডায়রিয়ার প্রকোপ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৫৫
সীতাকুণ্ডে শিশুদের ডায়রিয়ার প্রকোপ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত ৩৮ রোগী ভর্তি হয়েছে সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৯ রোগী। গত দুই দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে এক-তৃতীয়াংশই শিশু। বিশেষায়িত এ হাসপাতালের পাশাপাশি কয়েক দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর ভর্তি সংখ্যা ক্রমশই বাড়ছে।

বিআইটিআইডি হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ৪৬৩ জন। এ ছাড়া নভেম্বর মাসে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল ৩৯৭ জন। অক্টোবর মাসে এ সংখ্যা ছিল ৩২৯। চলতি মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এক-তৃতীয়াংশই শিশু। যাদের বয়স এক থেকে ৮ বছরের মধ্যে।

বিআইটিআইডি হাসপাতালে ভর্তি রয়েছে ডায়রিয়া আক্রান্ত এক বছর বয়সী শিশু তাওসিফ হাসান। ছেলেকে নিয়ে হাসপাতালে রয়েছেন তাঁর মা মরিয়ম বেগম। তিনি বলেন, গত সোমবার বিকেলের দিকে হঠাৎ ডায়রিয়া আক্রান্ত হয় তাওসিফ। এরপর স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের দেওয়া ওষুধ খাওয়ানো হলেও ডায়রিয়া বন্ধ হয়নি। সন্ধ্যার পর থেকে দুর্বল হয়ে পড়ে তাওসিফ। এতে তাঁরা বাধ্য হয়ে রাতেই তাওসিফকে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করান। ভর্তির ৪ দিন অতিবাহিত হলেও এখনো তার ডায়রিয়া পুরোপুরি বন্ধ হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, চলতি মাসেই সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ বিভিন্ন বয়সী ৪৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। উপজেলাজুড়ে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে ডায়রিয়ার প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ডায়রিয়া থেকে রেহাই পেতে অভিভাবকদের শিশুর প্রতি আরও যত্নশীল হতে হবে বলে জানান করেন তিনি।

একই কথা বলেন বিআইটিআইডি হাসপাতালের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ। তিনি বলেন, প্রতিবছর শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে বেড়ে যায় রোটা ভাইরাসের প্রকোপ। আর এ ভাইরাসের প্রভাবে বেড়ে যায় ডায়রিয়ার প্রকোপ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরাই। এ ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে খাওয়ার আগে পরিষ্কার করে হাত ধোয়া ও ফুটানো পানি পান করতে হবে। পাশাপাশি ভাইরাস থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত