Ajker Patrika

ছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট, শিক্ষক গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ১৮
ছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট, শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. নুর উদ্দিন (২৯) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। গত শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার শিক্ষক নুর উদ্দিন কলেজ পড়ুয়া ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন। তিনি ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোর করে একসঙ্গে এবং আলাদা বেশ কিছু ছবি তুলেছিলেন। শিক্ষকের হুমকিতে একপর্যায়ে ওই ছাত্রী সম্পর্ক করতে বাধ্য হয়। এর মধ্যে ওই ছাত্রীর বিয়ের প্রস্তাব আসতে থাকলে নুর উদ্দিন বিয়ে ভাঙতে উঠে পড়ে লাগেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে এডিট করে ওই ছাত্রীর আপত্তিকর ছবি পোস্ট করেন। এ ছাড়া বিভিন্ন কুরুচিপূর্ণ কথা লেখেন। পরে সেগুলো পাত্রের বড় ভাই ও পরিবারের কাছে পাঠাতেন।

এ ঘটনার পর ওই ছাত্রীর পরিবার র‍্যাব-৭ এর চট্টগ্রামের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। গত শুক্রবার রাতে শিক্ষক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গ্রেপ্তার শিক্ষককে গতকাল শনিবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে র‍্যাব। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত