সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার ১১ দিন পর রংপুর থেকে মো. মোস্তাকিম হক (১৫) নামে কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
মোস্তাকিম সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ বাড়ির এনএম দিদারুল হকের (মৃত) ছেলে। সে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গত ২২ ডিসেম্বর একটি চিঠি লিখে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় মোস্তাকিম। এ ঘটনায় ২৩ ডিসেম্বর তার ভাই আজমাইন ফয়সাল হক একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার সকালে রংপুরের একটি খাবারের হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সীতাকুণ্ড থানায় আনার পর স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
মুস্তাকিমের ভাই আজমাইন ফয়সাল হক জানান, এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হবে এই আশঙ্কায় পরিবারের কাউকে না জানিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় মোস্তাকিম। যাওয়ার আগে চিঠিতে সে ‘এ প্লাস’ না পাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এবং মায়ের কাছে ক্ষমা চায়। বাড়ি থেকে পালিয়ে বাসে করে রংপুর চলে যায়। সেখানে একটি ভাতের হোটেলে কাজ নেয়। কিন্তু পরীক্ষার ফল প্রকাশের পর সে অপরিচিত একটি সেলফোন নম্বর থেকে কল করে ‘এ প্লাস’ পাওয়ার কথা জানায়। তবে কোথায় আছে তা না জানিয়েই কল কেটে দেয়। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা ফোন নম্বর ট্র্যাক করে তাকে উদ্ধার করে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার ১১ দিন পর রংপুর থেকে মো. মোস্তাকিম হক (১৫) নামে কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
মোস্তাকিম সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর মোহাম্মদ বাড়ির এনএম দিদারুল হকের (মৃত) ছেলে। সে নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গত ২২ ডিসেম্বর একটি চিঠি লিখে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় মোস্তাকিম। এ ঘটনায় ২৩ ডিসেম্বর তার ভাই আজমাইন ফয়সাল হক একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার সকালে রংপুরের একটি খাবারের হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সীতাকুণ্ড থানায় আনার পর স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়।
মুস্তাকিমের ভাই আজমাইন ফয়সাল হক জানান, এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হবে এই আশঙ্কায় পরিবারের কাউকে না জানিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় মোস্তাকিম। যাওয়ার আগে চিঠিতে সে ‘এ প্লাস’ না পাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এবং মায়ের কাছে ক্ষমা চায়। বাড়ি থেকে পালিয়ে বাসে করে রংপুর চলে যায়। সেখানে একটি ভাতের হোটেলে কাজ নেয়। কিন্তু পরীক্ষার ফল প্রকাশের পর সে অপরিচিত একটি সেলফোন নম্বর থেকে কল করে ‘এ প্লাস’ পাওয়ার কথা জানায়। তবে কোথায় আছে তা না জানিয়েই কল কেটে দেয়। এরপর বিষয়টি পুলিশকে জানালে তারা ফোন নম্বর ট্র্যাক করে তাকে উদ্ধার করে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এই আদেশ দেন।
২৩ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বোর্ডিং ব্রিজ ও ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) প্রথমবারের মতো ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
২৯ মিনিট আগে২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দৈনিক আজকের পত্রিকার অনলাইনে ‘সিনিয়রদেরও বিরাগভাজন হয়েছিলেন দুদকের শরীফ উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ সদরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
৩৫ মিনিট আগে