Ajker Patrika

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৬: ১৮
এম হারুন-অর-রশীদ। ছবি: সংগৃহীত
এম হারুন-অর-রশীদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে সেনাবাহিনীর সাবেক প্রধান এম হারুন-অর-রশীদের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হারুন-অর-রশীদের মরদেহের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, হারুন-অর-রশীদ গতকাল রোববার রাতে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এরপর ক্লাবে এসে ৩০৮ নম্বর কক্ষে রাত্রি যাপন করছিলেন। সকালে তাঁর একটা মিটিং ছিল। কিন্তু তাঁর মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি সাড়া দিচ্ছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানার ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আলমগীর হোসেন আরও বলেন, আপাতত তাঁর মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা, ক্রাইম সিন ইউনিটসহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তাঁর মৃত্যুর খবর শুনে আত্মীয়স্বজনসহ অনেকে চট্টগ্রাম ক্লাব ও তাঁর গ্রামের বাড়িতে ভিড় করছেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত