Ajker Patrika

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন রাঙামাটি জেলার দুখী চাকমা (৪৯) এবং চট্টগ্রাম নগরীর সিরাজউদ্দৌলা রোডের বাসিন্দা তাহসিন আজমি (২৮)।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুখী চাকমা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান। তাহসিন আজমি ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল রোববার সকালে নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মারা যান।

এই নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯৪৫ জনে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...