Ajker Patrika

স্বামীকে একা পেতে সতিনকে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ১৬
স্বামীকে একা পেতে সতিনকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে একা পেতে শাহানাজ আক্তার (২৪) নামের এক সতিনকে গলা কেটে হত্যা করেছেন সুলতানা আক্তার (২০)। গতকাল শুক্রবার দুপুরে সলিমপুর ইউনিয়নের কালুশাহ মাজার সংলগ্ন বক্ষব্যাধি হাসপাতালের পরিত্যক্ত কলোনির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা সুলতানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

সতিনের হাতে খুন হওয়া শাহনাজ ফৌজদারহাটস্থ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক নুরুল আজিমের স্ত্রী। তাঁর দুটি ছেলে সন্তান রয়েছে।

নুরুলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার সৈয়দ কুচিয়া এলাকায়। তবে চাকরির সুবাদে তাঁরা বক্ষব্যাধি হাসপাতালের কলোনিতে বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, গতকাল সকালে বড় ছেলেকে নিয়ে শাহনাজ বেগমের স্বামী আজিম একটি অনুষ্ঠানে যোগ দিতে আনোয়ারায় চলে যান। এই সময় শাহনাজ তাঁর ছোট ছেলেকে নিয়ে ঘরে ছিলেন। বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার ভাড়া বাসা থেকে দুই বছরের শিশুসন্তানকে নিয়ে কলোনির বাসায় আসেন শাহানাজের ছোট সতিন সুলতানা আক্তার। কলোনির বাসায় আসার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুলতানা আক্তার তাঁর ব্যাগে থাকা ধারালো কাটার বের করে বড় সতিন শাহনাজের গলা কেটে হত্যা করেন। কলোনির ভাড়াটিয়ারা শাহনাজ বেগমকে রক্তাক্ত অবস্থায় চিৎকার করেন। এই সময় সুলতানা আক্তার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে আটক করে।

সুমন বণিক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতানা আক্তার তাঁর বড় সতিন শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছে, স্বামী তাঁকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে নতুন ব্রিজ এলাকার ভাড়া বাসায় রাখলেও নিয়মিত খবর নিতেন না। পুরো মাস থাকত তাঁর বড় সতিনের সঙ্গে। এতে দুই শিশুসন্তানকে নিয়ে কষ্টে দিন কাটত তাঁর। তাই স্বামীকে একাকী আপন করে পেতে সতিনকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী গতকাল তাঁকে হত্যা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত